Tollywood News: দুজনেই নিজেদের প্রথম সম্পর্কে সুখী ছিলেন না, কিন্তু কে বলে, যে দ্বিতীয়বার সংসার পেতে ভাল থাকা যায় না? চুঁচুড়ার দুটি মানুষ, টলিউড ইন্ডাস্ট্রিতে গিয়ে নিজেদের ভাল থাকার রসদ খুঁজে পেয়েছিলেন। প্রসঙ্গে অনিন্দিতা এবং সুদীপ।
খুব সাধারণভাবেই গাঁটছড়া বেঁধেছিলেন তাঁরা। কাছের মানুষের উপস্থিতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাঁরা। এবার, তাঁদের নতুন জীবন শুরুর আরেক অধ্যায়। বাবা-মা হতে চলেছেন তাঁরা। ছোট্ট প্রাণটির অপেক্ষা করছেন তাঁরা। আর তাঁর মাঝেই আজ অভিনেত্রীর জন্মদিন। বরের কাছ থেকে কী বার্তা পেলেন তিনি?
আরও পড়ুন - Nilanjana Chakraborty: গুরুতর অসুস্থ বাবার জন্য সব ছেড়ে এলেন নীলাঞ্জনা, এখন কেমন আছেন তিনি?
অভিনেত্রীর বেবি বাম্প উঁকি দিচ্ছে। তাঁর মধ্যেই নিজের জন্মদিন কাছের মানুষদের সঙ্গে সেলিব্রেট করলেন তিনি। সুন্দর একটি কেক। একদিকটা নীল, অন্যদিকটা গোলাপি, সঙ্গে এক গুচ্ছ গোলাপ। মাতৃত্বে ভরপুর জন্মদিনে তাঁর বর সুদীপ তাঁকে ক্যাপ্টেন মারভেল হিসেবে সম্বোধন করেছেন। তিনি সমাজ মাধ্যমে একটি পোস্ট করে লিখছেন...
"আজকে আমার জীবনের ক্যাপ্টেন মার্ভেল এর জন্মদিন। যিনি নানারকম মিরাকল করে আমার জীবনটাকে এক্কেবারে বদলে দিয়েছেন। আমার মা-বাবার অগোছালো এই সংসারটাকে যিনি প্রকৃত অর্থে "বাড়ি ' বানিয়েছেন তার জন্মদিনে তাকে অনেক আদর। আর ভগবানের কাছে শুধু শুধুমাত্র তার সুস্থতা কামনা । খুব ভালো থাক আর সবাইকে এভাবেই বেঁধে রাখ। অনেক অনেক আদর।"
উল্লেখ্য, অভিনেত্রীর ডিউ ডেট আসন্ন। শুধু তাই নয়, তিনি কিছুদিন আগেই নিজের শুটিং থেকে ছুটি নিয়েছেন। তাঁর আগে বেবি শাওয়ার উপলক্ষে সকলের থেকে যে ভালবাসা পেয়েছেন সেসব ছবি-ভিডিও সমাজ মাধ্যমে নিজেই দেখিয়েছিলেন।