বৃহস্পতিবারই বম্বে হাইকোর্ট (Bombay HC) জামিনের রায় দিয়েছে আরিয়ান খানকে (Aryan Khan)। ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে মাদককাণ্ডে ছাড়া পেয়েছেন। তবে জেলেই রাত কাটাতে হয়েছে শাহরুখ-পুত্রকে। আজও কি মন্নতে ফিরতে পারবেন আরিয়ান? সেই প্রশ্নেই এখন সরগরম মুম্বই সিনে-ইন্ডাস্ট্রি। প্রসঙ্গত, মুম্বই প্রমোদতরী মাদককাণ্ডে আদালতের রায়ে খানিক স্বস্তি পেলেও কিন্তু কড়া নির্দেশাবলী মেনে চলতে হবে আরিয়ান খানকে। সেগুলি কী কী?
৫ পাতার এক বড়সড় নির্দেশাবলী জারি হয়েছে শাহরুখ-পুত্রের ওপর। তাতে স্পষ্ট করে বলা, ১) আদালতের অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবেন না আরিয়ান খান। ২) এমনকী মুম্বই-মহারাষ্ট্রও নয়। ৩) কোর্টের নির্দেশ ছাড়া জেল থেকে ছাড়া পেয়ে এখনই কোনও সংবাদমাধ্যমে মুখ খুলতে পারবেন না। ৪) প্রতি শুক্রবার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসে হাজিরা দিতে হবে আরিয়ানকে।
<আরও পড়ুন: মাত্র ৪৬ বছর বয়সে প্রয়াত কন্নড় ছবির সুপারস্টার পুনিত রাজকুমার>
এর পাশাপাশি, ৫) প্রত্যেক শুনানির দিন আদালতে আরিয়ান খানকে সশরীরে উপস্থিত থাকতে হবে। আর যদি অগত্যা হাজিরা না দিতে পারেন, তবে আগে থেকে কোনও যথাযোগ্য কারণ দেখাতে হবে কোর্টকে। ৬) এনসিবি অফিসের তরফে যখনই সমন পাঠানো হবে, তখনই দেখা করতে হবে গিয়ে। ৭) আর এই মূল শর্তগুলির মধ্যে কোনও একটা যদি না মেনে চলেন শাহরুখ-পুত্র, তাহলে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB) যখন তখন তাঁর জামিন বাতিল করে দিতে পারে। ৮) আর হ্যাঁ, ট্রায়াল পর্ব শুরু হলেই তাতে যেন দেরি না করেন আরিয়ান।
প্রসঙ্গত, আরিয়ানের পাশাপাশি আরও দুই অভিযুক্ত মুনমুন ধামেচা ও আরবাজ মার্চেন্টও জামিন পেয়েছেন। উভয়েই শাহরুখ-পুত্রের মতো ১ লক্ষ টাকা বন্ডে ছাড়া পেলেন। আরিয়ান কোনওভাবেই অন্যান্য অভিযুক্তের সঙ্গে সম্পর্ক রাখতে পারবেন না, এমন নির্দেশও দেওয়া হয়েছে উচ্চ আদালতের তরফে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন