ডোকলাম নিয়ে দু’দেশের শীতল সম্পর্ক আলোচিত হয়েছিল। ভারত-চিন সম্পর্কটা বরাবরই উষ্ণ-শীতল। কিন্তু চিনা বক্সঅফিসে যে, ভারতীয় ছবির রমরমা দিন দিন বাড়ছে, তার আরও এক উদাহরণ তৈরি হল, এবার মুখ্যচরিত্রে অক্ষয় কুমার ও ভূমি পেডনেকর। গত বছর তাঁদের সোশ্যাল ড্রামা ‘টয়লেট এক প্রেম কথা’ এ দেশে সাড়া ফেলে দিয়েছিল। এবার সেই ছবিই গতকাল ড্রাগনের দেশে নাম পাল্টে মুক্তি পেয়েছে। চিনে অক্ষয় কুমারের এ ছবির নামকরণ করা হয়েছে ‘টয়লেট হিরো’। ছবি মুক্তির প্রথম দিনেই প্রায় ১৬ কোটির মতো ব্যবসা করে নিল বলিউডের এই সুপারহিট ছবি। তবে চিনা বক্সঅফিসে অন্য বলিউডি ছবির প্রথম দিনের ব্যবসার হিসেবে পিছিয়ে ‘টয়লেট হিরো’।
Market for well-made *content-driven* Indian films continues to bloom in China... #ToiletEkPremKatha - titled #ToiletHero for Chinese audiences - starts off VERY WELL... Debuts at No 2 at China BO...
Fri $ 2.36 mn <₹ 15.94 cr>
Shows: 56,974
Admits / Footfalls: 496,483#TEPK— taran adarsh (@taran_adarsh) June 9, 2018
#ToiletHero makes a whopping 15 million Yuan equivalent to Rs 15.8 crores on Day 1 at the Chinese box office! This is the third biggest opening of Indian films in China! @akshaykumar @neerajpofficial @PlanC_Studios @ShitalBhatiaFFW @Shibasishsarkar @psbhumi @FFW_Official pic.twitter.com/WiWLU9UrzH
— Reliance Entertainment (@RelianceEnt) June 9, 2018
আরও পড়ুন, Race 3 in China: মোটা অঙ্কের বাজার করতে চিনে মুক্তির সিদ্ধান্ত
প্রথম দিন চিনে ১৫.৯৪ কোটি টাকা ব্যবসা করেছে ‘টয়লেট হিরো’, একথা ট্যুইট করে জানিয়েছেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ। এ বছর চিনে মুক্তিপ্রাপ্ত বলিউডি ছবির মধ্যে প্রথম দিনের ব্যবসার নিরিখে সবথেকে এগিয়ে আমির খানের ‘সিক্রেট সুপারস্টার’, যে ছবি প্রথম দিন রোজগার করেছিল ৪০ কোটি টাকা। ইরফান খানের ‘হিন্দি মিডিয়াম’-এর প্রথম দিনের ব্যবসার হিসেব দাঁড়িয়েছিল ২২.০৬ কোটি টাকায়। অন্যদিকে সলমন খানের বজরঙ্গি ভাইজান প্রথম দিন পেয়েছিল ১৮ কোটি টাকা। তবে বাকি বলিউডি ছবিগুলোর মধ্যে প্রথম দিনের ব্যবসায়িক হিসেবে ‘টয়লেট হিরো’ পিছিয়ে থাকলেও চিনা বক্সঅফিসে যে ভাল ব্যবসা করছে এ ছবি, তা জানিয়েছেন তরণ আদর্শ।
এদেশে অক্ষয় কুমারের ‘টয়লেট এক প্রেম কথা’ একশো কোটির ঘরে নাম লিখিয়েছিল। চিনা বক্সঅফিসে অক্ষয় কুমারের ‘টয়লেট হিরো’ একশো কোটি ছুঁতে পারে কিনা সেটাই দেখার।