/indian-express-bangla/media/media_files/2025/08/23/cats-2025-08-23-15-04-29.jpg)
সোজাসাপটা সঙ্ঘশ্রী
The Bengal Files Controversy: বিবেক অগ্নিহোত্রী পরিচালিত আপকামিং মুভি 'দ্য বেঙ্গল ফাইলস' নিয়ে বিতর্কের পারদ ক্রমশ চড়ছে। ছবিতে গোপালচন্দ্র মুখোপাধ্যায় ওরফে 'গোপাল পাঁঠা'-র চরিত্রকে বিকৃত করার অভিযোগে পুলিশের দ্বারস্থ হয়েছেন তাঁর নাতি। 'প্রোপাগণ্ডা' ছবি তৈরি করে সাম্প্রদায়িক উস্কানি-হিন্দু মুসলিম অশান্তি সৃষ্টি করার অভিপ্রায় নিয়েও প্রশ্ন তুলেছেন প্রযোজক রাণা সরকার। এছাড়াও অভিনেতা ঋত্বিক চক্রবর্তী থেকে ঋদ্ধি সেন ইতিহাস বিকৃতিকরণের অভিযোগে বিবেকের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। সেই তালিকার নয়া সংযোজন বাংলা সিনেমা-সিরিয়ালের অত্যন্ত পরিচিত মুখ সঙ্ঘশ্রী সিনহা মিত্র। তবে তাঁর অভিযোগ খানিকটা অন্যরকম।
বিবেক অগ্নিহোত্রী প্রোপাগণ্ডা ছবি তৈরি করা নিয়ে কোনও মন্তব্য করেননি। সঙ্ঘশ্রীর আপত্তি বিবেকের একটি মন্তব্যে, 'বাংলা দ্বিতীয় কাশ্মীর হতে চলেছে।' সোশ্যাল মিডিয়ায় সোচ্ছ্বার সঙ্ঘশ্রী সিনহা। নিজের মতপ্রকাশ করতে গিয়ে লিখেছেন, 'হে ভগবান! বিবেক অগ্নিহোত্রী প্রচণ্ড বিরক্তিকর একজন মানুষ। দয়া করে কথা বলা বন্ধ করুন।' সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হলেও কোনও বিষয়ে খুব একটা মতামত পোষণ করতে দেখা যায় না। কিন্তু, বিবেকের উপর আচমকা কেন এত রেগে গেলেন?
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে সঙ্ঘশ্রীর স্পষ্ট জবাব, 'ওঁর ছবি নিয়ে আমার কিছু বলার নেই। উনি এক পরিচালক, যা ইচ্ছে তাই বানাতে পারেন। বিবেক অগ্নিহোত্রীর ছবি দেখতে আমার ভাল লাগে না, দেখব না। কিন্তু, উনি বাংলা নিয়ে আলটপকা মন্তব্য করলে তো সেটা কখনই মেনে নেব না।' বিবেক অগ্নিহোত্রী নিয়ে পোস্ট করতেই তাঁর দিকে ধেয়ে এসেছে কটাক্ষ। কেউ তাঁকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক বলে দাগিয়ে দিচ্ছেন তো কেউ আবার কমেন্ট বক্সে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। এমনকী অনির্বাণের মতো কাজ হারাতে পারেন বলেও সতর্কবাণী পেয়েছেন।
এইধরনের মন্তব্যে বিরক্তিকর এবং অত্যন্ত নিন্দনীয় বলে ফুঁসে উঠেছেন সঙ্ঘশ্রী। তাঁর মতে, 'একজন স্বাধীন নাগরিক হিসেবে আমি নিজের মতপ্রকাশ করতেই পারি। কেউ আমাকে বাধা দিতে পারে না। এই ধরনের নোংরা মন্তব্য!! এটা সত্যিই ভাবিনি। তবে আমি এগুলো গায়ে মাখি না।' দ্য বেঙ্গল ফাইলসে সাম্প্রাদায়িক সুরসুরির গল্প রয়েছে তা ট্রেলারেই স্পষ্ট।
আরও পড়ুন 'আমাকে হট মনে হয়েছে বলেই তো ও বিয়ে করেছে', সাহসী ফটোশুট প্রসঙ্গে সোজাসাপটা সঙ্ঘশ্রী
এই প্রসঙ্গে অভিনেত্রীর বক্তব্য, 'আমাকে যাঁরা কমেন্ট বক্সে আপত্তিকর মন্তব্য করছেন তাঁরা তো হিন্দু। আমরা বাংলায় হিন্দু-মুসলিম মিলেমিশে থাকি। তাহলে কেন বারবার ওঁদেরকে খারাপ প্রতিস্থাপন করা হয়? কাশ্মীরে যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক। কিন্তু, তার মানে তো এটা নয় যে প্রতিনিয়ত সাম্প্রদায়িক ভেদাভেদকে হাতিয়ার করে হিংসাত্মক পরিস্থিতি তৈরি করতে হবে। আমি যে জায়গায় থাকি, আমার রুজি-রুটির সংস্থান সেটা নিয়ে আপত্তিকর মন্তব্য করলে আমি আমার কথা বলবই।' লাস্ট বাট নট ইন লিস্ট, সঙ্ঘশ্রীর সাফ জবাব, 'আমার পোস্ট দেখে অনেকেই অনেক কথা বলছে। আমি কোনও দলের প্রতিনিধিত্ব করি না, আমি একজন সাধারণ নাগরিক।'