scorecardresearch

প্রিয়াঙ্কার বাগদান কি সামনেই? বাবা-মায়ের সঙ্গে ভারতে এলেন নিক জোনাস

নিক জোনাস ভারতে হাজির তাঁর পুরো পরিবারকে সঙ্গে নিয়ে। শোনা যাচ্ছে প্রিয়াঙ্কা চোপড়ার পরিবারের সঙ্গে দেখা করতেই এসেছেন তাঁরা। মুম্বই এয়ারপোর্টে গতকাল সেই ছবি ধরা পড়লো পাপারাতজির ক্যামেরায়।

প্রিয়াঙ্কার বাগদান কি সামনেই? বাবা-মায়ের সঙ্গে ভারতে এলেন নিক জোনাস
Nick Jonas-Priyanka Chopra: নিক জোনাস ভারতে হাজির তাঁর পুরো পরিবারের সঙ্গে।

NickJonas-Priyanka Chopra: প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের সম্পর্ক নিয়ে কম মাতামাতি হয়নি বি-টাউনে। প্রিয়াঙ্কার জন্মদিনেই তাঁরা বাগদান পর্ব সেরে ফেলেছেন বলে খবর। কিছুদিন আগেই নিক জোনাস প্রিয়াঙ্কার মায়ের সঙ্গে দেখা করে গিয়েছেন। এবার নিক জোনাস ভারতে হাজির তাঁর পুরো পরিবারকে সঙ্গে নিয়ে। শোনা যাচ্ছে প্রিয়াঙ্কা চোপড়ার পরিবারের সঙ্গে দেখা করতেই এসেছেন তাঁরা। মুম্বই এয়ারপোর্টে গতকাল সেই ছবি ধরা পড়লো পাপারাতজির ক্যামেরায়।

শনিবার ১৮ অগাস্টেই নাকি নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনতে চলেছেন প্রিয়াঙ্কা-নিক। শোনা যাচ্ছে, শনিবারের পার্টি সঞ্চালনা করবেন নাকি দেশি গার্ল স্বয়ং। ইতিমধ্যেই তৈরি হয়ে যেতে পারে অতিথি তালিকা। প্রিয়াঙ্কার জন্মদিনের দিনই এই জুটির আংটি বদল হয়ে গিয়েছে বলে সূত্রের খবর। এমনকি নিক জোনাস নাকি বাগদানের জন্য আংটি কিনেছেন দোকানের শাটার নামিয়ে।

Nick Jonas and his mother walk out of Mumbai airport. (Photo: Varinder Chawla)
মুম্বই এয়াপোর্টে নিক জোনাস ও তাঁর মা। Photo: Varinder Chawla
Nick Jonas’ parents clicked at Mumbai airport on Thursdsay. (Photo: Varinder Chawla)
বিমানবন্দরের বাইরে নিক জোনাসের মা-বাবা। Photo: Varinder Chawla
Nick Jonas and Priyanka Chopra are expected to make their relationship official soon. (Photo: Varinder Chawla)
শনিবার নিজেদের সম্পর্ক প্রকাশ্যে ঘোষণা করতে পারেন নিক জোনাস ও প্রিয়াঙ্কা। Photo: Varinder Chawla
Nick Jonas’ parents leave Mumbai airport. (Photo: Varinder Chawla)
বাবা মায়ের সঙ্গে এয়ারপোর্ট থেকে বেরোলেন নিক। Photo: Varinder Chawla

সেলিব্রিটি ডিজাইনার মনীশ মলহোত্রার পার্টিতে একসঙ্গে গিয়েছিলেন এই জুটি। সেখানে নিজের এনগেজমেন্ট রিং দেখা গিয়েছিল প্রিয়াঙ্কার আঙুলে। আবার রবীনা ট্যান্ডনের সঙ্গে নিজের ছবিও ইনস্টাগ্রামে দিয়েছেন পিগি চপস। তবে সংবাদমাধ্যমের কাছ থেকে আংটি লুকোনোর চেষ্টা করেছেন অঙিনেত্রী।

আরও পড়ুন, ফের প্রকাশ্যে প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাস, জোর জল্পনা!

প্রিয়াঙ্কার সঙ্গে রবিনা ট্যান্ডনের পার্টির ছবি।

প্রিয়াঙ্কা ও নিক জোনাস খবরে এসেছিলেন অনেকবার। কোনও গুজবেই তাঁরা কান না দিয়ে ঘুরে বেড়িয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। একে অন্যের হাত ধরে বারবার প্রকাশ্যে এসেছেন প্রিয়াঙ্কা ও নিক। নিউ জার্সিতে আটলান্টিক সিটিতে বিয়েবাড়িতে দু’জনকে একসঙ্গে ফ্রেমবন্দিও করেছেন ফোটোগ্রাফাররা। এদিকে প্রিয়াঙ্কা নিজে ভারত ছবি থেকে সরে এসেছেন নিক জোনাসের সঙ্গে এনগেজমেন্টের জন্যই, তার ইঙ্গিত দিয়েছেন পরিচালক আলি আব্বাস। নিজের পোস্টে পরিষ্কার ”নিক অফ টাইম” কথাটি উল্লেখ করেছিলেন পরিচালক।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Bollywood priyanka chopra nick jonas parents engagement