বক্স অফিসে অব্যাহত টাইগারের গর্জন। গত ৩০ মার্চ বাগী ২ ছবি নিয়ে বড়পর্দায় পা রেখেছিলেন দেশি র্যাম্বো। শুরুতেই বক্সঅফিসে ঝড় তুলেছিল এ ছবি। ১০০ কোটির ঘরে পা ফেলতে খুব একটা দিন অপেক্ষা করতে হয়নি টাইগার শ্রফ-দিশা পাটানিদের। টাইগারের নয়া অবতার আর মারকাটারি অ্যাকশনে ভরপুর এ ছবি এখনও বলিপাড়ার বক্সঅফিসে কার্যত দাপিয়ে বেড়াচ্ছে। গোটা এপ্রিল মাসেও বক্সঅফিসে সেভাবে ছন্দপতন হয়নি এ ছবির। তবে এপ্রিল মাসের হিসেব দেখে মুখ বেজার হয়েছে বি-টাউনের। এ মাসে মুক্তি পাওয়া কোনও ছবিই সেভাবে লক্ষ্মীর ঝাঁপি ভরতে পারেনি। এপ্রিলে মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্যে শুধুমাত্র বরুণ ধাওয়ানের অক্টোবর ছবিই যা কিছুটা সাফল্যের ধারে কাছে এসেছে। গত দু সপ্তাহে সুজিত সরকারের এ ছবি বক্স অফিসে কামিয়েছে প্রায় ৪৫ কোটি টাকা। এপ্রিলে যেসব হিন্দি ছবি মুক্তি পেয়েছে,তার মধ্যে টাকার অঙ্কে সবথেকে এগিয়ে বরুণ ধাওয়ানের এই অন্য ধারার ছবি।
আরও পড়ুন, সনজুর নতুন পোস্টার: সঞ্জয় দত্তের লুকে মাত করলেন রণবীর কাপুর
গতমাসের শুরুতে প্রথম মুক্তি পেয়েছিল ইরফান খানের ব্ল্যাকমেল। বিরল রোগে আক্রান্ত হয়ে আপাতত চিকিৎসাধীন অভিনেতা। এ ছবির প্রোমোশনে তাই দেখাই যায়নি ইরফানকে। অভিনেতাকে ঘিরে তাঁর ফ্যানদের মধ্যে একটা ইমোশনাল জায়গা ছিলই। কিন্তু তা সত্ত্বেও অভিনয় দেও-র পরিচালনায় এ ছবি বক্স অফিসকে দিয়েছে ২০.২০ কোটি টাকা।
এদিকে গত বছরে তাঁর জুড়ুয়া ২ ছবি বক্সঅফিস কাঁপিয়ে দিয়েছিল। সেই বরুণ ধাওয়ান এবার নিজের কমার্শিয়াল তকমা ঝেড়ে ফেলে মুখ দেখিয়েছেন সুজিত সরকারের ছবিতে। সফল হয়েছেন তিনি, তাঁর অভিনয় নজর কেড়েছে সমালোচকদের। কিন্তু তাঁর ফ্যানদের চাহিদা কি মিটল? বোধহয় না, সেজন্যই এপ্রিল মাসে মুক্তি পাওয়া অক্টোবর, জুড়ুয়া ২ ছবির মতো বক্সঅফিস কাঁপাতে পারল না। বরুণের ফিল্মোগ্রাফি বলছে, বক্সঅফিসের হিসেবে এখনও পর্যন্ত অক্টোবর ছবিই সবথেকে কম টাকা কামিয়েছে। এদিকে মাজিদ মাজিদির ‘বিয়ন্ড দ্য ক্লাউডস’ ছবি সেভাবে বাজার মাত করতে পারেনি। বক্সঅফিসে মুখ থুবড়ে পড়েছে অভয় দেওলের নানু কি জানু, তব্বুর মিসিং, সুধীর মিশ্রের দাস দেব।
আরও পড়ুন, গান গেয়ে হুমকির মুখে সোনা মহাপাত্র, সোশ্যাল মিডিয়ায় সরব হলেন গায়িকা
অন্যদিকে হলিউডের ছবির দাপট দেখাচ্ছে ভারতীয় বক্সঅফিসে। মাত্র ৩ দিনেই ভারতের বাজারে ৯৪.৩০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে অ্যাভেঞ্জার্স। দেশের বক্সঅফিসে অ্যাভেঞ্জার্সই প্রথম হলিউড ছবি যে এত তাড়াতাড়ি ১০০ কোটির ঘরে নাম লেখাচ্ছে।
আরও পড়ুন, সত্যিই কী বিয়ে করছেন সোনম কাপুর? বাড়ির অন্দরসজ্জা উসকে দিল সেই জল্পনা
এ বছর পদ্মাবত, সোনু কী টিটু কী সুইটি ছবির পর বাগী ২-ই তৃতীয় ছবি যা একশো কোটির ক্লাবে নাম লিখিয়েছে।