Entertainment news Highlights: জালিয়ানওয়ালা বাগের হত্যাকারী 'বুচার' ডায়ারকে তুলোধনা করণের

Entertainment news Highlights: সারাদিন কী কী হচ্ছে আজ? বিনোদুনিয়া জুড়ে কোথায় কী খবর? টলিউড, বলিউড, ওটিটি থেকে শুরু করে আন্তর্জাতিক বিনোদন জগতের লাইভ আপডেট পান এখানেই। এখনই পড়ুন...

Entertainment news Highlights: সারাদিন কী কী হচ্ছে আজ? বিনোদুনিয়া জুড়ে কোথায় কী খবর? টলিউড, বলিউড, ওটিটি থেকে শুরু করে আন্তর্জাতিক বিনোদন জগতের লাইভ আপডেট পান এখানেই। এখনই পড়ুন...

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
gen dyer

জেনারেলকে নিয়ে কী বললেন করণ? Photograph: ( ফাইল)

Entertainment news Highlights: বর্তমানে সেই জেনারেল ডায়ারের ( Gen Dyer ) পরবর্তী প্রজন্ম, মন্তব্য করে বসেছেন জালিয়ান ওয়ালা বাগের ভিকটিমরা লুটার। এবং ইতিহাসের পাতায় যা ঘটেছে, সেটা ইতিহাসই, সেইভাবেই সেটিকে গ্রহণ করা উচিত। এই প্রসঙ্গেই এবার আওয়াজ তুলেছেন ভারতীয় পরিচালক এবং প্রযোজক করণ জোহর। কেশরী ২ ( Kesari 2 ) এর প্রযোজক তিনি। তাঁকে যখন এই নিয়ে জিজ্ঞেস করা হল। তিনি কী উত্তর দিলেন? পরিচালককে বলতে শোনা গেল... 

Advertisment

সারাদিন কী কী হচ্ছে আজ? বিনোদুনিয়া জুড়ে কোথায় কী খবর? টলিউড, বলিউড, ওটিটি থেকে শুরু করে আন্তর্জাতিক বিনোদন জগতের লাইভ আপডেট পান এখানেই। এখনই পড়ুন...

  • Apr 16, 2025 20:19 IST

    Entertainment News Live: জেনারেল ডায়ারের নাতনিকে কী বললেন করণ?

    “আমি সেই ভিডিও দেখেছি। কিন্তু, শুধু একজন ভারতীয় হিসেবে না, কিংবা মনুষ্যত্বের খাতিরে না, বরং যে মানুষের মধ্যে একটু হলেও সহানুভূতি থাকবে, একটু হলেও মানবিক বোধ থাকবে তাঁদের সকলকে এই মন্তব্য রাগিয়ে দিতে বাধ্য। আমি আমার উত্তর কোনও ডিপ্লোম্যাটিক ভাবে দিতে চাই না, আমি উল্টোপাল্টা কোনও মন্তব্য করবো না, বরং সোজাসুজি বলব, কী সাংঘাতিক! কী ভয়ঙ্কর বিরক্তিকর কথা বলে বসেছেন তিনি। তাঁর সাহস হয় কী করে? উনার এত সাহস?” 



  • Apr 16, 2025 16:08 IST

    Entertainment News Live: অর্পণের রাপ্পা রায়ের পোস্টার থেকে ধুয়ে মুছে সাফ লেখকের নাম..

    লেখকরা নিজেদের বুদ্ধি - মানসিক শক্তি দিয়ে একেকটা ক্যারেক্টার রচনা করেন। আর, সেই গল্প এবং চরিত্র নিয়ে যদি সিনেমা তৈরি হয়, এবং সেই সিনেমার পোস্টারে তাঁর নাম না থাকে? রাপ্পা রায় আসছে বড়পর্দায়। সুযোগ বন্দোপাধ্যায় সৃষ্ট এই চরিত্রে অভিনয় করছেন অর্পণ ঘোষাল। আর সেই ছবির পোস্টার থেকে বাদ চলে গেল লেখকের নাম। তিনি সমাজ মাধ্যমে সেই ছবি শেয়ার করে লিখলেন, "এটা বোধহয় সেই গল্পটা যেটা আমি লিখেছিলাম। নামটা তো একই ,আসলে পোস্টার এ নাম নেই বুঝতে পারছি না ঠিক।" এহেন কাণ্ডে রেগে আগুন অনেকেই। টলিউডের অনেকেই এই নিয়ে মুখ খুলেছেন।



  • Advertisment
  • Apr 16, 2025 14:37 IST

    রহমানের সঙ্গে কাজ করতে গিয়ে চূড়ান্ত অস্বস্তিতে লতা, তারপর?

