Moushumi Chatterjee: 'মা আমায় দেখে সিঁড়িতে দাঁড়িয়েই অজ্ঞান হয়ে', কী এমন কান্ড ঘটিয়েছিলেন মৌসুমী চট্টোপাধ্যায়?

Moushumi Chatterjee - Bollywood: অনেক সময় ছেলে মেয়েরা ভাবে, মা হয়তো তাদের অযথা বকছেন, কিন্তু অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের মতো কন্যা হলে, মা বকবেন না তো কী করবেন?

Moushumi Chatterjee - Bollywood: অনেক সময় ছেলে মেয়েরা ভাবে, মা হয়তো তাদের অযথা বকছেন, কিন্তু অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের মতো কন্যা হলে, মা বকবেন না তো কী করবেন?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
moushumi chatterjee with her mother

মা-কে নিয়ে যা বলেছিলেন মৌসুমি

Moushumi Chatterjee on Her Mother: আজকে মাতৃ-দিবস। মা-শব্দটা প্রত্যেকের জীবনে এমন, যা সকলের জীবনের সঙ্গে শেষ দিন পর্যন্ত জড়িয়ে থাকে। কথায় বলে, যতদিন যতদিন না পর্যন্ত কেউ মা হচ্ছেন, এতদিন মায়ের মনের কথা বোঝার সম্ভব নয়। মা কেনই বা চিন্তা করেন তার সন্তানকে নিয়ে, বা কেন তার সন্তানের একটু কিছু ভুল-ছুক হলে তাকে বকাঝকা করেন, সেকথা মা তার মনেই রেখে দেন। ন মাস গর্ভে ধারণ করার পর, হৃদয়ের একটা টুকরোকে বাইরে যখন ঘোরাফেরা করতে দেখেন এক মা, তার সুস্থতা এবং সফলতা একজন মাকে ভাবায়।

Advertisment

কথায় বলে পৃথিবীতে সব সম্পর্ক তৈরি করা গেলেন, মাতৃত্বের সম্পর্ক ঈশ্বর নিজে ঠিক করে দেন। মাতৃত্ব এমন এক অনুভূতি, যা সন্তানের শরীরের প্রতিটা লেয়ারে লেয়ারে। তাই সন্তান কোনো রকম দুষ্টুমি করলে যেমন মা চিৎকার করে ওঠেন, ঠিক তেমনই তার সফলতা দেখলে চোখ উজ্জ্বল হয়ে ওঠে তাঁর। অনেক সময় ছেলে মেয়েরা ভাবে, মা হয়তো তাদের অযথা বকছেন, কিন্তু অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের মতো কন্যা হলে, মা বকবেন না তো কী করবেন?

Iconic Death Scene: মর্মান্তিক মৃত্যুর দৃশ্য, যা দেখলে কেঁদে ফেলতে বাধ্…

মৌসুমী ছোট থেকেই ভীষণ তত্ত্বরী এবং দুষ্টু ছিলেন। তার দুষ্টুমির নমুনা ছিল চারিদিকে। একবার যা কান্ড করেছিলেন তার মার অজ্ঞান হওয়ার যোগান। চোখের সামনে মেয়েকে এরম ভাবে দেখবেন যেন কল্পনাও করতে পারেননি তিনি। অভিনেত্রী নিজেই সেই প্রসঙ্গে একবার জানিয়েছিলেন এক সাক্ষাৎকারে। ঘোষ অ্যান্ড কোম্পানির মঞ্চে এসেই মা কেন যে অজ্ঞান হয়ে যাচ্ছেন, সেকথাই জানিয়েছিলেন। সুন্দরী মৌসুমির কালো ঘন চুল ছিল দেখবার মত। আর মা যদি দেখেন সেই চুলের তিনি নাম ও নিশান রাখেননি, তাহলে? অভিনেত্রী একবার মাকে না জানিয়ে মাথা ন্যাড়া করে বাড়ি এসেছিলেন। তার মা তাকে দেখে অজ্ঞান হয়ে যাওয়ার জোগাড়। অভিনেত্রী বলেন...

Advertisment

 Mithun Chakraborty Marriage: ফের একবার মিঠুনের বিয়ের তোড়জোড়? ছাদনা… 

"আমার ন্যাড়া হওয়ার গল্প শুনলে লোকজন পাগল হয়ে যাবে। আমি নৃপেন্দ্রনাথ স্কুলে পড়তাম। হঠাৎ একদিন আমার এক বন্ধু বলছে, এই তোর মাথায় উকুন। আমি তো অবাক হয়ে গেছি যে মাথায় উকুন কথা থেকে এল। তারপর কপালে হাত দিয়ে দেখি সত্যিই উকুন। আমার কাছে আট আনা পয়সা ছিল। সোজা চলে গেলাম সেলুনে। এখানে গিয়ে আমি বললাম যে আমাকে পুরো চুল ন্যাড়া করে দিন। যিনি নাপিত তিনি আমাকে বলছে নাই তোমার বাড়িতে তুমি জিজ্ঞাসা করেছো? তোমার মা জানে তুমি তোমার এত বড় চুল কাটছো? আমি তখন ওনাকে বললাম আরে কাটুন, মাথায় উকুন। যখন বাড়ি ফিরলাম, আমার মা তখন সিঁড়িতে দাঁড়িয়ে অজ্ঞান হয়ে যাবার জোগাড়। উনি আমাকে বলছেন এই অবস্থা তোর কে করল? তোর এত বড় চুল তুই এভাবে চেঁচে ফেললি? আমি তখন বললাম আমিই করেছি আর কে করবে? মাথায় উকুন ছিল আমি আর কিছু বুঝতে পারছি না।"

তরুন মজুমদারের বালিকা বধূ হওয়ার কয়েকদিন আগেই, মৌসুমী এই কান্ড ঘটিয়েছিলেন। আরো যে কত কীর্তি তিনি করেছেন, এসব ধরলে দিনরাত এক হয়ে যাবে।

Moushumi Chatterjee Tollywood Actress tollywood news