Bollywood Actor Mukul Dev Death: বিনোদন জগতে ফের মৃত্যুসংবাদ। মাত্র ৫৪-তেই সব শেষ! টেলিভিশন থেকে সিনেমা, সর্বত্রই তাঁর অভিনয় প্রশংসিত হত। সন অফ সর্দার, আর. রাজকুমারের মতো ছবিতে
বলিউড অভিনেতা অজয় দেবগন, শাহিদ কাপুরের সঙ্গেও কাজ করেছেন। এছাড়াও একাধিক হিন্দি ধারাবাহিকের পরিচিত মুখ। তিনি নান আদার দ্যান অভিনেতা মুকুল দেব। শুক্রবার রাতে আচমকাই তাঁর মৃত্যু সংবাদ পায় প্রিয়জন ও বন্ধুবান্ধবরা। মুকুলের আকস্মিক মৃত্যুর খবরে স্তম্ভিত সকলে। খবর পেয়ে অভিনেতার বাড়ি পৌঁছেছেন অনেকেই। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। পরিবার ও বন্ধুদের তরফে কোনও খবর পাওয়া যায় কিনা এখন তারই অপেক্ষা।
মুকুল দেবের সতীর্থ অভিনেত্রী দীপশিখা নাগপাল ইনস্টা স্টোরিতে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। অভিনেতার সঙ্গে একটি পুরনো ছবি শেয়ার করে শোকপ্রকাশ করে লিখেছেন, 'আমি এই খবর বিশ্বাস করতে পারছি না।' মুকুল দেব অভিনীত শেষ হিন্দি ছবি 'Anth The End'। এই ছবিতে তাঁর সঙ্গে ছিলেন ভাই রাহুল দেবও। সিরিয়াল ও সিনেমা জগতের অত্যন্ত পরিচিত মুখ ছিলেন। Gharwali Uparwali, Kasshish, Ssshhhh…Phir Koi Hai, Kumkum – Ek Pyara Sa Bandhan সহ একাধিক মেগায় কাজ করেছিলেন। Himmatwala, Dastak-এর মতো হিন্দি সিনেমা তেও তাঁর অভিনয় দর্শকমহলে প্রশংসিত।
/indian-express-bangla/media/post_attachments/5e9c3894-449.jpg)
মুকুলের মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন অভিনেতা মনোজ বাজপেয়ী। সোশ্যাল মিডিয়ায় শোকজ্ঞাপন করে লিখেছেন, 'আমার মনের কী অবস্থা তা লিখে বোঝাতে পারব না। মুকুল ছিল আমার ভাইয়ের মতো। অসাধারণ অভিনয় দক্ষতা। কাজের প্রতি একগ্রতা সত্যিই অতুলনীয়। খুব তাড়াতাড়ি চলে গেল। বয়সটা খুবই কম। এই কঠিন সময়ে ওঁর পরিবার যেন লড়াই করার শক্তি পায়। প্রত্যেকের কাছে এটা বিরাট ক্ষতি। যতদিন আমাদের দেখা না হয়, তোমাকে খুব মিস করব আমার জান...। ওম শান্তি।'
অভিনেতা Vindu Dara Singh-ও মুকুলের অকাল প্রয়াণে গভীরভাবে শোকাহত। ইন্ডিয়া টুডে-কে তিনি জানিয়েছেন, 'ওঁর মা-বাবার মৃত্যুর পর একাই থাকতেন। বাড়ির বাইরে সেভাবে বেরতেন না। কারও সঙ্গে দেখাও করতেন না। বিগত কয়েকদিন ধরেই শরীর ভাল ছিল না। হাসপাতালে ভর্তি ছিলেন। ওঁর ভাই এবং যাঁরা ওকে চেনেন তাঁদের প্রত্যেকের প্রতি আমার সমবেদনা রইল। ভীষণ ভাল মানুষ ছিলেন। আমরা সকলে ওকে খুব মিস করব।'
মুকুলের জন্ম নিউ দিল্লির এক পঞ্জাবি পরিবারে। জলন্ধরের কাছে একটি গ্রামে জন্মগ্রহণ করেন অভিনেতা। তাঁর বাবা হরি দেব। তিনি ছিলেন পুলিশের অ্যাসিস্টেন্ট কমিশনার। আফগান সংস্কৃতিতে বেড়ে উঠেছিলেন। Pashto ও Persian এই দুটি ভাষায় কথা বলতে পারতেন।
আরও পড়ুন 'পাঁচদিন আগেও কথা হল', টলিপাড়ার 'দাদু'-র প্রয়াণে শোকস্তব্ধ কৌশিক! মন খারাপ শ্রুতি-রাহুলের