Nusraat Faria: কারাগারে দুর্বিষহ রাত, মানসিক যন্ত্রণার কথা অকপটে বললেন নুসরত ..

Actress Nusraat Faria: সোমবার দিন তাকে আদালতে তোলার পর, জামিনের আবেদন খারিজ করা হয়। আদালত থেকে কারাগারে যাওয়ার সময় তার চোখের জল দেখে হতাশার কথা বলেছিলেন বাংলাদেশের বহু নাগরিক থেকে তারকারা।

Actress Nusraat Faria: সোমবার দিন তাকে আদালতে তোলার পর, জামিনের আবেদন খারিজ করা হয়। আদালত থেকে কারাগারে যাওয়ার সময় তার চোখের জল দেখে হতাশার কথা বলেছিলেন বাংলাদেশের বহু নাগরিক থেকে তারকারা।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
faria জেল

জেল থেকে ফিরেই যা শোনালেন নুসরত Photograph: (Instagram)

Nusraat Faria: বাংলাদেশের ভাটারা হত্যার অভিযোগে, জেলে যেতে হয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। বাংলাদেশের এই অভিনেত্রী এপার বাংলাতেও বেশ জনপ্রিয় মুখ। কাজ করেছেন বেশ কয়েকটি সিনেমায়। অভিনেত্রীকে যেভাবে টানতে টানতে পুলিশ থানায় নিয়ে যায়, তারপর আওয়াজ তুলেছিলেন অনেকেই। ফারিয়া যে প্রহসনের শিকার হয়েছেন, সে প্রসঙ্গে বহু তারকারা মন্তব্য করেছিলেন।

Advertisment

সোমবার দিন তাকে আদালতে তোলার পর, জামিনের আবেদন খারিজ করা হয়। আদালত থেকে কারাগারে যাওয়ার সময় তার চোখের জল দেখে হতাশার কথা বলেছিলেন বাংলাদেশের বহু নাগরিক থেকে তারকারা। যখনই দেশে কিছু ঘটবে তখনই, তারকাদেরকে কেন আক্রমণ করা হবে এই প্রসঙ্গে ও কথা বলেছিলেন সিয়াম আহমেদ। গতকাল ফারিয়া, জামিন পান। তার আগের দুদিন কারাগারে যেভাবে তিনি সাজা কেটেছেন, আদৌ সেটাকে শাস্তি হিসেবে ধরা উচিত কিনা এই নিয়ে প্রশ্ন থেকে যায়।  আবার বাংলাদেশ সংবাদ মাধ্যম সূত্রে খবর...

Actor Passed Away: ঘুমের মধ্যেই সব শেষ! চলে গেলেন জনপ্রিয় অভিনেতা

Advertisment

প্রয়াত জনপ্রিয় পরিচালক শ্যাম বেনেগালের চর্চিত ছবি মুজিব একটি জাতির রূপকার ছবিতে শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেই আরও রোষানলে পড়েন তিনি। কারাগারে থাকার শেষ দুটো রাত, এ জীবনে কোনদিন ভুলবে না বলেই জানিয়েছেন ফারিয়া। তার পরিবারের মানুষের হয়রানি সঙ্গে তার চোখের জল, সব মিলিয়ে এক সাংঘাতিক পরিস্থিতির শিকার তিনি। তাই জেল থেকে মুক্তি পেতেই, নিজের সমাজ মাধ্যমের সরব হলেন তিনি। সেই ভয়ঙ্কর দুটো রাত প্রসঙ্গে কী কী বললেন?

Taslima Nasrin-Noble: নোবেলকে নিয়ে 'আদিখ্যেতা' পশ্চিমবঙ্গের শিল্পীদের,…

"জীবনের সবচেয়ে মূমূর্ষ সময় পার করেছি এই দুটো দিন। মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম। তবে এই সময়টাতে যারা সর্বক্ষণ আমার পাশে ছিলেন সেসব মানুষদেরকে মন থেকে কৃতজ্ঞতা জানাতে চাই। আমার সহকর্মী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সবাই, এমনকী আপামর সাধারণ মানুষ যারা আমার হয়ে কথা বলেছেন, ন্যায়ের পক্ষে কথা বলেছেন, পাশে থেকেছেন। তাদের এই সাপোর্ট/ভালোবাসা আমি আজীবন মনে রাখবো। আপনারা পাশে না থাকলে হয়তো এত দ্রুত আপনাদের মাঝে উপস্থিত হতে পারতাম না। বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আমাদের গণমাধ্যমকর্মীদেরকে, তাদের এই সাপোর্টটা ভীষণ দরকার ছিল। আমি সবসময় মনে রাখব আমার প্রতি আপনাদের ভালোবাসার কথা।"

প্রসঙ্গে মুজিব একটি জাতীর রূপকার ছবিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। তৎকালীন প্রধানমন্ত্রী নিজেও তাঁকে সাবাশি দিয়েছিলেন।

Bangladeshi actress bangladeshi actor Bangladesh Nusrat faria