Aamir Khan-Kiran Rao: 'আজও আমরা শারীরিকভাবে...', ডিভোর্সের পর কিরণের সঙ্গে সম্পর্কের সিক্রেট ফাঁস আমিরের

Aamir Khan-Kiran Rao News: প্রাক্তন স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বর্তমান সম্পর্ক নিয়েও মুখ খুললেন বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট। বিচ্ছেদের পরও অটুট বন্ধন। গোপন কথা ফাঁস করলেন প্রাক্তন তারকা দম্পতি।

Aamir Khan-Kiran Rao News: প্রাক্তন স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বর্তমান সম্পর্ক নিয়েও মুখ খুললেন বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট। বিচ্ছেদের পরও অটুট বন্ধন। গোপন কথা ফাঁস করলেন প্রাক্তন তারকা দম্পতি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

আজও আমরা শারীরিকভাবে...

Aamir Khan-Kiran Rao Relationship: ২০ জুন সিলভার স্ক্রিনে মুক্তি পেয়েছে আমির খানের সিতারে জমিন পর। মুক্তির পরই বক্স অফিসে ব্যাপক সড়া ফেলেছে। নতুন ছবির সাফল্যের মাঝেই বিরাট ঘোষণা বলিউডের মিস্টার পারফেক্টশনিস্টের। শুরু করে দিয়েছেন পরবর্তী কাজ। মহাভারতের কাহিনি এবার সিনেমার পর্দায় তবে সিরিজের আকারে। এই ছবিতে ইন্ডাস্ট্রির কোনও তাবড় তারকাকে দেখা যাবে না সে বিষয়টিও স্পষ্ট করে দিয়েছেন আমির। একইসঙ্গে জানিয়েছেন কী ভাবে ব্যস্ততার মাঝে প্রেমিকা গৌরীর সঙ্গে বিয়েটা সেরে ফেলেছেন! যদিও আনুষ্ঠানিকভাবে নয়, হৃদয় থেকে গৌরীর সঙ্গে বৈবাহিকবন্ধনে আবদ্ধ হয়েছেন। এবার প্রাক্তন স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বর্তমান সম্পর্ক নিয়েও মুখ খুললেন বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট। বিচ্ছেদের পরও অটুট বন্ধন। বন্ধুত্ব, পরস্পরের প্রতি সম্মান, পারিবারিক সম্পর্ক সবটাই রয়েছে আগের মতো।

Advertisment

পানি ফাউন্ডেশনের সঙ্গে সাক্ষাৎকারে আমির-কিরণ দুজনেই সম্পর্ক নিয়ে একেবারে খুল্লামখুল্লা কথা বলেন। খাতায়-কলমে ডিভোর্স হলেও আজও তাঁরা একে অপরের বিপদে-আপদে সবসময় পাশে আছেন। সর্বোপরি আজও তাঁরা শারীরিকভাবেও একে অপরের অনেকটাই কাছাকাছি। বিচ্ছেদের পরও আমির-কিরণেই ঘনিষ্ঠ মুহূর্ত ধরা পড়েছে পাপারাজ্জিদের ক্যামেরায়। দুজনের সম্মতিতেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন প্রাক্তন তারকা দম্পতি। তবে এক ছাদের নীচে না থাকলেও সম্পর্কে কখনও তিক্ততা তৈরি হতে দেবেন না একে অপরের সঙ্গে সেই প্রতিজ্ঞাই করেছিলেন দুজনে। 

আরও পড়ুন 'মহাভারতের পর হয়ত আর...', বলিউড নিয়ে বিরাট সিদ্ধান্ত মিস্টার পারফেক্টশনিস্ট আমির খানের

Advertisment

দীর্ঘ ১৬ বছর দাম্পত্যের পর ভেঙেছিল দাম্পত্য।  ২০০৫ সালে বৈবাহিকবন্ধনে আবদ্ধ হয়েছিলেন, আর ২০২১-এ বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন। কিরণের আগে ১৯৮৬ সালে রীনা দত্তের সঙ্গে সংসার পেতেছিলেন। ২০০২ সালে ইতি পড়ে দাম্পত্যে। এই মুহূর্তে গৌরীর সঙ্গে সম্পর্কে রয়েছেন আমির খান। বয়স যেন আমিরের কাছে একটা সংখ্যামাত্র। ৬০ বছরেও নতুন সম্পর্ক তৈরিতে অকুতভয় আমির। ৬০ তম জন্মদিনে গৌরীর সঙ্গে সম্পর্কে সিলমোহর দিয়েছেন দিল চাহতা হ্যায় অভিনেতা আমির খান। জীবনে এখন নতুন প্রেমের বসন্ত। SCREEN-এর প্রশ্নের উত্তরে পূর্ণ সম্মতি দিয়েছেন অভিনেতা। 

আরও পড়ুন জন্মদিনে সম্পর্কে সিলমোহর, 'সিতারে জমিন পর'-এর সাফল্যের মাঝেই গৌরীর সঙ্গে তৃতীয় বিয়ে আমিরের

আমিরের সংযোজন, 'আমি আর গৌরী দুজনেই সম্পর্কর বিষয়ে খুব সিরিয়াস। আমরা পার্টনার। বিয়ে তো এমন একটি বিষয় যেটা হৃদয় থেকে হয়। সেটা আমি গৌরীর সঙ্গে করে ফেলেছি। আনুষ্ঠানিক ভাবে বিয়েকে স্বীকৃতি দেব কিনা সেটা আমরা পরে ভেবে দেখব। আপাতত এখন দুজন একসঙ্গে ভাল আছি।' 

Aamir Khan Kiran Rao Seperation