Bollywood Actor Death: বলিউডে সবসময় ট্যালেন্টের কদর হয়? যে তারকাই আসেন তারাই কি ইন্ডাস্ট্রিতে নাম করতে পারেন? নিশ্চয়ই না! কিন্তু, যে অভিনেতা শাহরুখ খান কিংবা সলমন খানের সঙ্গে কাজ করেছেন, সেই অভিনেতাকে এত সহজে ভুলে গেল হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি? তাঁর স্ত্রীর কণ্ঠে যেভাবে আফসোস শোনা গেল, তারপর যথেষ্ট অবাক হতে হয়। একসময় বলিউডের বড় বড় তারকাদের সঙ্গে কাজ করেছেন তিনি। সেই তালিকায় আছে হৃতিক রোশন, অমিতাভ বচ্চন, কাজল এবং অন্যান্য।
যদিও একসময় ইন্ডাস্ট্রির বুকে তিনি অনেক কাজ করেছেন তারপরেও নির্দিষ্ট কিছু ঘটনা থেকেই আস্তে ধীরে লাইমলাইট থেকে তিনি সরতে থাকেন। বয়স হয়েছিল মাত্র ৪৮। তারপরেই তিনি পাড়ি দেন না ফেরার দেশে। ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগ হচ্ছিল না। তার ইন্ডাস্ট্রির বন্ধুরা যেমন সরে গিয়েছিলেন, তেমনই হাত ছেড়েছিলেন অনেক কাছের মানুষই। ধীরে ধীরে মানসিক অবসাদে সব শেষ হয়ে গিয়েছিল তাঁর। প্রসঙ্গে বিকাশ শেঠি।
Riddhi Sen: 'আমি আঁতেল না, লোকে পশ্চাৎপক্ক বলে', অকপট ঋদ্ধি সেন
তিনি নিজে চলে গেলেন। ফেলে গেলেন তাঁর স্ত্রী এবং দুই সন্তানকে। ঘুমের মধ্যেই সব শেষ হয়ে গেল। গতবছর, সেপ্টেম্বর মাসের ৮তারিখ তিনি ঘুমের মধ্যেই প্রাণ হারান। তাঁর স্ত্রী সংবাদমাধ্যমে জানান, বিকাশ যখন অসুস্থ হয়ে পড়েন তখন নাসিকে ছিলেন। বলেন, "আমরা যখন নাসিকে আমার মায়ের বাড়িতে পৌঁছাই, তখন তাঁর বমি হচ্ছিল এবং তাঁর লুস মোশন হচ্ছিল। তিনি হাসপাতালে যেতে চাননি, তাই আমরা চিকিৎসককে বাড়িতে আসতে বলি।"
তিনি আরও বলেন, "পরের দিন যখন, ভোর ৬টার দিকে আমি তাকে ঘুম থেকে জাগাতে যাই, তখন সে আর নেই। সেখানকার চিকিৎসক আমাদের জানিয়ে দেন, গতকাল রাতে ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।"
Anirban Bhattacharya: 'আমায় কেউ জামাই হিসেবে দেখতেন, কেউ স্বামী হিসেবে উপদেশ দিতেন..', ইমেজ খারাপ হয়ে যাচ্ছে অনির্বাণের?
বলিউডে কী কী ছবিতে কাজ করেছেন?
২০০১ সালে অর্জুন রামপাল ও দিয়া মির্জা অভিনীত দিওয়ানাপান চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। করণ জোহরের 'কভি খুশি কভি গম'-এ অভিনয় করেছিলেন তিনি। বিকাশ ওপস, মোধ এবং ইসমার্ট শঙ্করের মতো ছবিতেও অভিনয় করেছিলেন, যা খুব বেশি সাফল্য পায়নি। অভিনেতা সোজা বলেছিলেন, তিনি আর্থিক সমস্যার মুখোমুখি হয়েছিলেন। ক্লিনিক্যালি ডিপ্রেশন ঘিরে ধরেছিল তাঁকে।