শেষ মুহুর্তে বিয়ে ভেস্তে গেল মিঠুন চক্রবর্তীর ছেলে মিমোর। বিয়ের আসরে পুলিশ পৌঁছতেই বেঁকে বসলেন পাত্রী। পুলিশ সূত্রে খবর, এক মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ ও প্রতারণার অভিযোগ ছিল মহাক্ষয় চক্রবর্তীর বিরুদ্ধে। এদিন সেই অভিযোগেরই তদন্ত করতে হোটেলে পৌঁছয় পুলিশ।
শনিবারই দিল্লি হাইকোর্ট আগাম জামিন মঞ্জুর করে ধর্ষণে অভিযুক্ত মহাক্ষয় চক্রবর্তী ওরফে মিমোর। জামিন পান যোগিতা বালিও। এদিন নীলগিরি জেলার উটিতে একটি হোটেলে বিয়ে হওয়ার কথা ছিল মিঠুন পুত্রের। বিলাসবহুল এই হোটেলটির মালিক মিঠুন চক্রবর্তী স্বয়ং। ধর্ষণের অভিযোগ থাকা সত্ত্বেও বিয়েতে রাজি হয়েছিলেন পাত্রী দক্ষিণি এই অভিনেত্রী। তবে সব পণ্ড হয়ে যায় পুলিশ আসায়। বিয়ের আসর ছেড়ে চলে যান পাত্রীপক্ষ।
বৃহস্পতিবার, বম্বে হাইকোর্ট যোগিতা বালি ও মহাক্ষয়ের অন্তবর্তীকালীন জামিন দিতে অস্বীকার করে। বম্বে আদালতের রায় দেখে দিল্লি হাইকোর্টে আবেদন করেন মিঠুন পত্নী ও মিঠুন পুত্র। বিশেষ বিচারক আশুতোষ কুমার শনিবার দুজনের আগাম জামিন মঞ্জুর করেন।
আরও পড়ুন, ইরফানের পর সোনালি, আবার কর্কটের আক্রমণের খবর বলিউডে
প্রসঙ্গত, মদালসা শর্মার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল মিমোর। মদালসাও দক্ষিণের অভিনেত্রী। সূত্রের খবর, মিমোর বিরূদ্ধে যাঁর অভিযোগ তিনি ভোজপুরি সিনেমার অভিনেত্রী । শুধুমাত্র বিয়ের প্রতিশ্রুতির কারণেই তিনি এতদিন মুখ খোলেননি বলে জানা গেছে।