লাগাতার হুমকি দিচ্ছেন অভিনেতা সাহিল খান। এমনকী সোশ্যাল মিডিয়াতেও নিগ্রহ করার অভিযোগ। অপমানে আত্মহত্যার চেষ্টা করলেন বডিবিল্ডার তথা মিস্টার ইন্ডিয়া পুরস্কার প্রাপ্ত মনোজ পাতিল। ২৯ বছরের যুবক বুধবার মুম্বইয়ের ওশিওয়াড়াতে নিজের বাড়িতে আত্মহত্যার চেষ্টা করেন। অচৈতন্য অবস্থায় তাঁকে ভর্তি করা হয় কুপার হাসপাতালে। পুলিশ জানিয়েছে, আপাতত স্থিতিশীল আছেন মনোজ।
মনোজ ২০১৬ সালে ইন্ডিয়ান বডিবিল্ডিং ফেডারেশনের বিচারে মিস্টার ইন্ডিয়া হয়েছিলেন। সম্প্রতি তিনি ওশিওয়াড়া থানায় অভিনেতা-মডেল সাহিল খানের বিরুদ্ধে মানসিক নির্যাতন এবং সাইবার বুলিংয়ের অভিযোগ দায়ের করেন। ২০০১ সালে স্টাইল ছবি দিয়ে বলিউডে পা রাখেন সাহিল। বর্তমানে তিনি ফিজিক্যাল ট্রেনার হিসাবে জনপ্রিয়। বলিউডের অনেক অভিনেতা-অভিনেত্রীর সুন্দর শরীর গড়তে সাহায্য করেন।
অভিযোগ, সাহিল না কি তাঁর নিউট্রিশন শপ-কে গত ২ বছর ধরে খাটো করার চেষ্টা করছেন। কয়েক দিন আগে ইনস্টাগ্রামে মনোজ লেখেন, "আমি খুব শীঘ্রই সাহিলের মুখোশ খুলে দেব। আমি অনেকের কাছ থেকে মেসেজ-ফোন পাচ্ছি। গত দুবছর ধরে আমাকে মানসিক যন্ত্রণা দিচ্ছে। আমার সম্মান নষ্ট করার জন্য পিছনে পড়ে গিয়েছে।"
আরও পড়ুন পর পর ২ দিন সোনু সুদের বাড়িতে আয়কর হানা, ‘তালিবানি চিন্তাধারা’, তোপ শিবসেনার
জানা যায়, বুধবার নিজের বাড়িতে কিছু ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন মনোজ। সেগুলি কীসের ওষুধ তা জানতে শরীরের নমুনা পরীক্ষা করতে পাঠিয়েছেন ডাক্তাররা। আপাতত হাসপাতালে স্থিতিশীল অবস্থায় রয়েছেন মনোজ।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন