Iran Vs Israel: আমেরিকার জন্যই জ্বলছে ইরান? বলিপাড়ার ইরানিয়ান অভিনেত্রীর গা শিউরে উঠছে যুদ্ধ পরিস্থিতিতে.. 'আমার মা-ভাইয়েরও মৃত্যু..'

Bollywood actress from Iran: ড্রোন আঘাত থেকে শুরু করে পারমাণবিক ঘাঁটি লক্ষ্য করে বোমা আঘাত, ইজরায়েল জানিয়েছিল, তাদের লক্ষ্য ছিল ফোরডো, নতানজ এর মত পরমাণু কেন্দ্রগুলোকে নিশানা করে বোমা নিক্ষেপ। অভিনেত্রীর আতঙ্কে…

Bollywood actress from Iran: ড্রোন আঘাত থেকে শুরু করে পারমাণবিক ঘাঁটি লক্ষ্য করে বোমা আঘাত, ইজরায়েল জানিয়েছিল, তাদের লক্ষ্য ছিল ফোরডো, নতানজ এর মত পরমাণু কেন্দ্রগুলোকে নিশানা করে বোমা নিক্ষেপ। অভিনেত্রীর আতঙ্কে…

author-image
Anurupa Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
iranBollywood fame iranian actress mandana karimi raise concern against Iran Israel war happened

নিজেকে ভূতের মত মনে হচ্ছে, যা অবস্থা অভিনেত্রীর...

 Iran-Israel War: গোটা বিশ্বের যুদ্ধবিগ্রহ পরিস্থিতিতে, উদ্বিগ্ন মানুষ। এমনিতেই ২০২৫ সালে যে ধরনের ঘটনা ঘটছে, তাতে মানুষের শান্তিতে ঘুম তো হচ্ছে না। ইরান এবং ইজরায়েল যুদ্ধ পরিস্থিতির মধ্যেখানে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি আলোচনা এবং কূটনীতির মাধ্যমে হিংসা বন্ধের ডাক দিয়েছেন। ইসরাইল এবং ইরানের মধ্যে যুদ্ধ চলছে প্রায় ১০ দিন।

Advertisment

ড্রোন আঘাত থেকে শুরু করে পারমাণবিক ঘাঁটি লক্ষ্য করে বোমা আঘাত, ইজরায়েল জানিয়েছিল, তাদের লক্ষ্য ছিল ফোরডো, নতানজ এর মত পরমাণু কেন্দ্রগুলোকে নিশানা করে বোমা নিক্ষেপ। এরপরেই ইরান পাল্টা প্রতিশোধ নেয়। তারা মার্কিন দূতাবাস ভবন স্টক এক্সচেঞ্জ এবং হাসপাতালে হামলা চালায় যার ফলে প্রায় ৬০০ জনের মৃত্যু হয়। এবং এই যুদ্ধে ইজরাইলের পাশে দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবং তাতেই রেগে আগুন বলিউড অভিনেত্রী। মন্দানা করিমি, জন্মসূত্রে ইরানিয়ান, কিন্তু বলিপাড়ায় তিনি বেশ চর্চিত মুখ। নিজের দেশকে জ্বলতে দেখে তিনি মোটেও আনন্দে নেই। ইজরায়েলের সঙ্গে সঙ্গে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র কেউ যা নয় তাই বললেন।

Abhijit Gangopadhyay: অভিজিৎ গঙ্গোপাধ্যায় চিকিৎসাধীন, বিরাট বার্তা চন্…

Advertisment

নিজের দেশের এরকম পরিস্থিতি। তিনি কাজ করছেন, সকলের সঙ্গে কথা বলছেন, কিন্তু মনটা পড়ে রয়েছে দেশেই। নিশ্বাস ভারী হয়ে আসছে। অভিনেত্রী সমাজ মাধ্যমে একটি বড় পোস্ট করেছেন যেখানে তিনি লিখছেন.. "আমি কি করে ঠিক থাকব বলুন তো? লোকে মেরে ফেলা হচ্ছে। শুধু ইরান কিংবা প্যালেস্টাইনে নয় বরং আমাদের আশেপাশের সর্বত্রই। বারংবারই একই ঘটনা ঘটানো হচ্ছে। আমেরিকার মাধ্যমে প্রাপ্ত বোম্ব, ইজরায়েল ইরানকে তাক করে বিস্ফোরণ ঘটাচ্ছে। গোটা পৃথিবী চুপ করে দেখছে? আমি ইরানের বাইরে আছি। ইউরোপের মাটিতে শান্ত গলিতে কাজ করছি। কিন্তু আমার নিজেকে কেমন ভুত বলে মনে হচ্ছে। আমার নিজের একটা অংশ আজও যেন আমার বাড়িতেই পড়ে রয়েছে। সেখানে আমার মা ভাই, ভাইপো ভাইজিরা সবাই রয়েছে। পর মুহূর্তের একটা ভূলই হয়তো তাদেরকে কেড়ে নিতে পারে। আমাকে কেউ ভুল ভাববেন না, আমি মৃত্যুকে ভয় পাই না। আমরা আমাদের রক্তে যুদ্ধ নিয়ে বড় হয়েছি। কিন্তু এটা কি?" 

এখানেই থামলেন না তিনি। যে ঘটনা ঘটেছে বার বার, তার দেশ জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। যেমন মানুষ মরছে তেমন ধ্বংস হচ্ছে দেশের সম্পত্তি। কিন্তু অন্য দেশের মানুষরা, চুপচাপ এই দৃশ্য দেখছেন দেখেই তিনি আরও মর্মাহত। অভিনেত্রী বলছেন, "আমার অসহায় লাগছে। আমার দেশ চলছে আর গোটা বিশ্ব এটাকে জাস্টিফাই করার চেষ্টা করছে কিংবা সেটাকে ইগনোর করছে আবার কেউ কেউ তো হাততালিও দিচ্ছে। এগুলো মেনে নেওয়া সম্ভব নয়। ইরান মানে শুধু সরকার কিংবা সত্তা নয়। ইরান মানে মানুষও। ইরান মানে সে প্রত্যেকটা মা, সন্তানকে রাত্রিবেলা ঘুম পাড়াতে গান গান। শেষ হয়ে যাচ্ছে এবং আমি একদম ঠিক নেই।" 

অভিনেত্রী সারা দেশের কাছে আর্জি জানিয়েছেন এবং বিশ্বের কাছে দাবি রেখেছেন এই নিয়ে কিছু বলার। তার কথায়, "এত কিছু দেখার পরও যদি আপনারা চুপ করে থাকেন তাহলে আমি বলতে বাধ্য হব অনেক কিছুই ভুল আছে।" 

Iran bollywood actress Israel-Iran War Israel Iran War News