Zubeen Garg Demise: জুবিন গর্গের মৃত্যুর পর সিআইডি তদন্ত, আয়োজকের বিরুদ্ধে বিরাট পদক্ষেপ অসম সরকারের..

১৯ সেপ্টেম্বর (শুক্রবার) সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য চতুর্থ উত্তর-পূর্ব ভারত উৎসবে অংশ নিতে গিয়ে সাঁতার কাটার সময় প্রাণ হারান আসামের প্রিয় আইকন জুবিন গর্গ।

১৯ সেপ্টেম্বর (শুক্রবার) সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য চতুর্থ উত্তর-পূর্ব ভারত উৎসবে অংশ নিতে গিয়ে সাঁতার কাটার সময় প্রাণ হারান আসামের প্রিয় আইকন জুবিন গর্গ।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Zubeen Garg

চোখের জলে বিদায় জুবিনকে...

সিঙ্গাপুরে প্রখ্যাত গায়ক জুবিন গর্গের মর্মান্তিক মৃত্যুর পর আসাম সরকার কড়া পদক্ষেপ নিয়েছে। রাজ্যে আর কোনও অনুষ্ঠান বা উৎসব আয়োজনের অনুমতি পাবেন না উত্তর-পূর্ব ভারত উৎসবের প্রধান আয়োজক শ্যামকানু মহন্ত।

Advertisment

অনুষ্ঠান ও আর্থিক সহায়তার উপর নিষেধাজ্ঞা

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ঘোষণা করেছেন, মহন্ত বা তাঁর সঙ্গে যুক্ত কোনও সংস্থা আসামে ভবিষ্যতে কোনও উৎসব বা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে পারবে না। এছাড়া সরকারের পক্ষ থেকে তাঁর আয়োজিত অনুষ্ঠানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আর্থিক অনুদান, বিজ্ঞাপন কিংবা স্পনসরশিপও বন্ধ থাকবে। এমনকি কেন্দ্রীয় সরকারকেও মহন্তকে কোনো ধরণের আর্থিক সহায়তা না দেওয়ার জন্য অনুরোধ জানানো হবে। 

জুবিন গর্গের মৃত্যু ও বিতর্ক

১৯ সেপ্টেম্বর (শুক্রবার) সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য চতুর্থ উত্তর-পূর্ব ভারত উৎসবে অংশ নিতে গিয়ে সাঁতার কাটার সময় প্রাণ হারান আসামের প্রিয় আইকন জুবিন গর্গ। ওই মর্মান্তিক ঘটনার পর অনুষ্ঠান বাতিল করা হয়। তাঁর আকস্মিক মৃত্যুতে আসাম জুড়ে শোকের ছায়া নেমে আসে। ভক্তদের দাবিতে ভারতে ফিরিয়ে আনার পর গর্গের দেহের দ্বিতীয় ময়নাতদন্ত করা হয়। অনেকে অভিযোগ করেন, স্বাস্থ্য সমস্যার কারণে তাঁকে জল এবং আগুন থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হলেও জোরপূর্বক সাঁতার কাটতে বাধ্য করা হয়েছিল।

Advertisment

Shah Rukh Khan-Rani: ভক্তদের হৃদয় জয় করলেন শাহরুখ, পুরস্কার মঞ্চে রানির প্রতি বাড়তি যত্নে ভাইরাল কিং খান

তদন্ত ও অভিযোগ

দ্য হিন্দু-র পূর্ববর্তী প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল যে, গর্গকে সিঙ্গাপুরে উৎসবে পারফর্ম করার জন্য মানসিকভাবে ব্ল্যাকমেইল করা হয়েছিল। তাঁর মৃত্যুর পর উৎসব বাতিল করা হলেও এর জন্য ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। মহন্ত এবং গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে ৫০টিরও বেশি এফআইআর দায়ের করা হয়েছে।

রাজ্য সরকার নির্দেশ দিয়েছে, সমস্ত এফআইআর একত্রিত করে ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)-কে তদন্তের দায়িত্ব দেওয়া হবে। গর্গের মৃত্যুর প্রকৃত কারণ ও দায়ীদের ভূমিকা খতিয়ে দেখবে সিআইডি।

Entertainment News Entertainment News Today Zubeen Garg