Actress Injured: শুটিং সেটে মারাত্মক দুর্ঘটনা, গুরুতর চোট 'দ্য কেরালা স্টোরি' খ্যাত অদা শর্মার, কেমন আছেন অভিনেত্রী?

Adah Sharma Injury: মধ্যরাতে স্ট্যান্টের মহড়া দিতে গিয়েই ঘটেছে মারাত্মক দুর্ঘটনা। সূত্রের খবর, চোট এতটই গুরুতর যে অদা শর্মার নাকে বেশ ভালই আঘাত লেগেছে।

Adah Sharma Injury: মধ্যরাতে স্ট্যান্টের মহড়া দিতে গিয়েই ঘটেছে মারাত্মক দুর্ঘটনা। সূত্রের খবর, চোট এতটই গুরুতর যে অদা শর্মার নাকে বেশ ভালই আঘাত লেগেছে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
dsff

অদা শর্মার নাকে চোট

Adah Sharma Nose Injury: শুটিং সেটে নানা ধরনের দুর্ঘটনার খবর প্রায়ই উঠে আসে পেজ ৩-এর খবরে। অনেক সময় বরাতজোরে বেঁচে যান শিল্পীরা কখনও আবার গুরুতর আহত হন কলাকুশলীরা। সম্প্রতি আপকামিং অ্যাকশন থ্রিলার মুভির শুটিং সেটে গুরুতর জখম হয়েছেন দ্য কাশ্মীর ফাইলস খ্যাত অভিনেত্রী অদা শর্মা। মধ্যরাতে স্ট্যান্টের মহড়া দিতে গিয়েই ঘটেছে মারাত্মক দুর্ঘটনা। সূত্রের খবর, চোট এতটই গুরুতর যে অদা শর্মার নাকে বেশ ভালই আঘাত লেগেছে। তবুও কাজ থামাননি, একজন পেশাদার অভিনেত্রীর মতো মহড়া চালিয়ে গিয়েছেন।

Advertisment

সংবাদসংস্থা IANS-কে অদা জানিয়েছেন, 'ব্যথা সাময়িক। সিনেমাও শেষ। এখন আমাকে পারফেক্ট অ্যাকশন হিরোইনের মতোই দেখতে লাগছে। যে রাতে আমার চোট লেগেছে তখন একটি রোম্যান্টিক মিউজিক ভিডিও-র শুটিং করছিলাম। আইস প্যাক লাগিয়েছি, সেই সঙ্গে মেক আপ দিয়ে ফোলা অংশ ঢেকে দেওয়া হয়েছে।'

আরও পড়ুন পরিচালকের কুতীর্তি নিয়ে সরব হওয়ার পরই মারাত্মক ঘটনা, যন্ত্রণায় কাতর ক্রিমিনাল জাস্টিস খ্যাত সুরভিন

অদা শর্মার নতুন সিনেমার নাম এখনও ঘোষণা করা হয়নি। ইন্ডাস্ট্রির অন্দরমহলের বক্তব্য, এর আগে অদাকে এইরকম অ্যাকশন অবতারে আগে কখনও দেখেনি দর্শক। এই ছবি অনেকটা কম্যান্ডো ২ বা ৩-এর মতো ধুঁয়াধার অ্যাকশনে ভরপুর থাকবে বলেই মনে করছেন তাঁরা। অ্যাকশন থ্রিলার ছাড়াও অদার ঝুলিতে রয়েছে অন্য প্রজেক্ট। পরিচালক বিএম গিরিরাজের ছবিতে দেবীর ভূমিকায় অভিনয় করবেন। এছাড়াও রয়েছে রীতা সান্যাল সিজন ২। শোনা যাচ্ছে, একটি বিগ বাজেটের হরর মুভির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন অদা শর্মা। কর্মজগৎ প্রসঙ্গে কী বলছেন দ্য কাশ্মীর ফাইলস খ্যাত অভিনেত্রী?

Advertisment

আরও পড়ুন কিং-র শুটিং সেটে মারাত্মক বিপত্তি, স্টান্ট করতে গিয়ে গুরুতর চোট শাহরুখের সহ অভিনেতা রাঘবের

তঁর বক্তব্য, 'প্রতিভাবান পরিচালকদের সঙ্গে বিভিন্ন ধরনের চরিত্রে কাজ করার সুযোগ পাচ্ছি এটা আমার সৌভাগ্য। দ্য কেরালা স্টোরির মতো গল্প আবার রীতা সান্যালের মতো ফিকশনল ছবিতে কাজ করার প্রস্তাব পেয়েছি। ভবিষ্যৎ-এ নিজের চরিত্রকে আরও সুন্দরভাবে পর্দায় ফুটিয়ে তুলতে নিজের সেরাটুকু দেওয়ার চেষ্টা করব। ভিন্নস্বাদের চরিত্রে কাজ করার সুযোগ পাচ্ছি এটা আমার কাছে বিরাট প্রাপ্তি।' হিন্দি ও তেলুগু ছবিতে অভিনয়ের সৌজন্যে দর্শকের দরবারে পরিচিত মুখ অদা শর্মা। ২০০৮ সালে হরর মুভি ১৯২০-তে অভিনয়ের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে হাতেখড়ি। সেরা নবাগতা অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ারের তরফে পুরস্কৃতও হয়েছিল অদা। 

Bollywood News Adah Sharma