Bengali Actor Death: 'পাঁচদিন আগেও কথা হল', টলিপাড়ার 'দাদু'-র প্রয়াণে শোকস্তব্ধ কৌশিক! মন খারাপ শ্রুতি-রাহুলের

Celeb Reaction On Bengali Actor Death: কখনও পুরোহিতের চরিত্র, কখনও দাদুর চরিত্রে তাঁকে দেখেছেন মেগার দর্শক। সেই মিঠুদা আর নেই এই খবর পেতেই ভেঙে পড়েছেন বিশিষ্ট পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। মন ভারাক্রান্ত স্রুতি-রাহুলের। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সঙ্গে প্রয়াত মিঠুদার স্মৃতিচারণা করলেন কৌশিক-শ্রুতি।

Celeb Reaction On Bengali Actor Death: কখনও পুরোহিতের চরিত্র, কখনও দাদুর চরিত্রে তাঁকে দেখেছেন মেগার দর্শক। সেই মিঠুদা আর নেই এই খবর পেতেই ভেঙে পড়েছেন বিশিষ্ট পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। মন ভারাক্রান্ত স্রুতি-রাহুলের। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সঙ্গে প্রয়াত মিঠুদার স্মৃতিচারণা করলেন কৌশিক-শ্রুতি।

author-image
Kasturi Kundu
New Update
টলিপাড়ার 'দাদু'-র প্রয়াণে শোকস্তব্ধ কৌশিক! মন খারাপ শ্রুতি-রাহুলের

টলিপাড়ার 'দাদু'-র প্রয়াণে শোকস্তব্ধ কৌশিক! মন খারাপ শ্রুতি-রাহুলের

haridas chatterjee Death: ৩০ এপ্রিল, বুধবার না ফেরার দেশে পাড়ি দিয়েছেন টলিপাড়ার সকলের প্রিয় মিঠুদা। তাঁর ভাল নাম হরিদাস চট্টোপাধ্যায়।  মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। কলকাতার কালিকাপুরের এক হাউজ়িংয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।  বুধবার সন্ধ্যায় আচমকাই শরীরে অস্বস্তি শুরু হয়, শেষ রক্ষা হল না। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে  সহকারী পরিচালক হিসেবেই কাজ করতেন। অপর্ণা সেন থেকে কৌশিক গঙ্গোপাধ্যায়, সুদেষ্ণা রায় সহ অনেককেই অ্যাসিস্ট করেছিলেন। তবে বয়স বাড়তেই সহকারী পরিচালকের কাজ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। ধীরে ধীরে নিজেকে পুরোপুরি অভিনয়ে যুক্ত করে ফেলেছিলেন মিঠুদা। অপর্ণা সেনের গয়নার বাক্স, কৌশিক গঙ্গোপাধ্যায়ের জ্যেষ্ঠপুত্র-এর মতো  সিনেমায় কাস্ট করা হয়েছিল  হরিদাস চট্টোপাধ্যায়কে। 

Advertisment

কখনও পুরোহিতের চরিত্র, কখনও দাদুর চরিত্রে তাঁকে দেখেছেন মেগার দর্শক। সেই মিঠুদা আর নেই এই খবর পেতেই ভেঙে পড়েছেন বিশিষ্ট পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, 'মিঠুদা আমাদের অভিভাবকের মতো। মিঠুদা যখন সহকারী বা প্রধান সহকারীর কাজ কমিয়ে ফেলেছিলেন তখন সিনেমা করতেন। অর্ধাঙ্গিনীতে আমার সঙ্গে শেষ কাজ করেছিলেন। ছোটদের অনেক ছবিতে অভিনয় করেছেন। মিঠুদা থাকা মানে একটা প্রিয় মানুষের সান্নিধ্যে থাকা। এত ভাল মানুষ ছিলেন! তেমন সুন্দর ব্যবহার। মিঠুদার চলে যাওয়াটা আমাদের জন্য বিরাট ক্ষতি। পাঁচদিন আগেও একটা কাজের ব্যাপারে আমাদের কথা হয়েছে। তখন বলেছিলেন, যদি সম্ভব হয় তাহলে জানাব। কিন্তু, মনে হচ্ছে না পারব। তবুও আমি বলেছিলাম যদি তুমি পারো আমাকে জানিও। আবার আমরা একসঙ্গে কাজ করব। এটাও বলেছিলাম, আমি তাহলে তোমার অংশটুকু এখুনি লিখছি না। তুমি নিশ্চিত করলে তারপর লিখব। সত্যিই শেষ পর্যন্ত লেখাটা অসম্পূর্ণই রয়ে গেল। সত্যি সত্যিই লিখে আর লাভ হল না! আমি শহরের বাইরে থেকে এই খবরটা পেয়েছি। মনটা ভীষণ খারাপ।' 

মন খারাপ জনপ্রিয় টেলি অভিনেত্রী শ্রুতি দাসের। ত্রিনয়নী ধারাবাহিক দিয়ে ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ। আর প্রথমদিনের শুটিংই ছিল মিঠুদার সঙ্গে। স্মৃতিচারণা করে তিনি বলেন, 'আমার দাদুর চরিত্রে অভিনয় করেছিলেন। ভীষণ ভাল মানুষ ছিলেন। টিভির পর্দায় যেমন সবাই দেখেছে বাস্তবেও বন্ডিংটা সেরকমই ছিল। কিন্তু, দুঃখের বিষয় আমার সঙ্গে এখন আর কোনও যোগাযোগ ছিল না। তাই খবরটা পেয়ে এত খারাপ লাগছে!! আমি ছোট ছিলাম বলে সেটে আমার খুব খেয়াল রাখতেন। আমি খেয়েছি কিনা, জল খাচ্ছি কিনা সবসময় জিজ্ঞাসা করতেন। দাদুর মতো ভাল মানুষ হয় না। ত্রিনয়নী সিরিয়ালের প্রথম এপিসোডের প্রথম দৃশ্যের শুটিংটাই ছিল মিঠুদার সঙ্গে। আচমকা এইরকম একটা খবর পাব সত্যিই ভাবিনি।'

Advertisment

মিঠুদার প্রয়াণে মন ভারাক্রান্ত টেলি অভিনেতা রাহুল দেব বসুর। সোশ্যাল মিডিয়ায় মিঠুদার সঙ্গে ছবি শেয়ার করে তিনি লিখেছেন, 'কিছুদিন আগেই আলাপ মিঠুদার সঙ্গে। সবসময় মুখে মিষ্টি একটা হাসি নিয়ে থাকতেন। গল্প করতেন। খুব অল্প সময়ে প্রিয় হয়ে গিয়েছিলেন উনি। ওঁকে দেখলে মন ভাল হয়ে যেত। আর দেখা হবে না। ভাল থাকবেন। আপনার আত্মার শান্তি কামনা করি।'

আরও পড়ুন: উত্তমের সঙ্গে কাজের সুখ ২৫ বছরের কেরিয়ারে পাননি, 'নায়ক'-এ কেন তৃপ্ত সত্যজিৎ রায়?

Bengali Actor Bengali Actress Bengali Cinema Bengali Film Bengali Film Industry Bengali Television Kaushik Ganguly haridas chatterjee