Entertainment Latest Highlights: বিয়ের পিঁড়িতে বালিকা বধূ অভিকা

Entertainment Latest Live News Updates: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

Entertainment Latest Live News Updates: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
Avika-Gor

জেনে নিন আজকের আপডেট...

Entertainment Latest Highlights:  অভিনেত্রী অভিকা গোর, যিনি বালিকা বধূ ধারাবাহিকের মাধ্যমে জনপ্রিয়তা পান, ঘরে ঘরে পরিচিতি লাভ করেন, অবশেষে তার দীর্ঘদিনের প্রেমিক মিলিন্দ চাঁদওয়ানির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। বিশেষ আকর্ষণ হল- এই বিয়ের প্রতিটি পর্ব, যেমন হলুদ, মেহেন্দি, বারাত থেকে শুরু করে ফেরে পর্যন্ত, সম্পন্ন হয়েছে রিয়েলিটি শো  'পতি, পত্নী অউর পাঙ্গা'-র সেটেই। 

Advertisment
  • Oct 01, 2025 18:30 IST

    Asha Bhosle: গীতা পাঠ করছিলেন জয়া, 'আমি ওকে মৃত দেখতে পারব না', রাহুল দেব বর্মণের মৃত্যু ভেঙেচুড়ে শেষ করে আশাকে

    কিন্তু সেই যাত্রা কখনোই একেবারে মসৃণ ছিল না। সুরকার হিসেবে একসময় যার সঙ্গীত মুম্বই জুড়ে আলোড়ন তুলেছিল, সেই আরডি বর্মণ জীবনের শেষ দিকে এসে হারিয়ে ফেলেছিলেন অনেকখানি স্বীকৃতি। কঠিন সেই দিনগুলোয়, পাশে থেকে তাঁকে ভরসা দিয়েছিলেন আশা ভোঁসলে। যতটা সাফল্য তাঁর সুরে গান গেয়ে পেয়েছেন তিনি, ততটাই স্বামীকে হারানোর যন্ত্রণা ছিল সাংঘাতিক। 



  • Oct 01, 2025 17:55 IST

    Varun Dhawan: সকাল ৭টা থেকে অ্যালকোহল! অদ্ভুত অভিজ্ঞতার কথা জানালেন বরুণ

    হিন্দি সিনেমার অনেক অভিনেতাই চরিত্রের গভীরে ঢুকতে গিয়ে ‘মেথড অ্যাক্টিং’-এর আশ্রয় নেন। কখনও কখনও এর জন্য বাস্তবেই চরিত্র অনুযায়ী কাজ করে ফেলেন তাঁরা। যেমন মদ্যপ অবস্থার দৃশ্য ফুটিয়ে তুলতে গিয়ে সত্যিই অ্যালকোহল সেবন করা। শাহরুখ খান, আমির খান কিংবা ভিকি কৌশল অতীতে দেবদাস, ৩ ইডিয়টস ও ডাঙ্কির মতো ছবিতে এমনটা করেছেন। এবার সেই তালিকায় নিজের নাম যোগ করলেন বরুণ ধাওয়ান। অভিনেতা জানিয়েছেন, 'জুগ জুগ জিয়ো'-এর শুটিংয়েও তিনি একই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন।



  • Advertisment
  • Oct 01, 2025 17:11 IST

    Durga Puja 2025: বজায় রাখলেন দেশীয় রীতিনীতি, ঘোমটা মাথায় প্রিয়াঙ্কা, জ্যাকি শ্রফ পরিবেশন করলেন ভোগ

    মুম্বাইয়ের পুজো মানেই রানী-কাজলদের বাড়িতে একাধিক তারকার উপস্থিতি। গতকাল অস্টমী উপলক্ষেই সেখানে হাজির ছিলেন অনেকেই। বাঙালি তারকারা তো বটেই তবে দেখা গেল আরও অনেককে। মহাষ্টমী উপলক্ষে বেশিরভাগ পড়েছিলেন সাদা-লাল রঙের পোশাক। মৌনি রায় থেকে রুপালি এবং সুমনা চক্রবর্তী- সকলেই এসেছিলেন সেজেগুজেই। 



  • Oct 01, 2025 16:37 IST

    Ushasie Chakraborty: যোগাযোগের রাস্তা নেই? পুজোর মাঝেই সব ছেড়েছুড়ে বড় সিদ্ধান্ত উশষীর

    পুজোর মাঝেই বড় সিদ্ধান্ত। এবং, নিজে মুখেই সেই সিদ্ধান্তের কথা জানিয়েছেন অভিনেত্রী উশষী চক্রবর্তী। তিনি সমাজ মাধ্যমে বেশ সক্রিয়। এবং, নানা ধরণের কনটেন্ট তিনি উপহার দিয়ে থাকেন। পর্দার জুন আন্টি নামে খ্যাত এই অভিনেত্রী নিজের নানা কন্টেন্টের জন্য যেমন নেগেটিভ প্রতিক্রিয়া পান ঠিক তেমনই অনেকেই তার অভিনয়ের প্রশংসা করেন। 



  • Oct 01, 2025 15:23 IST

    শরীর-চোখ হলুদ, গুরুতর অসুখে ছারখার, দু সপ্তাহ হাসপাতালে অভিনেত্রী..

