Bollywood: 'আমি আমার ছেলের কাছে যেতে পারি না', স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ! সন্তানকে নিয়ে মুখ খুললেন অভিনেতা

Bollywood: গুলশান জানান, ছেলের জন্য তিনি অত্যন্ত গর্বিত, কারণ সঞ্জয় তার আন্তর্জাতিক অভিজ্ঞতা ও দক্ষতাকে এবার ভারতীয় প্রযোজনায় কাজে লাগাচ্ছেন।

Bollywood: গুলশান জানান, ছেলের জন্য তিনি অত্যন্ত গর্বিত, কারণ সঞ্জয় তার আন্তর্জাতিক অভিজ্ঞতা ও দক্ষতাকে এবার ভারতীয় প্রযোজনায় কাজে লাগাচ্ছেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
gulshan

যা বললেন অভিনেতা...

বলিউডের জনপ্রিয় খলনায়ক গুলশান গ্রোভার সম্প্রতি অর্চনা পুরান সিংয়ের ইউটিউব চ্যানেলে উপস্থিত হয়ে নিজের আসন্ন ছবি ‘হির এক্সপ্রেস’ ও ব্যক্তিগত জীবন নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ কথা ভাগ করে নেন। ছবিটি প্রযোজনা করছেন গুলশানের ছেলে সঞ্জয় গ্রোভার, যিনি হলিউডে একজন ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ হিসেবে কাজ করেছেন।

Advertisment

গুলশান জানান, ছেলের জন্য তিনি অত্যন্ত গর্বিত, কারণ সঞ্জয় তার আন্তর্জাতিক অভিজ্ঞতা ও দক্ষতাকে এবার ভারতীয় প্রযোজনায় কাজে লাগাচ্ছেন। এই প্রজেক্টের সূত্রে বাবার সঙ্গে ছেলের পুনরায় সংযোগ স্থাপনও ঘটেছে। গুলশন অকপটে বলেন, "সঞ্জয় আমার থেকে দূরে বড় হয়েছে। কারণ আমি তার মাকে ডিভোর্স দিয়েছিলাম।"  

অর্চনার সঙ্গে আলাপচারিতায় গুলশন জানান, জীবনের এই পর্যায়ে এসে তিনি শুধু একটি জিনিস চান- ছেলের জন্য একটি 'উত্তরাধিকার' রেখে যাওয়া। তিনি বলেন, "আমি চাই আমার ছেলে সঞ্জয় সফল হোক। সঞ্জয় UCLA-তে পড়াশোনা করেছে। একদিন আমি এমজিএম (MGM) স্টুডিওতে একটি মিটিংয়ে যাচ্ছিলাম, তখন সঞ্জয় বলল, "আমি তোমার সঙ্গে যেতে চাই, ওদের লবিতে রাখা অস্কারগুলো দেখতে চাই।" 

Advertisment

Riddhi Sen on Bengali Language: অমিত মালব্যকে কি বাঁদর বললেন বাঙালি অভিনেতা?

সেই মিটিংয়ের স্মৃতি শেয়ার করে গুলশান বলেন, "মেরি প্যারেন্টের (তৎকালীন সহ-প্রধান নির্বাহী, এমজিএম) সঙ্গে মিটিং চলাকালীন সঞ্জয় আমার প্রতিটা কথার বিরোধিতা করছিল। আমার ইচ্ছা করছিল তাকে বাইরে নিয়ে গিয়ে একটা ভালো ধমক দিই! কিন্তু চমকে যাই, যখন মেরি সভা শেষে সঞ্জয়কে বলেন—"স্নাতক শেষ করার পর তোমার জন্য এখানে একটা চাকরি অপেক্ষা করছে। আমি প্রচণ্ড গর্বিত হয়েছিলাম।" 

কেন সঞ্জয় হলিউড ছেড়ে ভারতে ফিরলেন, সেই প্রশ্নে গুলশান বলেন, "আমি আর ওর মা আলাদা থাকি। অনেক বছর ও আমাদের থেকে দূরে ছিল। এবার সময় এসেছে একসঙ্গে থাকার। তাই ও আমার ডুপ্লেক্স বাড়ির উপরে থাকে, আমি নিচে। ও চাইলে আমার জায়গায় আসতে পারে, কিন্তু আমি ওর জায়গায় যেতে পারি না!" 

হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে গুলশান বলেন, তাঁর ছেলেকে অভিনয়ে আনতে "অল্প ব্ল্যাকমেল" করতে হয়েছিল। সঞ্জয় শুধু প্রযোজক নয়, বরং ইতিমধ্যেই পরিচালক তারসেম সিংয়ের 'ডিয়ার জাসি'-র সহ-প্রযোজক হিসেবেও কাজ করেছেন।‘হির এক্সপ্রেস’ পরিচালনা করছেন উমেশ শুক্লা, যিনি ওএমজি – ওহ মাই গড এবং ১০২ নট আউট–এর মতো ছবির জন্য পরিচিত।

bollywood Entertainment News Today Bollywood Actor