ছবির প্রোমোশনে সারমেয়রা! কলকাতায় চারপেয়েদের সঙ্গে 'গঙ্গাজল' খ্যাত যশপাল শর্মা

সারমেয়দের নিয়ে ভিন্ন এক বার্তা দিলেন যশপাল, বললেন...

সারমেয়দের নিয়ে ভিন্ন এক বার্তা দিলেন যশপাল, বললেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
yashpal sharma, yashpal sharma gangajal, yashpal sharma at kolkata, yashpal sharma at gallif street

গ্যালিফ স্ট্রিটে যশপাল

কলকাতায় অভিনেতা যশপাল শর্মা, এসেই সোজা পৌঁছে গেলেন কথায় জানেন? যেখানে আজ অবধি কোনও বলিউড অভিনেতাই যান নি। গঙ্গাজল খ্যাত অভিনেতা গেলেন চারপেয়ে শিশুদের কাছে।

Advertisment

বাগবাজারের কাছে বিখ্যাত গ্যালিফ স্ট্রিটে পোষ্যদের সঙ্গে সময় কাটালেন তিনি। চারপেয়ে শিশুদের কাছে পেয়ে যেন নিজেই শিশু হয়ে গেছেন তিনি। শহরে এসেছেন নতুন ছবির প্রমোশনে। এসেই কুকুরছানাদের সঙ্গে সময় কাটাতে পৌঁছে গেলেন। চোখে রোদ চশমা, গ্যালিফ স্ট্রিটে পৌঁছে তিনি আদর করতে শুরু করলেন কুকুরছানাদের। তাঁদের কোলে তুলে নিলেন। তাঁর সঙ্গেই বার্তাও দিলেন সকলের উদ্দেশ্যে। কী বললেন তিনি?

আরও পড়ুন < হারিয়ে যাওয়া ভাইকে খুঁজে পেতেই আহ্লাদে আটখানা, এবার মায়ের খোঁজ করছেন ‘ঝিলিক’ তিথি? >

Advertisment

অভিনেতাকে দেখে সকলেই বেশ ভিড় জমান। তখন তিনি এক খুদে ছানাকে নিয়ে খেলতে ব্যস্ত। তারপরেও বললেন, "ওরা মানুষের জীবনের তৃতীয় গুরুত্বপূর্ন প্রাণী। ওদের আপনাদের জীবনের অঙ্গ বানিয়ে নিন। তবে ওদেরকে ওদের মত করে বাঁচতে দিন"। অভিনেতাকে দেখে আপ্লুত দর্শকরা। বাঙালি পরিচালক কৌশিক করের ছবির প্রমোশনে এদিন তিলোত্তমায় দেখা গেল তাকে।

উল্লেখ্য, ছিপকিলি ছবিতে তাঁকে দেখা যাবে মুখ্য ভূমিকায়। এই ছবির প্রমোশনের জন্যই এসেছিলেন কলকাতায়। জি ব্যানারের এই ছবিতে তাঁর চরিত্র খুবই ভিন্ন ধরনের। মানুষের জীবনের তৃতীয় গুরুত্বপূর্ন বিষয় নিয়ে এই ছবি। যশপাল ছাড়াও এই ছবিতে রয়েছেন যোগেশ ভরদ্বাজ এবং তন্নিষ্ঠা বিশ্বাস।

bollywood Entertainment News