Entertainment Latest Highlights: অভিনেতার বিরুদ্ধে হেনস্থার অভিযোগ, ভয়ঙ্কর কাণ্ড!

Entertainment Latest Live News Updates: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

Entertainment Latest Live News Updates: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
vijay1

বিস্ফোরক অভিযোগ ওড়ালেন তিনি...

Entrtainment Latest Live News Updates: দক্ষিণী চলচ্চিত্র তারকা বিজয় সেতুপতি সম্প্রতি একটি গুরুতর অভিযোগের মুখোমুখি হয়েছেন। যেখানে সোশ্যাল মিডিয়ায় একজন নারী তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন। জওয়ান, মহারাজা, বিদুথালাই ও সুপার ডিলাক্স-এর মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করা এই অভিনেতা এবার এই বিষয়ে মুখ খুলেছেন।

Advertisment
  • Aug 01, 2025 17:45 IST

    Ananya Chatterjee: একচোখ বন্ধ! পুতুলনাচে একেবারে অন্যরকম অনন্যা, গোয়েন্দা চরিত্র নিয়ে কী বলছেন অভিনেত্রী?

    ম্যাডাম সেনগুপ্ত সিনেমায় অনন্যা সেনগুপ্ত যেভাবে নেগেটিভ চরিত্রটা ফুটিয়ে তুললেন, তাতে একটুও বোঝার উপায় নেই, যে এই প্রথম তিনি খলনায়িকা হিসেবে অভিনয় করলেন। বলা উচিত, ছবির অন্যতম লিডিং অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তিনি বলে বলে গোল দিয়েছেন। এবং অনন্যা চট্টোপাধ্যায় পুতুল নাচের ইতিকথা ছবিতেও আছেন। সেখান থেকে ভাইরাল হয়েছে তাঁর লুক। কীভাবে কী প্রিপারেশন নিলেন তিনি? এক চোখ বন্ধ, সঙ্গে ওরকম কস্টিউম। অভিনেত্রীকে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে ফোন করা হলে তিনি কী কী বললেন?



  • Aug 01, 2025 17:10 IST

    Shah Rukh Khan: 'পুরো বাঁদরের মত দেখতে', শাহরুখের চেহারা নিয়ে বিস্ফোরক অভিনেত্রী!

    সম্প্রতি একটি পডকাস্টে (Kinnto Poraantu) হাজির হয়ে এই সিরিজেরই অন্যতম অভিনেত্রী আমিনা শেরভানি (যিনি কিরণ কোচারের ভূমিকায় ছিলেন) শাহরুখের ফৌজি যাত্রা নিয়ে নানা অজানা গল্প শেয়ার করেন। তিনি জানিয়েছেন, শুরুতে শাহরুখের এই ধারাবাহিকে থাকার কথা ছিল না। পরিবর্তন আসে এক আবেগঘন পারিবারিক অনুরোধে।



  • Advertisment
  • Aug 01, 2025 16:23 IST

    son of sardar 2: 'সন অফ সর্দার ২': চেনা ছকে ফের ব্যর্থ অজয়ের কমেডি ড্রামা- পড়ুন রিভিউ

    এইবার গল্পে নতুন করে জোড়া হয়েছে দুই উপাদান—এক, ভারত-পাকিস্তান সম্পর্ক ঘিরে ড্রামা। দুই, দীপক ডোব্রিয়ালের অসামান্য অভিনয়। পাকিস্তানি চরিত্রগুলোকে এই সিনেমায় শুধুই 'চোখে সুরমা দেওয়া সন্ত্রাসী'র মতো দেখানো হয়নি, যা স্বস্তির বিষয়। ডোব্রিয়াল একজন ট্রান্স চরিত্রে অভিনয় করে প্রায় পুরো ছবিটিতে নিজের আধিপত্য বিস্তার করে নিয়েছি। যদি স্ক্রিপ্ট তাকে একটু স্বাধীনতা দিত, হয়তো আরও বেশি কিছু করতে পারতেন।



  • Aug 01, 2025 14:52 IST

    Madhumita Sarkar:শুটিংয়ে তড়িদাহত হন এই অভিনেত্রী

    বাংলা সিরিয়ালের ক্ষেত্রে কিছু কিছু চরিত্র সারাজীবন মানুষের মনে থেকে যায়। এরপর সেই অভিনেতা যত ভুমিকায় অভিনয় করুন না কেন, আইকনিক সেই চরিত্র নিয়ে কথা হবেই। বহুদিন বাংলা সিরিয়ালে এমন সব অভিনেত্রী রাজ করেছেন, কিংবা তাদের চরিত্রগুলো জীবন্ত হয়ে উঠেছে, যে দর্শকদের অনেকসময় অভিনেত্রীদের নাম মনে থাকে না, কিন্তু চরিত্রটিকে মনে থাকে। ঠিক তেমন একটি চরিত্র পাখি সিংহ রায়। নামটা চেনা চেনা লাগছে তো? একেবারেই! বাংলায় এমন এক সিরিয়াল অর্থাৎ বোঝেনা সে বোঝেনা- তরুণ প্রজন্মকে আলাদারকমভাবে অনুপ্রাণিত করেছিল।



  • Aug 01, 2025 14:05 IST

    Actor Tragic Life: জাতীয় পুরস্কারজয়ী অভিনেতার মর্মান্তিক পরিণতি!

