Bollywood - Raksha Bandhan: বলিউডের সুপারহিট ভাইবোন জুটি, রাখি বন্ধনের দিন দেখে নিন তাঁরা কে কে..

Bollywood Celebrities Rakshabandhan: তারকারাও এই অনুষ্ঠানে মেতে ওঠেন। বিশেষ করে বলিউডের অনেকেই নিজেদের সমাজ মাধ্যমে এই নিয়ে ছবি পোস্ট করেন। বাঙালিদের ভাইফোঁটা যেমন এক উৎসব, ঠিক তেমনই তাঁদের কাছে রাখী বন্ধন একটি অনুষ্ঠান।

Bollywood Celebrities Rakshabandhan: তারকারাও এই অনুষ্ঠানে মেতে ওঠেন। বিশেষ করে বলিউডের অনেকেই নিজেদের সমাজ মাধ্যমে এই নিয়ে ছবি পোস্ট করেন। বাঙালিদের ভাইফোঁটা যেমন এক উৎসব, ঠিক তেমনই তাঁদের কাছে রাখী বন্ধন একটি অনুষ্ঠান।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
cats

আগামীকাল রাখি পূর্ণিমা। এমন এক দিন, যা ভাইবোনের বন্ধনকে উদযাপন করে। শুধু তাই নয়, এদিন ভাইয়েরা পণ করেন, বোনের রক্ষা করার। রবি ঠাকুর ভাতৃত্ব এবং সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য, রাখি বন্ধন উৎসব শুরু করেন। যদিও, পরে সেটি ভাইবোনের এক মিষ্টি অনুষ্ঠানে পরিণত হয়। তারকারাও এই অনুষ্ঠানে মেতে ওঠেন। বিশেষ করে বলিউডের অনেকেই নিজেদের সমাজ মাধ্যমে এই নিয়ে ছবি পোস্ট করেন। বাঙালিদের ভাইফোঁটা যেমন এক উৎসব, ঠিক তেমনই তাঁদের কাছে রাখী বন্ধন একটি অনুষ্ঠান। 

Advertisment

বলিউডের বেশ কয়েকটি ভাইবোন জুটি আছেন, যারা একাধারে কাজ করে চলেছেন। এবং তারা একে অপরকে সাপোর্ট করতে একেবারেই পিছপা হননি। একনজরে দেখে নেওয়া যাক, কারা সেই সুপারহিট ডুও। 

আরও পড়ুন বিতর্কের আগুনে পুড়েছে সলমন-ঐশ্বর্যর প্রেম! সামনে এল অতীতের চাঞ্চল্যকর তথ্য

Advertisment

সারা আলি খান এবং ইব্রাহিম আলি খান: সইফ আলি খানের দুই সন্তান - সারা এবং ইব্রাহিম। যদিও বা সারার কেরিয়ার শুরু হয় হিট ছবি দিয়ে। এবং পরবর্তীতে বলিউডের প্রায় অনেক বড় তারকার সঙ্গেই তিনি কাজ করেন। কিন্তু, ইব্রাহিম তাঁর কেরিয়ারে এখনো অনেকটাই পিছিয়ে। 

অর্জুন কাপুর - জাহ্নবী কাপুর: বনি কাপুরের দুই সন্তানের মধ্যে অর্জুন এবং জাহ্নবী - এই দুজন বলিউডে কেরিয়ার গঠনে নাম রেখেছেন। এবং, খেয়াল করলে দেখা যাবে, অর্জুন সেই তালিকায় অনেকটাই পিছিয়ে কিন্তু জাহ্নবী বর্তমানে সেই তালিকায় হিটলিস্টে। 

রনবীর কাপুর - করিশ্মা এবং করিনা কাপুর: রাজ কাপুরের তিন নাতি নাতনিকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। বরং, এরা তিনজনেই বলিউডে যেভাবে নিজেদের ছাপ রেখেছেন, তা সাংঘাতিক। এরা কেউই কিন্তু, একে অপরের থেকে পিছিয়ে নেই, বরং তারা যথেষ্ট এগিয়ে। 

আরও পড়ুন 'অসৎ মিথ্যাবাদীরা পালিয়ে..', জিতু-দিতিপ্রিয়ার মধ্যে কোন্দল ক্রমশ বাড়ছে! আবার কী বললেন পর্দার সত্যজিৎ?

সইফ আলি খান - সোহা আলি খান: একটু পুরোনো ভাইবোনের মধ্যে, এই দুজনের নাম উল্লেখ্য। দুজনেই বলিউডের বেশ প্রতিষ্ঠিত অভিনেতা এবং অভিনেত্রী। এবং, আজও তাঁরা নিজেদের কাজে ব্যস্ত রয়েছেন। 

অনন্যা এবং আহান পান্ডে: অনন্যা বেশ কিছুদিন আগেই শুরু করেছিলেন কাজ। ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠেছেন। কিন্তু, আহান! তিনি তাঁর প্রথম ছবিতেই তিনি বাজিমাত করেছেন। এমন এক মাইলস্টোন সৃষ্টি করেছেন, যাতে তাঁকে বাহবা দিতেই হয়। 

Bollywood News Raksha Bandhan