     মালয়ালম টেলিভিশনের পরিচিত মুখ এবং জনপ্রিয় নৃত্যশিল্পী দেবী চন্দনা সম্প্রতি জীবনের এক কঠিন অধ্যায়ের কথা ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। সাধারণত, নিজের প্রাণবন্ত ভ্লগের মাধ্যমে তিনি দর্শকদের আনন্দ দেন, কিন্তু এবার নিজের গুরুতর অসুস্থতার অভিজ্ঞতা তুলে ধরলেন।



  • Oct 01, 2025 13:58 IST

    Homebound: দুই বন্ধুর অসমাপ্ত যাত্রা, অমৃতের স্মৃতিতে ডুবেই 'হোমবাউন্ডে' বিভোর সাইয়ুব

     দুবাইয়ের এক প্রেক্ষাগৃহে বসে সাইয়ুব পর্দার দিকে তাকিয়েছিলেন। ঠিক তার চোখের সামনে ভেসে উঠছিল তাঁর নিজের জীবনের এক টুকরো গল্প- "হোমবাউন্ড" নামের সেই ছবি, যা এবারের অস্কারে ভারতের অফিশিয়াল এন্ট্রি। সিনেমাটি মুক্তির পরদিনই তিনি চার বন্ধুকে নিয়ে দেখতে এসেছিলেন। কিন্তু আলো–অন্ধকারে, ঝলমল করা সেই পর্দা, তাঁকে ফিরিয়ে নিচ্ছিল অতীতের এক ভয়ঙ্কর দিনে। কোভিডের প্রথম ঢেউয়ের সময়কার সেই যাত্রায়, যেখানে তাঁর শৈশবের বন্ধু অমৃত প্রসাদকে তাঁকে হারাতে হয়েছিল।



  • Oct 01, 2025 13:15 IST

    Zubeen Garg Death: সিঙ্গাপুরে জুবিন গর্গের মর্মান্তিক মৃত্যু, আসামে গ্রেপ্তার দুই অভিযুক্ত

    আসাম সিআইডি ইতিমধ্যেই জুবিনের মৃত্যুর ঘটনায় একটি মামলা দায়ের করেছে। অভিযুক্ত মহন্ত ও শর্মাকে ৬ অক্টোবর আদালতে হাজির হওয়ার জন্য সমন পাঠানো হলেও, তাঁরা আসামে ফেরেননি। জানা গেছে, মহন্তকে দিল্লি বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে নামতে না নামতেই গ্রেফতার করা হয় এবং শর্মাকে গুরগাঁও থেকে আটক করা হয়।



  • Oct 01, 2025 12:11 IST

    Ankush Hazra: যত নেগেটিভিটি সোশ্যাল মিডিয়াতে! 'কাদা ছোঁড়াছুড়ি বন্ধ হোক', দেবের পর এবার স্পষ্ট কথা 'মুনির' অঙ্কুশের

    Ankush Hazra-Raktabeej 2: পুজোয় রিলিজ করেছে চারটে বাংলা ছবি। এবং শুরুর দিন থেকেই এই চারটি রিলিজ নিয়ে উন্মাদনা ছিল তুঙ্গে। বিশেষ করে, রঘু ডাকাত এবিং রক্তবীজ ২, আলোচনায় ছিল এই দুটি ছবি। এবং তার থেকেও বড় কথা, নানাভাবে এই দুটি ছবিকেই লেট ডাউন করার চেষ্টা করা হয়েছে প্রতিনিয়ত। বিশেষ করে সমস্যার মোকাবিলা করেছেন দেব। তার ছবি নিয়ে যেভাবে নেগেটিভিটি ছড়িয়েছে, তাতে বারবার তিনি মুখ খুলেছেন।



  • Oct 01, 2025 10:46 IST

    Bollywood: রিয়েলিটি শো-এর সেটেই সাতপাকে বাঁধা..

    হিন্দু রীতি মেনে সকাল থেকে শুরু হয় উৎসব। সকালে বরযাত্রী এসে পৌঁছায়, আর বিকেলে সম্পন্ন হয় ফেরে। এই শুভক্ষণে উপস্থিত ছিলেন শোয়ের অন্যান্য প্রতিযোগীরাও- হিনা খান, ইশা মালব্য, রুবিনা দিলায়েক, মুনাওয়ার ফারুকি প্রমুখ।

    Bollywood: রিয়েলিটি শো-এর সেটেই সাতপাকে বাঁধা, উৎসব আবহে বিয়ের পিঁড়িতে 'বালিকা বধু'



Entertainment News Today Entertainment News