Actress Car Accident: ফের মুম্বইয়ে মারাত্মক দুর্ঘটনা! বাসের ধাক্কার ক্ষতিগ্রস্ত অভিনেত্রীর গাড়ি, কেমন আছেন শিল্পা?

Shilpa Shirodkar Car Accident: মুম্বইয়ে মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হন অভিনেত্রী শিল্পা শিরোদকার। বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়ি। কেমন আছেন অভিনেত্রী?

Shilpa Shirodkar Car Accident: মুম্বইয়ে মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হন অভিনেত্রী শিল্পা শিরোদকার। বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়ি। কেমন আছেন অভিনেত্রী?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

দুর্ঘটনার কবলে শিল্পা

Shilpa Shirodkar: শিল্পা শিরোদকার, একটা সময় বেশ কিছু হিন্দি ছবিতে কাজ করেছেন। তবে অভিনেত্রী হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করতে পারেননি। বিগ বস ১৮–এর প্রতিযোগী হিসেবেই বরং শিল্পা সকলের কাছে বেশি পরিচিত। সম্প্রতি মুম্বইয়ে একটি বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে অভিনেত্রীর গাড়ি। দক্ষিণী সুপারস্টার মহেশ বাবুর শ্যালিকা শিল্পা শিরোদকার সোশ্যাল মিডিয়ায় বাস সংস্থার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর অভিযোগ, দায় এড়িয়ে পুরো দায়িত্ব চালকের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দুর্ঘটনার ছবি দিয়ে লম্বা-চওড়া একটি পোস্ট শেয়ার করেছেন। যেখানে অভিযোগ দায়ের করতে সহায়তার জন্য মুম্বই পুলিশের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন। শিল্পা আরও জানান, তার সঙ্গে যাঁরা ছিলেন তাঁরা প্রত্যেকে নিরাপদে রয়েছেন, কেউ আহত হয়নি।

Advertisment

বুধবার ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি গাড়ির ক্ষতিগ্রস্ত অংশের ছবি দিয়ে লেখেন, 'একটি সিটি-ফ্লো বাস আজ আমার গাড়িতে ধাক্কা মারে। আর মুম্বই অফিসের প্রতিনিধি মি. যোগেশ কদম ও মি. বিলাস মানকোতে বলছেন এটি সংস্থার দায় নয়, চালকের দায়। এরা কতটা নির্মম! একজন চালক কতই বা উপার্জন করেন!' শিল্পা জানান, যদিও তিনি অফিসিয়ালি অভিযোগ দায়ের করেছেন তবুও সংস্থা দায়ভার এড়িয়ে যাচ্ছে। 

Advertisment

মুম্বই পুলিশকে কৃতজ্ঞতা জানিয়ে লিখেছেন, 'ধন্যবাদ @mumbaipolice @cpmumbaipolice, খুব সহজে অভিযোগ নথিভুক্ত করতে সাহায্য করার জন্য। কিন্তু সংস্থা কোনও দায় নিতে রাজি নয়। @cityflo.ind অনুরোধ করছি বিষয়টি নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করুন। সৌভাগ্যবশত আমার কর্মীরা ঠিক আছেন, কিন্তু যেকোনও কিছু ঘটতে পারত'। 

আরও পড়ুন কোভিড আক্রান্তের খবর জানিয়েছিলেন ৫১ বছরের শিল্পা, কেমন আছেন অভিনেত্রী?

গত মে মাসে কোভিড আক্রান্ত হয়েছিলেন শিল্পা শিরোদকার। নিজেই জানিয়েছিলন অভিনেত্রী। অসুস্থার খবর যেমন সকলকে জানিয়েছিলেন তেমনই সুস্থ হওয়ার পরও হেলথ আপডেট দিয়েছিলেন শিল্পা। ৫১ বছর বয়সী অভিনেত্রী লিখেছিলেন, 'অবশেষে আমি সুস্থ হলাম। যাঁরা আমার প্রতি ভালবাসা প্রদর্শন করেছিলেন, শুভকামনা করেছেন তাঁদের প্রত্যেককে ধন্যবাদ। ভগবান আমাকে আশীর্বাদ করলেন।' 

আরও পড়ুন শরীরে থাবা বসিয়েছে করোনা, মারাত্মক পরিণতি জনপ্রিয় অভিনেত্রীর

১৯৮৯ সালে  রমেশ সিপ্পির 'ভ্রষ্টাচার' দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন শিল্পা শিরোদকার। 'আঁখে', 'পহচান', 'গোপী কিশন', 'বেওয়াফা সনম' এবং 'মৃত্যুদণ্ড-এর মতো একাধিক ছবিতে অভিনয়ের করেছেন। ২০২৪ সালে 'বিগ বস ১৮'-এ অংশ নিতেই ফের লাইমলাইট ছিনিয়ে নেন শিল্পা শিরোদকার। 'জাতাধারা' ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে। বর্তমানে 'শঙ্কর – দ্য রেভলিউশনারি ম্যান'-এর শুটিং করছেন। 

আরও পড়ুন কোটি কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ, FIR দায়ের শিল্পা-রাজ কুন্দ্রার বিরুদ্ধে

bus accident Bollywood News