Riddhi Sen on Bengali Language: অমিত মালব্যকে কি বাঁদর বললেন বাঙালি অভিনেতা?

Riddhi Sen on Bengali Language: গতকাল রূপম ইসলাম থেকে শুরু করে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এমনকি, সৃজিত - সকলেই এই নিয়ে আওয়াজ তুলেছিলেন। আর এই নিয়েই ঋদ্ধি সেন যা বললেন...

Riddhi Sen on Bengali Language: গতকাল রূপম ইসলাম থেকে শুরু করে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এমনকি, সৃজিত - সকলেই এই নিয়ে আওয়াজ তুলেছিলেন। আর এই নিয়েই ঋদ্ধি সেন যা বললেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
riddhi

যা নয় তাই বললেন ঋদ্ধি...

Riddhi Sen on Bengali Language:  বাংলা ভাষা নিয়ে সর্বত্র তোলপাড়। আর ভাষা নিয়ে একসময়  এর লড়াই, যে ভাষার জন্য মানুষ প্রাণ দিয়েছেন, সেই ভাষা নিয়েই এহেন মন্তব্য অমিত মালভ্যর। সেই নিয়েই চারিদিকে আন্দোলন। যে ২২টি স্বীকৃত ভাষা নথিভুক্ত রয়েছে তাঁর মধ্যে অন্যতম বাংলা ভাষা। এবং, এই ভাষায় কত সৃষ্টি, এই ভাষায় কত গান কিংবা উপন্যাস। এই বাংলা ভাষার ছবির, হাত ধরেই ভারতের বুকে এসেছে, প্রথম অস্কার। এমনকি, রবি ঠাকুরের হাত ধরে সৃষ্টি ভারতের জাতীয় সঙ্গীতের। সেই বাংলা নিয়ে যা নয় তাই মন্তব্য! এই নিয়েই বাংলার মানুষ গর্জে উঠেছেন।

Advertisment

গতকাল রূপম ইসলাম থেকে শুরু করে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এমনকি, সৃজিত - সকলেই এই নিয়ে আওয়াজ তুলেছিলেন। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, তিনি সোজাসুজি মূর্খ বলে সম্বোধন করেন যারা বাংলা ভাষাকে অপমান করছেন তাঁদের। আর এই নিয়েই ঋদ্ধি সেন যা বললেন... এই অভিনেতা এমনিও সমাজ মাধ্যমে বেজায় সক্রিয়। তিনি নানা কিছু মন্তব্য রাখেন। এমনকি, সব বিষয়েই তিনি প্রায় খবর রাখেন। নিজের ভাষায় অপমান হতে দেখে তিনি যেন আর থেমে থাকতে পারলেন না। উল্টে অমিত মালভিয়াকে কটাক্ষ করে বললেন...

Shehnaz Gill: ভাল নেই শাহনাজ গিল, হাসপাতালে শয্যাশায়ী অভিনেত্রী

Advertisment

"আইটি সেলের অমিত মালভিয়ার কাছে বাংলা ভাষা নিয়ে জ্ঞান শোনা আর চিড়িয়াখানার সেলের ভেতরে বসে থাকা বাঁদরের কাছে হিউমান বায়োলজির ক্লাস করা - দুটোই এক l ভবিষ্যতে দ্বিতীয়টা সম্ভব হলেও প্রথমটার সম্ভাবনা গরুর দুধে সোনা পাওয়ার মতোই অসম্ভব l" এই বাংলা অনেককিছু দিয়েছে গোটা ভারতকে। বঙ্গ সন্তানদের উল্লেখ ইতিহাসের প্রতিটা পাতায় পাতায় হয়। সেই বাংলা ভাষাকে আজ লাঞ্ছনা এবং বঞ্চনার শিকার হতে হচ্ছে। এই নিয়েই সোজা সাপটা অভিনেতা। বাংলার মাটিতে জন্ম নিয়েছেন এমন সব মনীষী, যারা ভারতের দিকে দিকে আলোড়ন ফেলেছিলেন। ঋদ্ধি আরও বলছেন...

Ditipriya Roy: মধ্যরাতে দিতিপ্রিয়াকে আপত্তিকর ছবি, সহ-অভিনেতার কাছে হেনস্থার শিকার পর্দার রাসমণি! বিস্ফোরক অভিযোগে তোলপাড়

"বাংলা যতটা রবীন্দ্রনাথ,বিবেকানন্দ,বিদ্যাসাগরের ভাষা ঠিক ততটাই সারা বিশ্বের লক্ষ লক্ষ নাগরিকের ভাষা,নিজের মাতৃ ভাষা বলার জন্য যদি মানুষকে শারীরিক এবং মানসিক ভাবে হেনস্থা হতে হয় তাহলে সেই বিষয় নির্দ্বিধায় প্রতিবাদ করা উচিত l বাংলা ভাষা কোনো রাজনৈতিক দলের সম্পত্তি নয়, বাংলা ভাষা বলতে পারার স্বাধীনতাকে সমর্থন করা মানে কোনো রাজনৈতিক দলকে সুবিধে করে দেওয়া নয় l বাংলাদেশী বলে আলাদা কোনো ভাষা হয় কি? বাঙালি বলতে কি বোঝায় সেটা আশাকরি কোনো রাজনৈতিক দলের কাছ থেকে আমরা শিখবো না,নিজের ভাষা বলতে পারার অধিকারের জন্য প্রতিবাদ করতে গেলে কোনো রাজনৈতিক দলকে লাগে না, লাগে প্রকৃত ভারতীয় হতে (অর্থাৎ কোনো রাজনৈতিক দলের তৈরী করে দেওয়া ভারতীয় হওয়ার নিয়মাবলী মেনে নয়) এবং ভারতবর্ষের ইতিহাস এবং সংবিধান নিয়ে সচেতন হতে l"

riddhi sen amit malviya Entertainment News Today