অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন শাহরুখ খান (Shah Rukh Khan)। বিগত ৩ অক্টোবর থেকে ছেলে আরিয়ান খান (Aryan Khan) পুলিশি হেফাজতে। একাধিকবার নাকচ হয়েছে তাঁর জামিনের আবেদন। বদলেছে আইনজীবী। তবুও কোনও সুবিধে হয়নি। এবার পঁচিশ দিনের মাথায় মাদককাণ্ডে জামিন পেলেন শাহরুখ-পুত্র। তবে আজই ছাড়া পাচ্ছেন না আরিয়ান খান।
Advertisment
বিগত ৩ সপ্তাহ ধরে ছেলের জন্য বিনিদ্র রজনী কাটাচ্ছিলেন শাহরুখ। তবে বৃহস্পতিবার শেষমেশ বম্বে হাইকোর্টের (Bombay HC) রায়ে স্বস্তিতে কিং খান। প্রসঙ্গত, মঙ্গলবার ও বুধবার পরপর ২ দিন বম্বে হাইকোর্ট আরিয়ান খানের জামিন মামলার শুনানি মুলতুবি করেছিল। তবে আজ অর্থাৎ বৃহস্পতিবার ফের দুপুর আড়াইটে থেকে শুরু হয়েছিল শুনানি। প্রধান বিচারপতি অনিল সিং তিন মূল অভিযুক্ত অর্থাৎ আরিয়ান খান, মুনমুন ধামেচা ও আরবাজ মার্চেন্টের জামিনের আবেদন খতিয়ে দেখছিলেন। আর সেই প্রেক্ষিতেই বিকেল নাগাদ আরিয়ানের জামিন আবেদন মঞ্জুর করলেন প্রধান বিচারপতি অনিল সিং।
তবে, জামিন পেলেও আজই জেল থেকে ছাড়া পাচ্ছেন না শাহরুখ-পুত্র। অর্থাৎ আরও এক রাত তাঁকে জেলেই কাটাতে হবে। শুক্রবার প্রাসাদোপম মন্নতে যাচ্ছেন তিনি। বলাই বাহুল্য, শাহরুখের ইন্ডাস্ট্রির সহকর্মী তথা শুভাকাঙ্ক্ষীরা যে আরিয়ানের জামিনের খবরে উচ্ছ্বসিত। অতঃপর কিং খান-পুত্রকে স্বাগত জানানোর জন্য মন্নতেও সাজো সাজো রব শুরু হল বলে। অনুরাগীরাও ততোধিক উচ্ছ্বসিত।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন