অভিনেতা জিতু কমল এবং তাঁর সহ অভিনেত্রী দিতিপ্রিয়ার মধ্যে বিবাদ সাংঘাতিক তুঙ্গে। এবং, খেয়াল করা যাচ্ছে, যে এই অভিনেতা কিছুদিন আগেই স্ক্রিনশট শেয়ার করে নিজের সততার প্রমাণ দিয়েছেন। অভিনেত্রী তাঁর বিরুদ্ধে যে ধরনের অভিযোগ এনেছিলেন, তা যে পুরো অর্থে সত্য নয়, এমনটাই জানা গেল। এবং, এও জানা গিয়েছে কেন, জিতু অভিনেত্রীর সঙ্গে কথা বলেন না। তিনি তাঁর মাকে রীতিমতো ভয় পান। নানা সময় সমাজ মাধ্যমে এই নিয়ে তিনি পোস্ট করছেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে যখন তাঁকে জিজ্ঞেস করা হয়, এই প্রসঙ্গে, জিতু সোজাসুজি বেশ কিছু কথা জানান। দিতিপ্রিয়া আগে জানিয়েছিলেন, জিতুর বেশ কিছু কথায় তিনি নাকি অস্বস্তিতে ভুগেছেন। তিনি নাকি ইয়ার্কি নিতে পারেন না। এই প্রসঙ্গে তিনি বলেন, কোনোদিন সে তাঁর কথায় বুঝতে দেয়নি যে, সমস্যা হচ্ছে। আমি অনেক অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছি, কিন্তু কেউ আজ অবধি আমায় নিয়ে অভিযোগ করেননি। এছাড়াও, ওর মায়ের মনে হয় আমায় নিয়ে সমস্যা আছে। কারণ, শুটিং ফ্লোরে আমার ঘরের বাইরে দাঁড়িয়ে নানা কথা বলত। আসলে, উনি মেয়েকে নিয়ে খুব অবসেসড। কী যে ভাবেন তিনি ঈশ্বর জানেন।" কিন্তু, ঠিককী কারণে অভিনেত্রী তাঁর বিরুদ্ধে অভিযোগ আনছেন? #Metoo কেস, নেহাতই সহজ না। অভিনেতা দাবি করলেন, 'প্রথমদিন ছিল, আমি নাকি ওকে হেনস্থা করেছি, দ্বিতীয় দিন সেটা নম্বর কেন ঢাকিনি এখানে চলে এল?'
এখানেই থামলেন না তিনি। বরং যখন তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, সিরিয়াল করবেন কিনা আর? তিনি সোজাসুজি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার কাছে জবাব দেন, "যতক্ষন না পর্যন্ত আমার প্রোডাকশন কমপ্লেন করবে, বা ছেড়ে দিতে বলবে, ততক্ষন আমি করব না।" আর আজ তিনি সমাজ মাধ্যমে আবারও এক বক্তব্য রাখলেন। তিনি ভীতু না, ময়দান ছেড়ে যাওয়ার পাত্র তিনি না। সোজাসুজি বললেন...
"ময়দান ছেড়ে ভীতু, অসৎ,মিথ্যেবাদীরা,পালিয়ে যায়।আমি পালানোর মানুষ নই। প্রডিউসার এবং চ্যানেলের প্রতি আমি দায়বদ্ধ, সর্বোপরি দর্শকের প্রতি দায়বদ্ধ। আমার উপর যে দোষারোপ করা হয়েছে যদিও তা মারাত্মক সেটা আমি পার্সোনালি হ্যান্ডেল করছি। তার জন্য আমি এই প্রজেক্ট ছেড়ে দেবো সেই রকম মানুষ আমি নই। প্রফেশনাল এবং পারসোনাল লাইফ আমি আলাদা করে রাখতে পারি। আর্টিস্ট এর প্রজেক্ট ছাড়ার একমাত্র কারণ কন্ট্রাক্ট ব্রিজ, সেটাও তো এখনও হয় নি।"