কাশ্মীরের সৌন্দর্য বরাবরই আকর্ষণ করেছে সিনেমার জগতকে। ৬০ দশক থেকেই ভূস্বর্গের প্রকৃতি উঠে এসেছে হিন্দি সিনেমায়। কিন্তু কাশ্মীরে সম্প্রতি বাতিল হয়েছে ৩৭০ ধারা, গ্রেফতার করা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীদের। সবমিলিয়ে অশান্ত পরিবেশ। আর এই কারণের সমস্যায় পড়েছে বলিউড। বেশ কিছু সিনেমার শুটিং হওয়ার কথা ছিল সেখানে। শুটিংয়ের সমস্ত শিডিউল পিছিয়ে যাওয়ার সম্ভবনা প্রবল।
বিশেষ করে মহেশ ভাটের পরিচালনায় 'সড়ক টু' ছবির শুটিং শুরু হয়ে গিয়েছে। আলিয়া ভাটের সঙ্গে এই ছবিতে রয়েছেন সঞ্জয় দত্ত, পূজা ভাট ও যিশু সেনগুপ্ত। কাশ্মীরে শুটিং হওয়ার কথা এই ছবির একটা বড় অংশের। কিন্তু এই দোলাচলে তা পিছিয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে।
আরও পড়ুন, মালাইকার সঙ্গে সম্পর্ক নিয়ে কী ভাবেন অর্জুনের বোন?
বিক্রম বর্মার বায়োপিকে মুখ্য ভূমিকায় দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রাকে। এই ছবিরও শুটিং হওয়ার কথা কাশ্মীরে। কিন্তু মনে করা হচ্ছে সন্দীপ শ্রীবাস্তবের লেখা এই ছবিকেও অপেক্ষা করতে হবে। করণ জোহরের প্রযোজনায় এই বায়োপিকের নাম 'শেরশাহ'। শর্মিলা ঠাকুর, শাম্মি কাপুর থেকে আলিয়া ভাট, কাশ্মীর ও বলিউড অঙ্গাঅঙ্গীভাবে জড়িয়ে।