/indian-express-bangla/media/media_files/2025/06/17/vHsmFpsFgfgXTdHFrizI.jpg)
না ফেরার দেশে শিল্পী...
হিমাচল প্রদেশের চাম্বায় ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। প্রবীণ অভিনেতা অম্রেশ মহাজন (৭০), যিনি প্রায় ২৫ বছর ধরে চাম্বা চৌগানের রামলীলার সঙ্গে যুক্ত ছিলেন, মঞ্চে অভিনয় করার সময় প্রাণ হারালেন। মঙ্গলবার রাত প্রায় ৮টা ৩০ মিনিটে রাজা দশরথের চরিত্রে সংলাপ বলার সময় তিনি হঠাৎই অসুস্থ হয়ে পড়েন।
- Sep 25, 2025 18:03 IST
দিল্লি হাইকোর্টে মানহানির মামলা সমীর ওয়াংখেড়ের, নিশানায় শাহরুখ খানের রেড চিলিজ ও নেটফ্লিক্স
‘দ্য ব্যাডস অফ বলিউড’ ওয়েব সিরিজে নিজের ভাবমূর্তি নষ্ট করা হয়েছে অভিযোগ তুলে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন এনসিবি-র প্রাক্তন কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে। শাহরুখ খান, তাঁর স্ত্রী গৌরী খানের সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড, নেটফ্লিক্সসহ একাধিক সংস্থার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন তিনি।
- Sep 25, 2025 12:44 IST
Zubeen Garg Death: 'আমার কষ্ট হচ্ছে', শেষ হল না স্বামীর কাজ, প্রাণপ্রিয় জুবিনের শেষকৃত্যের পরেই মুখ খুললেন গরিমা
মঙ্গলবার গুয়াহাটির উপকণ্ঠ কামারকুচি গ্রামে আবেগঘন এবং রাজকীয় মর্যাদায় জুবিনের শেষকৃত্যের পর গরিমা বলেন, জুবিন এই ছবিটি নিয়ে ভীষণ উৎসাহী ছিলেন। তিনি যোগ করেন, "আমরা ‘রোই রোই বিনালে’ নামে একটি ছবিতে কাজ করছিলাম। তিনি চেয়েছিলেন ছবিটি ৩১ অক্টোবর মুক্তি পাক। তাই হয়তো এখনই আমাদের আবার কাজে ফেরা উচিত এবং তাঁর ইচ্ছেমতোই সেই তারিখেই ছবিটি মুক্তি দেওয়া উচিত।"
- Sep 25, 2025 12:01 IST
Jaya Bachchan: 'তুমি আমার পুত্রবধুকে মারছ কেন?' ভোজপুরী তারকাকে মেরে ফাটিয়ে দেন জয়া!
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিরাহুয়া জানান, কিংবদন্তি দম্পতির সঙ্গে কাজ করা তাঁর জীবনের বড় প্রাপ্তি। তিনি বলেন, "যখন শুনলাম তাঁদের সঙ্গে কাজ করব, তখন ভয়ে একেবারে স্থির হয়ে গিয়েছিলাম। তবে অমিতাভজি খুবই উষ্ণ ও রসিক মানুষ। তিনি আমার নার্ভাসনেস বুঝতে পেরেছিলেন এবং কৌতুক করে চারপাশের পরিবেশ কেমন যেন হালকা করে দিলেন। এমনকি একবার মজা করে বলেছিলেন-‘রাজনীতিতে যেও না, এটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল!’
- Sep 25, 2025 11:10 IST
মঞ্চে অভিনয় করতে করতেই সব শেষ! না ফেরার দেশে 'রামলীলা' খ্যাত অভিনেতা
সাক্ষীদের বর্ণনা অনুযায়ী, মহাজন সিংহাসনে বসা অবস্থায় হঠাৎ বাম দিকে হেলে পড়েন। পাশে থাকা ঋষির চরিত্রে অভিনয় করা অভিনেতার কাঁধে মাথা রাখেন। প্রথমে সহ-অভিনেতা ভেবেছিলেন এটি অভিনয়ের অংশ, কিন্তু দ্রুত বুঝতে পারেন কিছু একটা গুরুতর সমস্যা হয়েছে। প্রায় ১০ সেকেন্ড নাটক চলতে থাকে, এরপর ব্যাকস্টেজ দল এগিয়ে এসে মঞ্চের পর্দা নামায়। পরেই, মহাজনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।