Bollywood-Entertainment News: শুটিং ফ্লোরে তো কত ধরনের অভিজ্ঞতা হয়, তাই বলে ভুতুড়ে অভিজ্ঞতা? এমন একজনের উপস্থিতি সকলে বুঝতে পারছিলেন যিনি অলরেডি মারা গেছেন। হিন্দি সিনেমার শুটিং ফ্লোরে ঠিক এরকমই অনুভূতি হয়েছিল রবিনা ট্যান্ডন এবং বাকিদের। কি হয়েছিল সেদিন? কারই বা উপস্থিতি সেদিন অনুভূত হয়েছিল? হিন্দি সিনে ইন্ডাস্ট্রিতে এমন কিছু অভিনেত্রী, ভয়ংকরভাবে মৃত্যুকে আলিঙ্গন করেছেন, যার চর্চা আজও হয়।
তাঁর মধ্যে অন্যতম একজন দিব্যা ভারতী। দিব্যা খুব অল্প বয়সেই চলে যান না ফেরার দেশে। মাত্র উনিশ বছরেই, মন থেকে পড়ে মৃত্যু হয় তার। এবং সেই সময় অনেকগুলি প্রজেক্ট এই তিনি একসঙ্গে কাজ করছিলেন। তার মধ্যে অন্যতম ছবি লাডলা। পরবর্তীকালে সেই ছবিতে লিড হিসেবে কাজ করেছিলেন শ্রীদেবী। সেই ছবির ফ্লোরেই, সকলে এত ভয় পেয়েছিলেন যে তারা মন্ত্র পাঠ করতে শুরু করেছিলেন। কী হয়েছিল সেই শুটিং ফ্লোরে? দিব্যা ভারতীর, ইনকমপ্লিট প্রজেক্ট ছিল এই ছবি। তাঁর মৃত্যুর পর আবার নতুন করে এই ছবির শুটিং শুরু হয়। এই ছবিতেই কাজ করেছিলেন রবীনা ট্যান্ডন।
Rajkumar Rao-Prosenjit Chatterjee: সৌরভের চরিত্রে রাজকুমার, বোম্বে থ…
অভিনেত্রী একবার সাক্ষাৎকারে এসে বলেছিলেন, শ্রীদেবীর সঙ্গে সেই একই দৃশ্যের শুটিং করেছিলেন যেটিতে দিব্যার সঙ্গে অভিনয় করেছিলেন। কিন্তু যেদিন শ্রীদেবীর সঙ্গে সেই ফ্লোরে শুটিং করছেন, সেদিন গোটা ফ্লোর জুড়ে অত্যন্ত ইমোশন। প্রচন্ড ভারাক্রান্ত সকলে। প্রত্যেকের চোখে মুখে বোঝা যাচ্ছিল যে দিব্যার মৃত্যুটা কেউ মেনে নিতে পারেনি। রবিনা বললেন, একটা দৃশ্য ছিল যেখানে নির্দিষ্ট একটা সংলাপের সময়, দিব্যার কথা বার বার জড়িয়ে যাচ্ছিল। আমাদের সেই সিনটা বারবার শুট করতে হচ্ছিল। আমার সেদিন দাঁড়িয়ে শুধু এই কথাটাই মনে পড়ছিল যে ওর সাথে কি আনন্দ করে শুটিং করেছিলাম। কিন্তু সত্যি বলতে কি সেদিন গোটা ফ্লোর জুড়ে একটা অদ্ভুত অনুভূতিও আমাদের হচ্ছিল।"
দিব্যার জুতোয় পা গলিয়েছিলেন শ্রীদেবী। অভিনেত্রী মৃত্যুর ছয় মাস পর যখন নতুন করে আবার শুটিং শুরু হলো, তখন সবকিছুই প্রথম থেকে শুরু হয়েছিল। রবিনা বলেন, "দিব্যার যে লাইনটা বারবার জড়িয়ে যাচ্ছিল, শ্রীদেবীরও সেই লাইনটাই বারবার বলতে অসুবিধা হচ্ছিল। আমাদের প্রত্যেকের গায়ে কাঁটা দিচ্ছিল সেই ফ্লোরে। মনে হচ্ছিল ও যেন আমাদের সঙ্গেই আছে। বারবার সকলে ভাবছিল, যে এটা কী হচ্ছে। এবং সকলে এত ভয় পেয়ে গিয়েছিলেন, জোরে জোরে গায়ত্রী মন্ত্র পাঠ করতে শুরু করেছিলেন তারা। এরম অদ্ভুত একটা পরিস্থিতি হয়েছিল গোটা ফ্লোরে। আমরা তো সকলে শান্তির স্থাপনার জন্য নারকেল ও ভেঙেছিলাম। মনে আছে শ্রীদেবীজির হাত ধরে আমি ঈশ্বরকে ডাকছিলাম বারবার।" যদিও সেই ছবি পরবর্তীতে সুপারহিট হয়।