    National Award winning actor shafiq syed: প্রতিদিন কয়েক হাজার তরুণ স্বপ্ন দেখে নামজাদা পরিচালক বা প্রযোজকের সঙ্গে মুম্বই শহরে এসে কাজ করার। কারও ভাগ্যে শিকে ছেঁড়ে তো কেউ আবার হারিয়ে যায় গ্ল্যামার দুনিয়ার অন্তরালে। পথচলতি শাফিক সইদকে একটি আন্তর্জাতিক স্তরে প্রশংসিত সিনেমার মুখ্য চরিত্রের জন্য বেছে নেওয়া হয়েছিল।  কিন্তু তিনি হতভাগা যিনি স্বপ্ন অসম্পূর্ণ রেখেই শহর ছাড়ে। ১৯৮০ সালে শাফিক বাড়ি থেকে পালিয়ে বিনা টিকিটে ট্রেনে চেপে মুম্বই চলে আসেন। সিনেমার মতো বাস্তবটাও সুন্দর কিনা পরখ করে দেখতে চেয়েছিলেন। চার্চগেট স্টেশন সংলগ্ন ফুটপাথে দিন কাটাতেন। একদিন এক মহিলা তাদের একটি অভিনয় কর্মশালায় নিয়ে যাওয়ার অছিলায় ২০ টাকা হাতে গুজে দিয়েছিলেন। সেখান থেকেই শুরু তাঁর সিনেমা যাত্রা। সুযোগ পান মীরা নায়ারের সালাম বোম্বে ছবির মুখ্য চরিত্রে।



  • Aug 01, 2025 13:02 IST

    Raanjhanaa: অনুভূতিতে তুমুল আঘাত! AI- ধ্বংস করে দিল সব? রাঁঝানার ক্লাইম্যাক্স নিয়ে মানসিকভাবে বিধ্বস্ত পরিচালক আনন্দ

     এই বিতর্কের মাঝে ছবির মূল পরিচালক আনন্দ এল রাই নিজের অবস্থান পরিষ্কার করে একটি আবেগঘন ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, "গত তিন সপ্তাহ ছিল অস্বাভাবিক এবং গভীরভাবে দুঃখজনক। রাঁঝানা, যা তৈরি হয়েছিল ভালোবাসা, সহানুভূতি এবং সৃজনশীল ঝুঁকি নিয়ে, সেই ছবির ক্লাইম্যাক্সে অননুমোদিত পরিবর্তন আমার অজান্তে করা হয়েছে—এটি হৃদয়বিদারক।" 



  • Aug 01, 2025 11:57 IST

    Bollywood: যন্ত্রণাময় শৈশব, কপালে স্বাধীনতা ছিল না, বাবার চাপে শেষমেশ নিঃস্ব হয়ে গেলেন এই কিংবদন্তি, মাত্র ৩৯-এ..

    অভিনয় জগতে শিশুদের প্রবেশ, বিশেষ করে খুব অল্প বয়সেই ক্যামেরার মুখোমুখি হওয়া, এক ধরনের অন্তঃস্থ ট্র্যাজেডির সৃষ্টি করে। যখন শিশুরা বর্ণমালাও পড়তে শেখেনি, তখনই তারা সংলাপ মুখস্থ করে নেয়। বন্ধুত্বের সহজ আবেগ গড়ে ওঠার আগেই তাদের পেশাদার হতে শেখানো হয়। অনেক ক্ষেত্রেই বাবা-মা, সন্তানদের কর্মচারীর মতো ব্যবহার করেন। যাদের নিরাপত্তা দেওয়ার কথা, তারাই শিশুদের ঠেলে দেন এমন পরিবেশে যা প্রায়শই অনিরাপদ ও সংবেদনহীন। 



  • Aug 01, 2025 11:04 IST

    Soumitra Chatterjee: ক্যামেরার সামনে হাঁটতে শিখিয়েছেন, তপন সিংহর সঙ্গে সত্যজিৎ রায়ের কোন মিল পেয়েছিলেন সৌমিত্র?

    কথায় বলে প্রত্যেকটা মানুষের একটা করে সিগনেচার স্টাইল থাকে, সেরকমই পরিচালকদের মধ্যেও সেই দৃশ্য দেখতে পাওয়া যায়। পরিচালক তার স্টাইল মেইন্টেন করেই ছবি বানান। অভিনেতাদের, সেই স্টাইলে নিজেকে মানানসই করে তুলতে হয়। বাংলা ছবির ক্ষেত্রে, যেমন সত্যজিৎ রায় কিংবা মৃণাল সেনের প্রসঙ্গ আসে, তারা নাকি অত্যন্ত ভেবেচিন্তে নির্দিষ্ট স্টাইলে ছবি বানাতেন, সেরকমই আরেকজন পরিচালকের নাম না উঠলে বোধহয় অন্যায় হবে। তিনি তপন সিংহ। তার ছবি বানানোর ধরন ছিল একেবারেই অন্যরকম।



  • Aug 01, 2025 10:29 IST

    Vijay Sethupathi: বিজয় সেতুপতির বিরুদ্ধে ড্রাগস-যৌন হেনস্থার অভিযোগ!

    অভিযোগ ‘নোংরা’ ও ‘মিথ্যা’, দাবি বিজয়ের

    ডেকান ক্রনিকল-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিজয় সেতুপতি অভিযোগটিকে 'নোংরা ও ভিত্তিহীন' বলে আখ্যা দেন। তাঁর কথায়, "যারা আমাকে দূর থেকেও চেনেন, তারা এই ধরনের অভিযোগ শুনে হেসে উঠবেন। আমি জানি আমি কে। এই ধরনের অপবাদ আমাকে ভেঙে দিতে পারবে না।" তিনি আরও বলেন, "আমার পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা মারাত্মক হতাশ, কিন্তু আমি তাদের আশ্বস্ত করেছি। এই অভিযোগ নজরে আসার পর থেকে একপেশেভাবে বিচার করা হয়েছে। তাকে তার কয়েক মিনিটের খ্যাতি উপভোগ করতে দিন।" 



Entertainment News Today বিনোদনের খবর