/indian-express-bangla/media/media_files/2025/01/13/AXWROOIJRFz81ETMETt2.jpg)
কাঁদিয়ে চলে গেলেন শিল্পী...
এএফপি ও অন্যান্য ফরাসি গণমাধ্যমের খবর অনুযায়ী, যুদ্ধোত্তর ইতালীয় সিনেমার ঝলমলে প্রতীক, ক্লডিয়া কার্ডিনালে ৮৭ বছর বয়সে প্রয়াত। দীর্ঘ ও বৈচিত্র্যময় চলচ্চিত্র ও নাট্যজীবনের অধিকারিণী এই অভিনেত্রী ইউরোপীয় ও হলিউড- দুই ধারার সিনেমাতেই সমান সাফল্য অর্জন করেছিলেন।
টিউনিসিয়ায় সিসিলীয় বংশোদ্ভূত এক পরিবারে বেড়ে ওঠা কার্ডিনালের, সিনেমাজগতে প্রবেশ ঘটে ১৯৫৭ সালে। তিনি টিউনিসে এক সৌন্দর্য প্রতিযোগিতায় জিতে, পুরস্কারস্বরূপ ভেনিস চলচ্চিত্র উৎসবে যাওয়ার সুযোগ পান। শৈশবে সিসিলীয় উপভাষায় বড় হওয়া এবং ফরাসি ভাষার স্কুলে পড়াশোনার কারণে প্রথম ইতালীয় ছবিতে তাঁর কণ্ঠ ডাব করতে হয়েছিল।
- Sep 24, 2025 18:33 IST
Entertainment News: 'ও আমাদের পারলে মেরে ফেলবে..', যীশু সেনগুপ্তকে দেখেই গলার স্বর নরম সলমনের?
সলমন খানকে দেখে ঢিপ করে একটা পেন্নাম ঠুকলেন তিনি। তারপর? আর কী! ভাইজান সোজা চিৎকার করে উঠলেন, আরে যীশু? কী করছো টা কি? প্রসঙ্গে বাংলার ছেলে এবং বলিউড ও সাউথ কাঁপানো নায়ক যীশু সেনগুপ্ত। বর্তমানে তিনি কাজলের সঙ্গে তাঁর নতুন সিরিজের কারণে বেশ ব্যস্ত। ট্রায়াল ২ নিয়েই সলমনের জনপ্রিয় শো বিগ বসে গিয়েছিলেন তিনি। সেখানেই এমন কি বললেন তিনি যীশুকে?
- Sep 24, 2025 18:17 IST
Entertainment News: ভুটান থেকে ভারতে গাড়ি চোরাচালান, নজরে সুপারস্টার তারকারা, বাজেয়াপ্ত ৩৬টি বিলাসবহুল এসইউভি
কেরালার শুল্ক ও কেন্দ্রীয় আবগারি বিভাগ, মঙ্গলবার অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারন ও দুলকার সালমানের বাড়ির অন্দরে তল্লাশি চালায়। ভুটান থেকে প্রাক-মালিকানাধীন দামি এসইউভি, চোরাচালানের মাধ্যমে ভারতে আনা হয়েছে এবং কর ফাঁকি দিয়ে ব্যবসায়ী ও চলচ্চিত্র জগতের পেশাদারদের কাছে বিক্রি করা হয়েছে বলে খবর পাওয়ার পর, এই অভিযান চালানো হয়। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, গাড়িগুলির মালিকরা সচেতনভাবে এই চক্রের অংশ ছিলেন কি না, তা এখনও নিশ্চিত নয়। তদন্ত এখনো চলছে।
- Sep 24, 2025 17:15 IST
Zubeen Garg Death: প্রয়াত জুবিনের চিতাভস্ম পাবেন ভক্তরাও? নয়া উদ্যোগ প্রসঙ্গে কী যুক্তি স্ত্রী গরিমার?
