Advertisment

Dhadak, Soorma and Saheb, Biwi Aur Gangster 3: জুলাইয়ে ভরপুর বলিউড ড্রামা

সিনেপ্রেমীদের জন্য বলিউড জুলাইয়ে কোনও খামতি রাখেনি। জাহ্নবী কাপুর-ঈশান খট্টরের 'ধড়ক' থেকে সঞ্জয় দত্তের 'সাহেব বিবি অউর গ্যাংস্টার থ্রি'- তালিকায় ঠাসা বলিউডি তরকা।

author-image
IE Bangla Web Desk
New Update
With Janhvi Kapoor’s Dhadak, Diljit Dosanjh’s Soorma and Sanjay Dutt’s Saheb, Biwi Aur Gangster releasing this July, the month promises a good time at the movies.

জুলাইয়ে বলিউডের লাগাম ধরতে মাঠে নামছে বেশ সঞ্জয় দত্ত, জাহ্নবী কাপুররা

'বীরে দি ওয়েডিং' , 'রেস থ্রি' ও 'সনজু'র মতো ছবি বলিউডের শ্রীবৃদ্ধি ঘটালো বেশ খানিকটা, জুলাইয়ে সেই লাগাম ধরতে মাঠে নামছেন সঞ্জয় দত্ত, জাহ্নবী কাপুররা। সিনেপ্রেমীদের জন্য বলিউড জুলাইয়ে কোনও খামতি রাখেনি। জাহ্নবী কাপুর-ঈশান খট্টরের 'ধড়ক' থেকে সঞ্জয় দত্তের 'সাহেব বিবি অউর গ্যাংস্টার থ্রি'- তালিকায় ঠাসা বলিউডি তরকা। চোখ বুলিয়ে নিন কোন কোন ছবি মাত করবে জুলাইয়ের বক্সঅফিস।

Advertisment

ফ্রাই ডে: (৬ জুলাই)

কমেডি কিং গোবিন্দা ও ফুরকে স্টার বরুণ শর্মা বড়পর্দায় আসছেন ৬ জুলাই। অভিষেক ডোগরা পরিচালিত 'ফ্রাই ডে'-র প্রযোজনা করেছেন সাজিদ খুরেশি। গণেশ আচারিয়ার হে ব্রো ছবিতে শেষ দেখা গিয়েছিল গোবিন্দাকে। তাও আবার অতিথি শিল্পী ছিলেন এই অভিনেতা। ফুকরে রিটার্নসের পর এই ছবিতেই  ফিরছেন বরুণ।

তেরি ভাবি হ্যায় পাগলে: ( ১২ জুলাই)

টেলিভিশন তারকারা বড়পর্দায়। দর্শকদের আনন্দ দিতে এবার বড় পর্দাকেই বাছলেন তারা। সুনীল পাল থেকে কৃষ্ণা অভিষেক-মেগা কমেডিয়ানরা রয়েছেন এই ছবিতে। বিনোদ তিওয়ারির পরিচালনায় 'তেরি ভাবি হ্যায় পাগলে' ছবিতে দেখা যাবে রজনীশ দুগ্গল, রাহুল দেব ও নাজিয়া হুসেনকেও।

সুরমা: (১৩ জুলাই)

তবে বলিউড ফোর্থ গিয়ারে জুলাইয়ের মাঝখান থেকেই। দিলজিৎ দোসাঞ্জ ও তাপসী পান্নুর 'সুরমা' নিয়ে বি-টাউনে শোরগোল শোনা যাচ্ছে ইতিমধ্যেই। হকি খেলোয়াড় সন্দীপ সিংয়ের জীবনীর ওপর তৈরি এই ছবি। 'সুরমা'র পরিচালক শাদ আলি। অঙ্গদ বেদীকেও দেখা যাবে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে।

ধড়ক: (২০ জুলাই)

এ মাসের সবথেকে চর্চিত ছবি 'ধড়ক'। করণ জোহরের প্রযোজনায় এই ছবিতে ডেবিউ করছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। মুখ্য চরিত্রে রয়েছেন ঈশান খট্টর। ব্লকবাস্টার মারাঠি ছবি 'সাইরাতে'র রিমেক 'ধড়ক'। তবে 'সাইরাত’-এর জনপ্রিয়তাকে 'ধড়ক' ছাপিয়ে যেতে পারবে কি না, তা নিয়ে গুঞ্জন রয়েছে ইন্ডাস্ট্রির অন্দরেই। এই ছবির পরিচালক শশাঙ্ক খৈতান। এর আগে 'বদ্রীনাথ কি দুলহানিয়া' ও 'হামটি শর্মা কি দুলহানিয়া' ছবির পরিচালনা করেছেন তিনি।

সাহেব বিবি অউর গ্যাংস্টার: (২৭ জুলাই)

বায়োপিকের সাড়া জাগানো রিলিজের পরেই বলিউডের ব্যাড বয় সঞ্জয় দত্ত ফিরছেন ৭০ মিলিমিটার পর্দায়। তিমাংশু ধুলিয়ার হাত ধরে সাহেব বিবি অউর গ্যাংস্টার থ্রি ছবিতে আসছেন তিনি। সঞ্জয় দত্ত ছাড়াও এ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জিমি শেরগিল, চিত্রাঙ্গদা সিং, মাহি গিল। ছবিতে ট্রেলারে সঞ্জয় দত্তের বোল্ড সিন নজর এড়ায়নি দর্শকদের।

আরও পড়ুন, Karenjit Kaur The Untold Story of Sunny Leone teaser: পাশের বাড়ির মেয়ে থেকে হট স্টার

bollywood movie sanjay dutt Dhadak Ishaan Khatter Janhvi kapoor
Advertisment