/indian-express-bangla/media/media_files/2025/08/25/cats-2025-08-25-15-04-50.jpg)
ক্যামেরার পিছনে...
The Bengal Files-Anupam Kher-Vivek Agnihotri: দু'বার জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক বিবেক অগ্নিহোত্রীর নতুন ছবি 'দ্য বেঙ্গল ফাইলস'। কলকাতায় ট্রেলার মুক্তির অনুষ্ঠান ঘিরে একেবারে ধুন্ধুমার। এরপরই একের পর এক বিতর্ক। গোপাল পাঁঠার ইতিহাস বিকৃতর অভিযোগে পরিচালকের নামে নাতির এফআইআর তো কখনও আবার রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত সাম্প্রদায়িক উস্কানির সুরসুরির অভিযোগও উঠেছে বিবেকের বিরুদ্ধে। ছবির অন্যতম অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় বিতর্ক এড়িয়ে গেলে তাঁকে খোঁচা মেরেছেন বিবেক ও তাঁর স্ত্রী-সহ প্রযোজক পল্লবী যোশী। তবে অভিনেতা মিঠুন সিনেমার সমর্থন করেছেন। ঠিক একইভাবে দ্য বেঙ্গল ফাইলস বিতর্কের মাঝে ক্যামেরার পিছনের মুহূর্ত বা BTS মোমেন্ট শেয়ার করেছেন বর্ষীয়ান অভিনেতা অনুপম খের।
এই ছবিতে মহাত্মা গান্ধীর ভূমিকায় অভিনয় করছেন। উল্লেখ্য, 'দ্য কাশ্মীর ফাইলস'-এর পর আরও একবার বিবেকের ছবিতে অনুপম। ফাইলস ট্রিলজি-র দ্বিতীয় ভাগ অর্থাৎ 'দ্য কাশ্মীর ফাইলস'-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। ভারতের ইতিহাসের আরও একটি বিস্মৃত অধ্যায়কে দর্শকের দরবারে নিয়ে আসার সাহস দেখিয়েছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। আপকামিং মুভি 'দ্য বেঙ্গল ফাইলস'-এ ১৯৪৬ সালের ডাইরেক্ট অ্যাকশন ডে চলাকালীন পশ্চিমবঙ্গে সংঘটিত তথাকথিত 'হিন্দু গণহত্যা'-র কাহিনির বর্ণনা রয়েছে।
১৯৪০-এর দশকের অবিভক্ত বাংলার সাম্প্রদায়িক দাঙ্গা, বিশেষ করে ১৯৪৬ সালের ডাইরেক্ট অ্যাকশন ডে ও নোয়াখালি দাঙ্গার মতো ঘটনাই ছবির প্রেক্ষাপট। অনুপম খের, মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশী ও দর্শন কুমার-এর মতো তারকারা অভিনয় করেছেন। প্রসঙ্গত, বেঙ্গল ফাইলস বিতর্কের মাঝে বিবেকের পাশে জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়। বাংলার সিনেপ্রেমী মানুষ যাতে বিনোদন থেকে বঞ্চিত না হয়, কোনও শিল্পীর সৃষ্টিকে অসম্মান করা না হয় সেই জন্য এগিয়ে এসেছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন বিবেকের বিরুদ্ধে মুখ খুলতেই প্রাণনাশের হুমকি-কাজ হারানোর হুঁশিয়ারি, সঙ্ঘশ্রীর সাফ জবাব...
দ্য বেঙ্গল ফাইলস পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণভাবে মুক্তির জন্য রাষ্ট্রপতির সহায়তা চেয়েছেন এই বর্ষীয়ান অভিনেতা। তাঁর মতে, 'আমরা মনে করি যে পশ্চিমবঙ্গে এই ছবির প্রদর্শনও বন্ধ করে দেওয়া হতে পারে বা ইচ্ছাকৃতভাবে দমন করা হতে পারে। এ ধরনের পদক্ষেপ শুধু শিল্পের স্বাধীনতাকেই কেড়ে নেয় না বরং মানুষের সত্য জানার অধিকার এবং নিজেদের মত প্রকাশের অধিকারও কেড়ে নেয়। তাই ভারতের মাননীয় রাষ্ট্রপতির কাছে আবেদন জানাই যে ছবিটির প্রদর্শন যেন কোনও ভয় বা বাধা ছাড়াই শান্তিপূর্ণভাবে হয় এবং শিল্পী ও দর্শক সুরক্ষিত থাকে।'
আরও পড়ুন পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণভাবে 'দ্য বেঙ্গল ফাইলস' মুক্তির আর্জি, রাষ্ট্রপতিকে আবেদন ভিক্টরের