Advertisment
Presenting Partner
Desktop GIF

অপর্ণা-সৌমিত্রর প্রেমের রসায়ন 'বহমান'

কলকাতার এক পাঁচতারা হোটেলে জাঁকজমক করেই হয়ে গেল ছবির ট্রেলার লঞ্চ। সেখানে উপস্থিত ছিলেন অপর্ণা-সৌমিত্র সহ ছবির অন্যান্য কলাকুশলীরা।

author-image
IE Bangla Web Desk
New Update
bohoman

'বহমান' ছবিতে একসঙ্গে কাজ করেছেন ব্রাত্য বসু ও অর্পিতা চট্টোপাধ্যায়।

'সমাপ্তি' যখন 'বহমান'! একটু অসুবিধা হচ্ছে তো। প্রথম দেখা 'সমাপ্তি'-তে, তারপর একে একে 'আকাশ কুসুম' (১৯৬৫), 'বাক্স বদল' (১৯৭০), 'জীবন সৈকতে' (১৯৭২), 'বসন্ত বিলাপ' (১৯৭৩), সেলুলয়েডে নিজেদের পথ দৃঢ় করেছেন অপর্ণা-সৌমিত্র জুটি। ফের ২০০০ সাল, 'পারমিতার একদিন' ছবিতে দেখা গেল এভারগ্রীণ এই জুটিকে। 'বসু পরিবার'-এর টানাপোড়েন সামলে এবার তারা 'বহমান'-তার পথে।

Advertisment

bohoman 'বহমান'-এর সাংবাদিক সম্মেলনে কলাকুশলীরা।

আরও পড়ুন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়ির ভাইফোঁটা, দেখুন ভিডিও

এত গৌরচন্দ্রিকার বোধহয় প্রয়োজন নেই, বুঝতেই পারছেন কথা বলছি তাঁদের পরের ছবি 'বহমান' নিয়ে। এদিন কলকাতার এক পাঁচতারা হোটেলে জাঁকজমক করেই হয়ে গেল ছবির ট্রেলার লঞ্চ। সেখানে উপস্থিত ছিলেন অপর্ণা-সৌমিত্র সহ ছবির অন্যান্য কলাকুশলীরা।

আরও পড়ুন, বিয়ের পরে অভিনেত্রী হওয়া কঠিন, আমি নিজেকে লাকি মনে করি: সোনা

সম্পর্কের টানাপোড়েন কখন যে বুনোন আলগা করে তারই ঝলক দেখা যাবে ছবিতে। পঞ্চাশ বছর পর সেলিমের সঙ্গে দেখা মাধুরীর। দু'জনেই বয়সের এপ্রান্তে পৌঁছেছে, বদলেছে তাদের জীবনের সম্পর্কের সমীকরণগুলো। কিন্তু পঞ্চাশ বছর আগের মাধুরী-সেলিমের আবেগ একই জায়গায়। দুটো মানুষ একসঙ্গে থাকার কথা ভাবলেও তাদের মধ্যে এখন মাধুরীর ছেলে সুব্রত রয়েছে। পুত্রবধূ জয়ীতা যতই সে জল গলানোর চেষ্টা করুক, শেষপর্যন্ত কোথায় যাবে পরিণতি?

আরও পড়ুন, দীপাবলিতে রানু মন্ডল ফের ট্রেন্ডিং

অনুমিতা দাশগুপ্তর পরিচালনায় এই গল্পই আসতে চলেছে বড়পর্দায়। পরিচালক হিসাবে এটি অনুমিতার দ্বিতীয় ছবি। ছবিতে মাধুরী ও সেলিমের ভূমিকায় অপর্ণা-সৌমিত্র এবং অপর্ণা সেনের ছেলে ও পুত্রবধূর চরিত্রে ব্রাত্য বসু-অর্পিতা চট্টোপাধ্যায়, এছাড়াও রয়েছেন সোহাগ সেন, গৌতম হালদার সহ বহু কলাকুশলী। এদিন অপর্ণা-সৌমিত্র জানালেন তাদের অভিজ্ঞতার কথা। সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন তন্ময় বোস। ২৯ নভেম্বর মুক্তি পাবে ‘বহমান’।

bratya basu tollywood Aparna Sen Bengali Cinema arpita chatterjee
Advertisment