Actress Covid 19 Positive : শরীরে থাবা বসিয়েছে করোনা, মারাত্মক পরিণতি জনপ্রিয় অভিনেত্রীর

Actress Covid Positive: ফের করোনার দাপট। জনপ্রিয় বলি অভিনেত্রীর শরীরে থাবা বসাল কোভিড। রিপোর্ট পজেটিভ আসতেই ভক্তদের মাস্ক পরার আর্জি ও বিগ বস গার্লের।

Actress Covid Positive: ফের করোনার দাপট। জনপ্রিয় বলি অভিনেত্রীর শরীরে থাবা বসাল কোভিড। রিপোর্ট পজেটিভ আসতেই ভক্তদের মাস্ক পরার আর্জি ও বিগ বস গার্লের।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
কোভিড আক্রান্ত শিল্পা

কোভিড আক্রান্ত শিল্পা

Shilpa Shirodkar Covid 19: সালটা ছিল ২০২০। মহামারির আকার নিয়েছিল কোভিড ১৯। করোনাকালে মৃত্যুমিছিলের সাক্ষী থেকেছে গোটা পৃথিবী। করোনার দাপট কিছুটা কমলেও পাঁচ বছর পর ফিরল সেই আতঙ্ক। কোভিড আছড়ে পড়ল মায়ানগরী মুম্বইয়ে। করোনা আক্রান্ত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও বিগ বস গার্ল শিল্পা শিরোদকার। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় অভিনেত্রী। সেখানেই কোভিড আক্রান্ত হওয়ার খবর নিজেই জানিয়েছেন অভিনেত্রী। সপ্তাহের প্রথম দিন শিল্পার সোশ্যাল মিডিয়া পোস্টে চড়ছে উদ্বেগের পারদ। কোভিড পজেটিভের খবর জানিয়েছে লিখেছেন, 'হ্যালো! আমার কোভিড রিপোর্ট পজেটিভ এসেছে। আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন। সাবধানে থাকুন আর মাস্ক ব্যবহার করুন।' 

Advertisment

অভিনেত্রীর এই পোস্টে কপালে চিন্তার ভাঁজ ভক্তদের। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন অনুরাগীরা। সেই সঙ্গে করোনা নিয়েও মানুষের মধ্যে যে আতঙ্কের বীজ বপন করে দিলেন সে কথা বলার অপেক্ষাই রাখছে না। তাঁকে শেষ দেখা গিয়েছে বিগ বস ১৮-এ। বিগ বসের ঘরে ভিভিয়ান ডি'সেনা ও করণভীর মেহরাকে মজা করে মা সম্বোধন করা হত শিল্পাকে। বিগ বস ১৮-এ এসে Chum Darang-এর সঙ্গেও দারুণ বন্ধুত্ব গড়ে উঠেছিল শিল্পার। রিয়্যালিটি শো শেষ হয়ে যাওয়ার পরও তাঁদের বন্ধুত্ব অটুট। 

Advertisment

তবে ৫১ বছর বয়সী অভিনেত্রী শিল্পা শিরোদকারের কোভিড আক্রান্ত হওয়ার খবরে চিন্তিত টিনসেল টাউন। অভিনেত্রীর পোস্টের কমেন্ট বক্সে সোনাক্ষী সিনহা আরোগ্য কামনা করে লিখেছেন, 'হায় ভগবান!! নিজের খেয়াল রেখো। দ্রুত সুস্থ হয়ে ওঠো।' কয়েক মাস আগেই চেহারার আমূল পরিবর্তনের জন্য লাইমলাইট ছিনিয়ে নিয়েছিলেন শিল্পা। ওজন ঝরিয়ে কী ভাবে ছিপছিপে গরন পেয়ছেন ছবি পোস্ট করে তা শেয়ার করেছিলেন অভিনেত্রী। ২০২৪-এর অক্টোবর থেকে ২০২৫-এর জানুয়ারি পর্যন্ত শিল্পা শিরোদকারের মেদহীন শরীর গঠনের এই ফিটনেস জার্নিকে কুর্নিশ জানিয়েছিল ভক্তরা। 

নয়ের দশকের পপুলার ফিল্ম 'হাম', 'খুদা গাওয়া', 'আঁখে', 'বেওয়াফা সনম'-এ শিল্পার অভিনয় দর্শকমহলে প্রশংসিত হয়েছিল। অমিতাভ বচ্চন থেকে গোবিন্দা, মিঠুন চক্রবর্তীর মতো তারকার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন শিল্পা। সিনেমা থেকে বিরতি নিয়ে ২০০০ সালের শুরুতে টেলিভিশনে গ্র্যান্ড কামব্যাক করেন শিল্পা শিরোদকার। 'এক মুঠ্ঠি আসমান' ও 'সিলসিলা প্যায়ার কা', এই দুটি শো দারুণ জনপ্রিয়তা অর্জন করেছিল। 

আরও পড়ুন ক্যামেরার সামনে জাপটে ধরে..., বাঙালি অভিনেতার কীর্তিতে রেগে কাঁই কিংবদন্তী অভিনেত্রী রেখা

Bollywood News bollywood movie bollywood actress bigg boss 18 Shilpa Shirodkar Covid-19 in India covid COVID-19