অসম সরকার ঘোষণা করেছে, যে কিংবদন্তি গায়ক ও সাংস্কৃতিক আইকন জুবিন গর্গের চিতাভস্ম একটি ডেডিকেটেড অনলাইন পোর্টালের মাধ্যমে বিতরণ করা হবে। এর ফলে প্রতিষ্ঠান ও ব্যক্তি উভয়ই সহজে আবেদন করে এই স্মারক সংগ্রহ করতে পারবেন। শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রী রনোজ পেগু জানিয়েছেন, প্রথমে সাংস্কৃতিক সংস্থা ও প্রতিষ্ঠানের চাহিদা মেটানো হবে। পরবর্তীতে অবশিষ্ট থাকলে ব্যক্তিগত আবেদনকারীদেরও বিবেচনা করা হবে। সংস্কৃতি বিভাগ পুরো প্রক্রিয়াটি যেন স্বচ্ছভাবে হয়, সেটাই তদারকি করবে।
- Sep 24, 2025 16:11 IST
Zubeen Garg Demise: জুবিন গর্গের মৃত্যুর পর সিআইডি তদন্ত, আয়োজকের বিরুদ্ধে বিরাট পদক্ষেপ অসম সরকারের..
সিঙ্গাপুরে প্রখ্যাত গায়ক জুবিন গর্গের মর্মান্তিক মৃত্যুর পর আসাম সরকার কড়া পদক্ষেপ নিয়েছে। রাজ্যে আর কোনও অনুষ্ঠান বা উৎসব আয়োজনের অনুমতি পাবেন না উত্তর-পূর্ব ভারত উৎসবের প্রধান আয়োজক শ্যামকানু মহন্ত।
- Sep 24, 2025 15:31 IST
Shah Rukh Khan-Rani: ভক্তদের হৃদয় জয় করলেন শাহরুখ, পুরস্কার মঞ্চে রানির প্রতি বাড়তি যত্নে ভাইরাল কিং খান
শাহরুখ খান বারবার প্রমাণ করে আসছেন যে তিনি অভিনেতা হওয়ার সঙ্গে সঙ্গে, সত্যিকারের এক ভদ্রলোক। তিনি পর্দায় এবং পর্দার বাইরে সমানভাবে তাঁর চারপাশের সকল মহিলাকে সম্মান করেন। সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শাহরুখ খান ও রানি মুখার্জি দু’জনেই প্রথমবারের মতো এই মর্যাদাপূর্ণ সম্মান অর্জন করেন।
- Sep 24, 2025 14:02 IST
Naina Ganguly: ভালবেসে ঠকে গেলেন, নির্যাতনের শিকার নয়নার অভিযুক্ত প্রেমিক আসলেই গ্রেফতার?
শেষ কিছুদিন ধরে সমাজ মাধ্যমে অভিনেত্রী খুব সক্রিয়। তার জীবনের সঙ্গে ঘটে যাওয়া ভয়ংকর সব অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছে নয়না গঙ্গোপাধ্যায়। তার প্রেমিক টুবান চক্রবর্তী, নানান রকম ভাবে শারীরিক এবং মানসিক নির্যাতন করেছেন। ঠিক এমনটাই অভিযোগ করতে দেখা যায় অভিনেত্রীকে। নয়না বলিউড এবং টলিউড এর বেশ চর্চিত মুখ।
- Sep 24, 2025 12:59 IST
লিভারের ক্রনিক রোগ কেড়ে নেয় প্রাণ, মাত্র ৫১-তে চলে জান না ফেরার দেশে, চেনেন এই সুরকারকে?
১৯২৪ সালে বাগদাদে এক কূটনীতিক পরিবারের ঘরে জন্ম মদন মোহনের। বাবার ইচ্ছার বিরুদ্ধে অভিনয়ের স্বপ্ন নিয়ে চলচ্চিত্র জগতে পা রাখলেও শেষ পর্যন্ত তিনি সুরকার হয়েই ইতিহাস গড়েন। সেনাবাহিনীতে কাজ ও লখনউ অল ইন্ডিয়া রেডিওতে গান গাওয়ার অভিজ্ঞতা তাঁকে আরও সমৃদ্ধ করেছিল। তবে বাবার সমর্থন না থাকায় জীবনের শুরুর দিনগুলো ছিল কঠিন। এক সময় টানা পাঁচ দিন অনাহারে থেকেছেন তিনি- তবু সাহায্যের জন্য কারও কাছে যাননি।
- Sep 24, 2025 12:03 IST
সিনে-জগতে নক্ষত্রপতন, প্রয়াত কিংবদন্তি
ক্যারিয়ারের শুরুর দিকেই তিনি ব্যক্তিগত সংকটে পড়েন। এক আপত্তিকর সম্পর্কের ফলে তিনি গোপনে গর্ভবতী হন এবং ১৯৫৮ সালে লন্ডনে ছেলে প্যাট্রিকের জন্ম দেন। কয়েক বছর ধরে তাঁর পরিবার, তাকে ছোট ভাই হিসেবে লালনপালন করে।