Entertainment Latest Highlights: না ফেরার দেশে কিংবদন্তি

Entertainment Latest Live News Updates: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

Entertainment Latest Live News Updates: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
actor passed away

না ফেরার দেশে শিল্পী...

Entertainment Latest Live News Updates:  

কিংবদন্তি সুরকার ও পরামর্শদাতা চরণজিৎ আহুজা রবিবার মোহালিতে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে তিনি পিজিআইতে চিকিৎসাধীন ছিলেন। তাঁর মৃত্যুতে পাঞ্জাবি সঙ্গীত জগতে এক অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছে।

Advertisment
  • Sep 22, 2025 19:56 IST

    Mimi Chakraborty: বেটিং অ্যাপ কাণ্ডে এতদিনে নিজের বক্তব্য রাখলেন মিমি



  • Sep 22, 2025 16:56 IST

    Rhea Chakraborty: জেলের ভিতরে নাগিন ড্যান্স, তাও মনে স্বস্তি ছিল না রিয়ার! কারণ জানলে চমকে যাবেন...

    রিয়া বলেন, "জেলে যাওয়ার পর তুমি সকলের জীবনে একজন ভিন্ন মানুষ। জীবনের প্রতি তোমার দৃষ্টিভঙ্গি বদলে যায়। মানুষ কী ভাববে, এসব ভাবনা সরে যায় মাথা থেকে, কারণ এতে শুধু বিষণ্ণতা তৈরি হয়। জনসাধারণের ধারণা থেকে নিজেকে আলাদা করতে হয়। দ্বিতীয়ত, তুমি খাবারকে অনেক বেশি মূল্য দিতে শুরু করো। বাড়ির ভাতডাল, পিৎজার সমান মনে হয়।" 



  • Advertisment
  • Sep 22, 2025 15:58 IST

    Durga Puja 2025-Ayan Mukherji: হারিয়েছেন কাছের মানুষকে, এবার দুর্গাপুজোয় মন খারাপ 'মুখুজ্জে পুত্র' অয়নের

    আসন্ন দুর্গোৎসব। বাঙালি সারাবছর অপেক্ষায় থাকেন এক কয়েকটা দিনের। শুধু তাই নয়, তাঁরা আনন্দে মেতে ওঠেন পরিবার-পরিজনদের সঙ্গে। আর পুজো মানে শুধু বাংলা না। বরং, সারা দেশে এর উদযাপন চোখে পড়ে। ভিন রাজ্যের পুজোর মধ্যে সবথেকে বেশি নজর কাড়ে মুম্বাইয়ের মুখোপাধ্যায় বাড়ির পুজো। রানী মুখপাধ্যায়ের বাড়ির পুজো হিসেবেই সেটিকে চেনেন সকলে। 



  • Sep 22, 2025 14:59 IST

    Tom Holland Injury: ফ্লোরেই স্টান্ট দুর্ঘটনা, হাসপাতালে 'স্পাইডারম্যান' টম

    ডেডলাইন জানিয়েছে, শুক্রবার থেকে চিত্রগ্রহণ স্থগিত রাখা হয়েছে। অভিনেতার সামান্য আঘাতের কারণে চিকিৎসা চলছে। প্রযোজনার ঘনিষ্ঠ একটি সূত্রের মতে, সতর্কতার জন্য হল্যান্ড কয়েকদিন বিরতি নেবেন, তবে দ্রুতই তিনি শুটিংয়ে ফিরবেন বলে আশা করা হচ্ছে।



  • Sep 22, 2025 14:12 IST

    দীর্ঘ লড়াই শেষ, চলে গেলেন ভারতীয় সঙ্গীতের কিংবদন্তি

    কিংবদন্তি সুরকার ও পরামর্শদাতা চরণজিৎ আহুজা রবিবার মোহালিতে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে তিনি পিজিআইতে চিকিৎসাধীন ছিলেন। তাঁর মৃত্যুতে পাঞ্জাবি সঙ্গীত জগতে এক অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছে।



  • Sep 22, 2025 13:10 IST

    Zubeen Garg Demise: শারীরিক অবস্থা ভাল ছিল না জুবিনের? প্রয়াত গায়ককে নিয়ে বড় রহস্য ফাঁস করলেন সুরকার

    জুবিনের মৃত্যু হাজারো প্রশ্ন তুলে দিয়েছে গোটা ভারতের মনের মধ্যে। সকলের একটাই বক্তব্য, এই মৃত্যু কি স্বাভাবিক নাকি ষড়যন্ত্র? অসমের বুকে আসন্ন দুর্গোৎসবের কোনও আনন্দ নেই। কারণ, যেখানে প্রতিটা প্যান্ডেলে মা দুর্গার গান বাজে, সেখানে জুবিনের ফটো এবং সাদা ফুলে সজ্জিত চারপাশ। গতকাল অসম দেখিয়েছে একজন মানুষকে কীভাবে ভালবেসে তাঁর শেষযাত্রায় শরিক হয়েছেন। 



  • Sep 22, 2025 12:11 IST

    Geeta Bali: মাত্র ৩৪-এ গুটি বসন্তে মৃত্যু কিংবদন্তি অভিনেত্রীর

    Geeta Bali Death: ১৯৪০ ও ১৯৫০-এর দশকে অভিনয় পেশাকে খুব একটা সহজভাবে দেখা হত না। বিশেষ করে মহিলাদের জন্য খুব একটা সম্মানজনক কর্মক্ষেত্র ছিল না। কিন্তু সেই সময়ের অনেক বড় বড় তারকার কিশোরী বয়সেই চলচ্চিত্র জগতে অভিষেক ঘটেছিল। এর নেপথ্যে ছিল একটি বিশেষ কারণ। অনেকেই দেশভাগের শিকার হয়েছিলেন। যার ফলস্বরূপ কাঁধে এসে পড়েছিল সংসারের দায়িত্ব। তাই পেশা হিসেবে অনেকেই অভিনয়কে বেছে নিতেন এবং সাফল্যের মধ্যগগনে পৌঁছেছিলেন। যাঁদের নাম দর্শকের হৃদয়ে খোদাই করা আছে। সেই দলেরই সদস্য  গীতা বালি। মাত্র ১২ বছর বয়সে অভিনয়ে আত্মপ্রকাশ। প্রকৃত অর্থে তারকা হয়ে ওঠেন কেদার শর্মার ছবি সোহাগ রাত-এ অভিনয়ের মাধ্যমে। 



  • Sep 22, 2025 11:31 IST

    Zubeen Garg Demise: জুবিনের ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে, এই কারণেই মৃত্যু অসমের গায়কের..?

    শর্মা জানিয়েছেন, "সিঙ্গাপুর হাই কমিশন জুবিন গর্গের মৃত্যু সনদ পাঠিয়েছে এবং তাতে মৃত্যুর কারণ হিসেবে ডুবে যাওয়ার কথা উল্লেখ আছে। তবে মৃত্যু সনদ ও ময়নাতদন্তের রিপোর্ট এক নয়। ময়নাতদন্তের রিপোর্ট আলাদা, সেটিই আমরা সিঙ্গাপুর সরকারের কাছ থেকে চেয়েছি। 

    https://bengali.indianexpress.com/entertainment/assam-cm-jubin-garg-autopsy-report-update-10486560



Entertainment News Today bollywood tollywood