Bollywood Couple Divorce: ভাঙছে ৩৩ বছরের সংসার? ব্যক্তিগত সম্পর্ক উত্তপ্ত না কি... জবাব দিলেন অর্চনা

Archana puran singh - bollywood: অর্চনা এবং তাঁর স্বামী পরমীত শেট্টিকে নিয়ে শুরু হয়েছে সমালোচনা। ব্লগে তাদের ঝগড়া এবং অশান্তি দেখে এক ফ্যান মন্তব্য করে বসেন, তাদের মধ্যে কিছু ঠিক নেই।

Archana puran singh - bollywood: অর্চনা এবং তাঁর স্বামী পরমীত শেট্টিকে নিয়ে শুরু হয়েছে সমালোচনা। ব্লগে তাদের ঝগড়া এবং অশান্তি দেখে এক ফ্যান মন্তব্য করে বসেন, তাদের মধ্যে কিছু ঠিক নেই।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
noname archana - parmeet

ভাঙছে এতবছরের সংসার? Photograph: (Instagram)

তারকাদের জীবনে ব্যক্তিগত বলে এখন কিছুই হয় না। বিশেষ করে সমাজ মাধ্যমে যুগে, যে তারকারা ইউটিউব ব্লগ বানাচ্ছেন, তাঁরা নিত্যদিনের কিছু না কিছু মুহূর্ত সকলের সামনে তুলে ধরেন। এবং সেই ব্লগে তাদের পরিবারের সঙ্গে তাদের সম্পর্ক তাদের আচরণ, সবটাই প্রকাশ পায়। এই ব্লগেই, তারকা দম্পতিকে ঝগড়া এবং বিবাদ করতে দেখেই অনেকে ধরে নিয়েছিলেন, তাঁদের মধ্যে হয়তো কিছুই ঠিক নেই।

Advertisment

প্রসঙ্গে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, এবং কপিল শর্মা খ্যাত অর্চনা পূরণ সিং। অর্চনা এবং তাঁর স্বামী পরমীত শেট্টিকে নিয়ে শুরু হয়েছে সমালোচনা। ব্লগে তাদের ঝগড়া এবং অশান্তি দেখে এক ফ্যান মন্তব্য করে বসেন, তাদের মধ্যে কিছু ঠিক নেই। এই দম্পতির মধ্যে মাঝেমধ্যে উত্তেজনা দেখতে পাওয়া যায়। তাহলে কি ৩৩ বছরের সংসার ভাঙছে? এবং আলোচনা শুরু হতে অর্চনা পুরন সিং নিজেই ড্যামেজ কন্ট্রোলে ময়দানে নেমেছেন। তাঁর আরেকটি ব্লগে তিনি এই প্রশ্নের উত্তর দিয়েছেন। সেখানে তিনি, প্রত্যেক দম্পতির মধ্যে ছোটখাটো ঝগড়া হওয়াকে খুব ন্যায়বিদ্ধ কাজ বলেই মনে করেছেন। এবং কী কারণে তাঁদের বিয়ে ভাঙ্গা নিয়ে এত আলোচনা সেটাও জানিয়েছেন।

Nusraat Faria: কারাগারে দুর্বিষহ রাত, মানসিক যন্ত্রণার কথা অকপটে বললেন নুসরত ..

Advertisment

দুই সন্তানের বাবা মা তারা। ৩৩ বছরের বিয়ে ভাঙার প্রসঙ্গ উঠলে, যে কেউ উত্তর দিতে বাধ্য হবেন। অর্চনা কে বলতে শোনা গেল, কেউ একজন লিখেছেন যে আমরা ভীষণ সুন্দর মিষ্টি একটা দম্পতি। কিন্তু আমাদের মধ্যে নাকি উত্তপ্ততা বাড়ছে। এবং তাদের প্রচন্ড মন খারাপ হবে যদি আমরা, বিচ্ছেদ ঘোষণা করে কিংবা আলাদা হয়ে যায়। তবে আমি একটা কথা প্রকাশে আজকে বলতে চাই। আমরা একে অপরের সঙ্গে লড়াই করি। বাকবিতণ্ডায় জড়াই। কিন্তু তার অর্থ এটা নয় যে আমরা একে অপরকে ছেড়ে চলে যাব। আমাদের মধ্যে কোনরকম কোন টেনশন নেই। তবে আমার মনে হয় গার্হস্থ্যতে ছোটখাটো একটু ভায়োলেন্স হওয়া দরকার।

প্রসঙ্গে, অর্চনা এবং পরমিতের প্রেমের গল্প শুরু হয় তিন দশকেরও বেশি সময় আগে। তাদের ব্যক্তিত্ব ভিন্ন হলেও তাদের সম্পর্ক গভীর বন্ধনে পরিণত হয়েছিল। তারা চার বছর প্রেম করার পর ওভার্নাইট সিদ্ধান্ত নিয়েছিলেন যে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করবেন।  ১৯৯২ সালের ৩০শে জুন তাঁরা বিয়ে করেন। এই দম্পতির দুটি ছেলে রয়েছে।

Bollywood Couple bollywood actress Bollywood Actor bollywood