'গুড এম, ব্যাড এম'। সিঙ্গুর থেকে ন্যানো কারখানা গুজরাটের সানন্দে সরিয়ে নিয়ে যেতে 'বাধ্য হয়েছিলেন' টাটা গোষ্ঠার তৎকালীন চেয়ারম্যান রতন টাটা। আর এরপরই সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি বলেছিলেন, "গুড এম, ব্যাড এম"। ওয়াকিবহাল মহলের মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের লাগাতার আন্দোলনের মুখে পড়ে স্বপ্নের ন্যানো কারখানা 'শিল্পবন্ধু' মোদীর গুজরাটে নিয়ে যেতে হয়েছিল রতন টাটাকে। আর তাই, উভয় নেতা-নেত্রীর নামের আদ্যক্ষরের সামনে ভাল ও মন্দ বিশেষণ যোগ করে অর্থবহভাবে ক্ষোভ প্রকাশ করেছিলেন টাটা গোষ্ঠীর শীর্ষ কর্তা। ফলে, নরেন্দ্র মোদীর বায়োপিকে রতন টাটার অধ্যায় যে খুবই গুরুত্বপূর্ণ তা আর বলার অপেক্ষা রাখে না। ফলে এই বিশেষ গুরুত্বপূর্ণ চরিত্রে ৫৯ বছরের বোমান ইরানিকেই বেছে নেওয়া হয়েছে।
নরেন্দ্র মোদীর বায়োপিকে যে বোমান ইরানি অভিনয় করছেন সে কথা আগেই জানা গিয়েছিল। তবে তাঁকে যে বিজনেস টাইকুন রতন টাটার ভূমিকায় দেখা যাবে, এটাই নতুন খবর। সম্প্রতি ডঃ মনমোহন সিং-এর জীবন নিয়ে তারি ‘অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার প্রসঙ্গে বিতর্ক তৈরি হয়েছে। আর এবার সিনেমার পর্দায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই খবরেই এখন সরগরম বিটাউন থেকে রাজনীতির আঙিনা। ২০১৯-এর নির্বাচনের আগেই রিলিজ করবে এই ছবি।
নরেন্দ্র মোদীর বায়োপিকে বোমান ইরানি।
আরও পড়ুন, আমার বিবৃতিকে বিকৃত করা হয়েছে : নভজ্যোত সিং সিধু
‘মেরি কম’ ও ‘সরবজিত’ ছবির নির্মাতা উমঙ্গ কুমারের হাত ধরেই সত্তর এমএমে আসছে নরেন্দ্র মোদীর বায়োপিক। বর্মান প্রধানমন্ত্রীর জীবনের শুরুর দিক থেকেই শুরু হবে ছবি। চা বিক্রেতা থেকে পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্রের শীর্ষে ওঠা, দেখানো হবে পুরোটাই।
আরও পড়ুন, পাকিস্তানি শিল্পীদের বয়কটের ঘোষণা অল ইন্ডিয়া সিনে ওয়ার্কাস অ্যাসোসিয়েশনের
কেবলমাত্র বোমান ইরানি নয়, নরেন্দ্র মোদীর স্ত্রী যশোদাবেনের ভূমিকায় দেখা যাবে বরখা বিস্তকে। জারিনা ওয়াহাব বড়পর্দায় মোদীর মা হীরাবেন মোদীর চরিত্রে অভিনয় করবেন। এছাড়াও ছবিতে রয়েছেন সুরেশ ওবেরয়, জারিনা ওয়াহাব, দর্শন কুমার। আর নাম ভূমিকায় বিবেক ওবেরয়। জানুয়ারিতেই প্রায় ২৩টি ভাষায় মুক্তি পেয়েছে ছবিটির পোস্টার।