scorecardresearch

হারিয়ে যাওয়া ভাইকে খুঁজে পেতেই আহ্লাদে আটখানা, এবার মায়ের খোঁজ করছেন ‘ঝিলিক’ তিথি?

ভাইকে কাছে পেয়েই মায়ের কথা মনে পড়ল তিথির?

tithi basu, tithi basu actress, tithi basu as jhilik, tithi basu ma star jalsa serial

সেই ছোট থেকে ভাইকে খুঁজে চলেছে ঝিলিক এবং গোটা বাংলা। স্টার জলসার সেই ধারাবাহিক মা – এর কথা মনে আছে? ভাইকে খুঁজতে খুঁজতেই অনেকটা বছর পার। তবে, অবশেষে যেন অপেক্ষার অবসান! কলকাতার রাস্তাতেই এবার ভাইকে খুঁজে পেল সে।

তিথি অর্থাৎ ঝিলিক, হ্যাঁ ঝিলিক নামেই তাঁর সবথেকে বেশি জনপ্রিয়তা। ধারাবাহিকের পর্দায় সেভাবে দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় দারুণ সক্রিয় সে। এখন নেহাতই বড় হয়ে গেছে সে। নিজেকে আগের থেকে অনেক বেশি আকর্ষণীয় এবং পারদর্শী করে তুলেছে। তবে ভাইকে খুঁজে পেয়েই যেন সেই চিরাচরিত আবেগ আবারও ফিরে এসেছে। আর তাঁর সেই ভাই আর কেউ না! বরং টেলিপাড়ার আরেক জনপ্রিয় মুখ আয়ুশ দাস।

বর্তমানে আয়ুশকে দেখা যাচ্ছে বাংলা মিডিয়াম ধারাবাহিকে। নীলের ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন তিনি। ঝিলিকের ভাই বিল্টুর চরিত্রেও ছোট থাকতে অভিনয় করেছিলেন তিনি। তাই তো এবার দিদিকে কলকাতার রাস্তায় দেখতে পেয়ে আর সামলাতে পারলেন না। বরং তাঁকে জড়িয়ে ধরলেন সঙ্গে সঙ্গে। এদিকে, এতবছর পর ভাইকে পেয়ে আনন্দে আত্মহারা ঝিলিক নিজেও। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেই লিখলেন…

আরও পড়ুন [ মুম্বইয়ে সুরকারের সঙ্গে তুমুল বচসা, রাগের চোটে গালিগালাজও করেন রূপঙ্কর! ]

“বিল্টু আর ওর হারিয়ে যাওয়া দিদি পরী (ঝিলিক)! অবশেষে দিদি কে খুজে পেল তার ভাই! এবার একসাথে মা কে খোজা হবে! অনস্ক্রিন ভাই হতে হতে কবে যে সত্যিই নিজের ভাই হয়ে গেছে বুঝিনি! প্রায় একযুগ পর দেখা হল, আমার যে কি আনন্দ হচ্ছে”। এদিকে ভাই আয়ুশও দিব্য খুশি। দুজনকে একসঙ্গে দেখে ছোটবেলায় ফিরে গিয়েছেন অনুরাগীরাও।

রাত ৮টা বাজলেই সে এক অমোঘ আকর্ষণ টিভির প্রতি। অনুরাগীরা জানালেন, এই তোমাদের জন্যই রাত ৮টা বাজলে মা খেতে দিত না। আবার কেউ বললেন, আবার দুজনে একসঙ্গে কাজ করো, আমাদের ভাল লাগবে।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Tithi basu acted as jhilik in ma serial found her screen brother