    এ আর রহমানকে নিয়ে মন্তব্যের শেষ নেই। যখনই ভাবা হয় আর তাঁকে নিয়ে কোনো গল্প নেই, ঠিক তখনই নতুন কিছু জানা যায় তাঁকে নিয়ে। এবারও ব্যতিক্রম না। বেশ কিছু আকর্ষণীয় ধারণা তাঁকে নিয়ে শেয়ার করেছেন নানা কিংবদন্তীরা। এবার লেখক এবং গীতিকার গুলজার তাঁকে নিয়ে এমন কিছু বললেন...

    বিস্তারিত পড়ুন-  রহমানের সঙ্গে কাজ করতে গিয়ে 



  • Apr 16, 2025 13:47 IST

    Entertainment News Update: সুমনকে নিয়ে এতদিনে জানা গেল আসল সত্যি

     শেষ কিছুদিন ধরে শিল্পী সুজন নীল মুখোপাধ্যায়কে নিয়ে নানা আলোচনা। সাধারণত, এই অভিনেতা নিজের অভিনয় দক্ষতা এবং দুর্দান্ত পারফরম্যান্স এর জন্যই আলোচনায় থাকেন। কিন্তু, এবার তাঁর শারীরিক অবস্থা এবং সেই নিয়েই ভয়ঙ্কর সব খবরের জন্য তিনি শিরোনামে। হঠাৎ করেই তাঁকে নিয়ে খবর রটে যে তিনি নাকি ভয়ঙ্কর অসুস্থ, এবং হার্ট অ্যাটাকের পর তিনি পাঞ্জা লড়ছেন মৃত্যুর সঙ্গে। আজ, তিনি নিজেই নিজের সমাজ মাধ্যমে দুটি পোস্ট করেছেন। তাঁর মধ্যে একটি পোস্ট তিনি ডিলিট করেছেন। আর একটি পোস্টে অঞ্জন দত্তের গান দিয়েই প্রতিবাদ জানিয়েছেন তিনি। 



  • Apr 16, 2025 12:51 IST

    Entertainment News Update: নববর্ষে হিন্দুমন্দিরে তসলিমা, কী বললেন?

    লেখিকার পরনে সাদা লাল পেড়ে শাড়ি, সঙ্গে সুন্দর বাঙালি সাজ। নতুন বছরের সন্ধ্যেয় তাঁকে অনুষ্ঠান উপভোগ করতে দেখা গেল দিল্লির কালীবাড়িতে। এমনকি, তিনি সেই বিষয়ে সমাজ মাধ্যমে লিখলেন পর্যন্ত। নববর্ষ যখন, তখন সাজগোজ তো হতে হবেই। তসলিমা গতকালের অনুষ্ঠান নিয়ে কী লিখলেন সমাজ মাধ্যমে?



  • Apr 16, 2025 11:49 IST

    Entertainment News Update: ৯ বছরের বিয়েতে ভাঙন তারকা দম্পতির?

    দিব্যাঙ্কা টিভির এক দারুণ জনপ্রিয় নায়িকা। শুধু তাই নয়, বিবেকের সঙ্গে বিয়ের আগে তাঁর দীর্ঘদিনের একটা সম্পর্ক ছিল। সেই তারকার সঙ্গে ভয়ঙ্করভাবেই বিচ্ছেদ হয় তাঁর। কিন্তু আজ যখন তাঁদের বিবাহ বিচ্ছেদ নিয়ে এত কথা, তখন বিবেক কী খোলসা করলেন? অভিনেতা এবং দিব্যাঙ্কার ( Divyanka Tripathi ) স্বামী জানান... "আমরা এটা উপভোগ করছি।" 



  • Apr 16, 2025 10:53 IST

    Entertainment News Update: কোন ক্লিনিকে গেলেন আরবাজ ও তাঁর স্ত্রী?

    গতকাল যে ভিডিও ভাইরাল হয়, সেটি একটি ক্লিনিকের বাইরে হলেও আসলে সেটি কিসের ক্লিনিক অনেকেই বোঝেননি। আরবাজের এক সন্তান রয়েছে। মালাইকা এবং তাঁর ছেলে যথেষ্ট বয়সে বড়। ফলে, আরেকবার তিনি বাবা হচ্ছেন শুনে অনেকেই হাসাহাসি করেছিলেন। কিন্তু তাঁরা গতকাল গিয়েছিলেন এমন একটি ক্লিনিকে যেখানে অন্যরকম ট্রিটমেন্ট করা হয়। মেটারনিটি ক্লিনিক না, বরং... 



Bollywood Actor bollywood actress Arbaaz Khan bollywood