Suchitra Sen Autograph On Empty Cigaratte Packet: বাংলা সিনেমার 'ক্যুইন অফ হার্ট' বললে যাঁর মুখ চোখের সামনে ভেসে ওঠে তিনি নান আদার দ্যান প্রয়াত কিংবদন্তী অভিনেত্রী সুচিত্রা সেন। দীর্ঘ তিন দশকের বেশি সময় একাধিক স্মরণীয় চলচ্চিত্রের মাধ্যমে বাংলা সিনেমার স্বর্ণযুগের প্রতীক হয়ে উঠেছিলেন। ডাকসাইটে সুন্দরী সুচিত্রা সেনের হরিণী চোখ আর অসামান্য অভিনয় প্রতিভার মেলবন্ধনই তো সাদা-কালো চলচ্চিত্রের যুগে খ্যাতির শিখরে পৌঁছে দিয়েছিল। সুচিত্রা সেনের নামের সঙ্গে জুড়ে যায় 'মহানায়িকা' তকমা। তাঁর জনপ্রিয়তা বিস্তৃত ছিল আসমুদ্র হিসামচল। এক ঝলক দেখার জন্য সুযোগের অপেক্ষায় থাকত ভক্তরা। একদিন এক ভক্তের কাছে এল সেই সুবর্ণ সুযোগ। সেই মুহূর্তে যেন বৃহস্পতি তুঙ্গে ছিল। তাই মহানায়িকার অটোগ্রাফও পেয়েছিলেন। তবে সেটার নেপথ্যে রয়েছে এক অন্য কাহিনি যা বিরল বললে ভুল হবে, বরং বিরলতম ঘটনা। শুনলে একেবারে তাজ্জব বনে যাবেন।
বালিগঞ্জের সার্কুলার রোডে সান্ধ্যকালীন ভ্রমণ করছিলেন সুচিত্রা সেন। সঙ্গে ছিলেন এক ঘনিষ্ঠ সাংবাদিক বন্ধু। ঘড়ির কাঁটায় তখন প্রায় সাড়ে ন'টা। রুটিন মাফিক হাঁটতে বেরতেন। সেদিনও তার ব্যতিক্রম হয়নি। আচমকা পাশ দিয়ে এক ভদ্রলোক হেঁটে যান। সুচিত্রা সেনকে দেখে তিনি থমকে যান। সাহস জুগিয়ে মহানায়িকার কাছে একটা অটোগ্রাফের আবদার করেন। যে উত্তরটা পেয়েছিলেন সেটা শুনে যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারেননি ওই ব্যক্তি। কারণ সুচিত্রা সেন সঙ্গে সঙ্গে হাসি মুখে বলেছিলেন, 'আমাকে একটা কাগজ আর কলম দিন।' তাঁর এই আচরণ দেখে খানিক অবাক হয়ে গিয়েছিলেন তাঁর সাংবাদিক বন্ধুটিও।
আরও পড়ুন:মহানায়িকার সঙ্গে ঐতিহাসিক সাক্ষাৎ, লিফটের ভিতর সুচিত্রা সেনের সঙ্গে কী কথা হয়েছিল মনীশার?
ওই ব্যক্তির কাছে সেই মুহূর্তে কোনও কাগজ-কলম ছিল না। কিন্তু, ভক্তকে মোটেই নিরাশ করতে চাননি প্রয়াত কিংবদন্তী অভিনেত্রী সুচিত্রা সেন। তাই নিজেই উদ্যোগ নিয়েছিলেন যা দেখে আরও একবার দুজনেই হতবাক! তারকা তকমা সরিয়ে নিজেই মাটি থেকে একটি খালি সিগারেটের প্যাকেট তুলে নিয়ে পরিস্কার দিকে অটোগ্রাফ দিয়ে দিলেন। ভক্তের ইচ্ছেপূরণ করতে পেরে খুশি হয়েছিলেন তিনি। ঠিক তেমনই মহানায়িকার উদায় মানসিকতায় মুগ্ধ হয়েছিলেন ওই 'লাকি' ফ্যান। মহানায়িকার মৃত্যুর পর ঘনিষ্ঠমহলে সুচিত্রা সেনের সাংবাদিক বন্ধু এই গল্প শুনিয়েছিলেন। একজন ভাগ্যবান ভক্তই তাঁর অটোগ্রাফ পেতে পারেন।
আরও পড়ুন: সুচিত্রা সেন হয়ে ওঠা অসম্ভব তাই রিনা ব্রাউনকে নিখুঁতভাবে মঞ্চস্থ করাই ছিল একমাত্র লক্ষ্য : পায়েল