Pritam Chakraborty: '৯ বছরের বিশ্বাস ভেঙে...', ঘিরে ধরল পুলিশ, প্রীতমের অনুভূতি কী?

Pritam - Mumbai Police: স্টুডিওতে উপস্থিত ছিলেন অনেকেই। ম্যানেজারের দাবি, তিনি সেই টাকা অফিসে রেখেই প্রীতমের বাড়ি চলে গিয়েছিলেন। তারমধ্যে ঘটে এই ঘটনা। প্রীতম যেন আশাও করতে পারেননি যে এমন কিছু ঘটিয়ে ফেলবেন তাঁর অফিসের চেনা পরিচিত এক মানুষ।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
pritam chakraborty-bollywood news

Pritam News: কী কারণে পুলিশের মাঝে প্রীতম? Photograph: (ফাইল চিত্র )

Pritam Chakraborty-Bollywood: সঙ্গীত পরিচালক এবং সুরকার প্রীতম চক্রবর্তীর স্টুডিও থেকে প্রায় ৪০ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যান এই কর্মী। এই ঘটনার পরই যেন আরো বেশি করে বিশ্বাস হারিয়ে ফেলেন তিনি। প্রযোজনা সংস্থা থেকে সরকারের ম্যানেজার হাতে তুলে দেওয়া হয়েছিল টাকা। তারপরই সেই টাকা নিয়ে চম্পট দেন অফিসকর্মী।

Advertisment

প্রায় ৮ হাজারটি নোট ছিল ৫০০ টাকার। শুধু তাই নয়, স্টুডিওতে উপস্থিত ছিলেন অনেকেই। ম্যানেজারের দাবি, তিনি সেই টাকা অফিসে রেখেই প্রীতমের বাড়ি চলে গিয়েছিলেন। তারমধ্যে ঘটে এই ঘটনা। প্রীতম যেন আশাও করতে পারেননি যে এমন কিছু ঘটিয়ে ফেলবেন তাঁর অফিসের চেনা পরিচিত এক মানুষ। মন খারাপের সঙ্গে সঙ্গে বিশ্বাস ভেঙেছিল তাঁর। তবে, এখন অনেকটাই ঠিক আছেন।

আরও পড়ুন   -   Tollywood Actress: 'আমার বাবা-মার সংসারটাকে', অন্তঃসত্বা অভিনেত্রী, কী বলছেন তাঁর স্বামী?

কারণ, মুম্বাই পুলিশ তাঁর সমস্ত ভাবনার বদল ঘটিয়েছেন। যাদের কাছে তিনি সাহায্য চেয়েছিলেন, তাঁরা তাঁকে আশার আলো দেখিয়েছিলেন। মূল অভিযুক্তকে ধরে নিয়ে এসেছেন তাঁরা। আর এতেই শান্ত হয়েছেন প্রীতম। বিশ্বাস ফিরে পেয়েছেন তিনি। শিল্পী নিজের সমাজ মাধ্যমে শেয়ার করেছেন নিজের মনের আনন্দের কথা। যারা, বাস্তবের সিংঘম - CID, তাঁদের সঙ্গে দেখা করে প্রীতমের অনুভূতি কী?

Advertisment

তিনি লিখছেন... "আজ আমি বাস্তব জীবনের সিংঘম এবং সিআইডি-র সাথে দেখা করেছি। মালাদ থানার জানবাজ মুম্বাই পুলিশ টিম তাদের ধন্যবাদ জানাতে গিয়েছিলাম। তারা শুধু অপরাধীকে ধরতে পারেনি বরং তারা আমার বিশ্বাস পুনরুদ্ধার করেছে।  ৯ বছর আমি একজনকে বিশ্বাস করেছিলাম, কিন্তু সে আমার টাকা নিয়ে, বিশ্বাস ভেঙে চলে গিয়েছে।"

সঙ্গীত পরিচালক যখন শুনলেন যে কীভাবে তাঁর চোর ধরা হয়েছিল, তিনি আলাদাই রোমাঞ্চর মধ্যে দিয়ে গিয়েছেন। তিনি আরও লিখছেন, "কীভাবে তারা তাকে ধরল এই গল্পটি যে কোনও কল্পকাহিনীর চেয়েও বেশি সাহসের এবং মসলাদার! আমার পরম কৃতজ্ঞতা তাঁদের সকলকে।"

bollywood bollywood songs Bollywood News Bollywood Song Pritam Chakraborty