Bollywood Actor Passed Away: ICU-তেই সব শেষ! অকাল প্রয়াণ সলমনের সহ অভিনেতার, অভিনয়ের আগে কোন পেশায় ছিলেন মুকুল?

Mukul Dev Demise: অভিনেতা মুকুল দেবের অকাল প্রয়াণে স্তব্ধ বিটাউন। অভিনয়ে আসার আগে কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন তিনি? জেনে নিন বিস্তারিত।

Mukul Dev Demise: অভিনেতা মুকুল দেবের অকাল প্রয়াণে স্তব্ধ বিটাউন। অভিনয়ে আসার আগে কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন তিনি? জেনে নিন বিস্তারিত।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
অভিনয়ের আগে কোন পেশায় ছিলেন মুকুল?

অভিনয়ের আগে কোন পেশায় ছিলেন মুকুল?

Mukul Dev Trained Pilot: হিন্দি ধারাবাহিক থেকে চলচ্চিত্র, অভিনেতা মুকুল দেব ছিলেন অত্যন্ত পরিচিত মুখ। হিন্দির পাশাপাশি বাংলা ও অন্য ভাষার ছবিতেও কাজ করেছেন। তাঁর অভিনয় বারবার দর্শকের দিল জিতে নিয়েছে। আর কখনও টেলিভিশন বা সিনেমার পর্দায় মুকুলের দেখা মিলবে না। ৫৪-তেই না ফেরার দেশে অভিনেতা মুকুল দেব। সতীর্থ ও অভিনেতা অভিনেতা Vindu Dara Singh-জানিয়েছেন বিগত বেশ কিছুদিন তিনি অসুস্থ ছিলেন। নানান শারীরিক সমস্যার কারণে আইসিইউ-তে ভর্তি ছিলেন অভিনেতা। মাত্র ৫৪-তেই চিরঘুমের দেশে মুকুল। তাঁর অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত বিটাউন। 

Advertisment

মনোজ বাজপেয়ী থেকে তুষার কাপুর, দীপশিখা নাগপাল সহ অনেকেই সোশ্যাল মিডিয়ায় শোকজ্ঞাপন করেছেন। মুকুল দেব শুধু একজন পেশাদার অভিনেতাই ছিলেন না, তিনি ছিলেন একজন ট্রেনিং প্রাপ্ত পাইলটও। কায়বরেলির ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় উড়ান একাডেমি থেকে ট্রেনিং নিয়েছিলেন। অভিনয়ে আসার আগে একটি ট্রেনিং ইন্সটিটিউটও চালাতেন। এক দশক তিনি কমার্শিয়াল পাইলট হিসেবেও কাজ করেছিলেন। প্রসঙ্গত, শুক্রবার রাতে আচমকাই তাঁর মৃত্যু সংবাদ পায় প্রিয়জন ও বন্ধুবান্ধবরা। মুকুলের আকস্মিক মৃত্যুর খবরে স্তম্ভিত সকলে। খবর পেয়ে অভিনেতার বাড়ি পৌঁছেছেন অনেকেই। 

অভিনেতা Vindu Dara Singh-ও মুকুলের অকাল প্রয়াণে গভীরভাবে শোকাহত। ইন্ডিয়া টুডে-কে তিনি জানিয়েছেন, 'ওঁর মা-বাবার মৃত্যুর পর একাই থাকতেন। বাড়ির বাইরে সেভাবে বেরতেন না। কারও সঙ্গে দেখাও করতেন না। বিগত কয়েকদিন ধরেই শরীর ভাল ছিল না। হাসপাতালে ভর্তি ছিলেন। ওঁর ভাই এবং যাঁরা ওকে চেনেন তাঁদের প্রত্যেকের প্রতি আমার সমবেদনা রইল। ভীষণ ভাল মানুষ ছিলেন। আমরা সকলে ওকে খুব মিস করব।'

Advertisment

মুকুলের মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন অভিনেতা মনোজ বাজপেয়ী। সোশ্যাল মিডিয়ায় শোকজ্ঞাপন করে লিখেছেন, 'আমার মনের কী অবস্থা তা লিখে বোঝাতে পারব না। মুকুল ছিল আমার ভাইয়ের মতো। অসাধারণ অভিনয় দক্ষতা। কাজের প্রতি একগ্রতা সত্যিই অতুলনীয়। খুব তাড়াতাড়ি চলে গেল। বয়সটা খুবই কম। এই কঠিন সময়ে ওঁর পরিবার যেন লড়াই করার শক্তি পায়। প্রত্যেকের কাছে এটা বিরাট ক্ষতি। যতদিন আমাদের দেখা না হয়, তোমাকে খুব মিস করব আমার জান...। ওম শান্তি।'

আরও পড়ুন ৫৪-তে চিরঘুমের দেশে, অকাল মৃত্যু অজয়-শাহিদের সহ অভিনেতার! শোকস্তব্ধ বিটাউন

Mukul Dev Bollywood Actor actor death news Hindi Television hindi serial