সুশান্ত সিং রাজপুতকাণ্ড সংক্রান্ত মাদক মামলায় জামিন পেলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। বম্বে হাইকোর্ট এ দিন তাঁর জামিন মঞ্জুর করেছে। তবে একই মামলায় অভিযুক্ত রিয়া চক্রবর্তীর ভাই সৌভিক চক্রবর্তীর জামিনের আর্জি খারিজ করেছে আদালত। খারিজ হয়েছে আবদিল বসিত পারিহারও জামিনের আবেদনও।
ব্যক্তিগত ৫০ হাজার টাকার বন্ডে সুশান্ত সিং রাজপুতের পাচক দীপেশ সাওয়ান্ত ও বাড়িতে দেখভালের দায়িত্বে থাকা স্যামুয়েল মিরান্ডার জামিন মঞ্জুর করেছে বম্বে হাইকোর্ট।
বিশেষ এনডিপিএস আদালত রিয়া, সৌভিক সহ ২০ জনের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ ২০ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করেছিল। যদিও বিশেষ এনডিপিএস আদালত প্রথমবার জামিনের আবেদন খারিজের পরই হাইকোর্টে আবেদন করেছিলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সেই মামলাতেই এদিন তাঁর জামিন মঞ্জুর হয়েছে।
আরও পড়ুন- সুশান্তকাণ্ড: এইমসের ‘আত্মহত্যা’র তত্বেই সিলমোহরের পথে সিবিআই
সুশান্তের বান্ধবী রিয়াকে মাদক যোগে সেপ্টেম্বরের ৮ তারিখ গ্রেফতার করে এনসিবি। এ দিন ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে শর্ত সাপেক্ষে রিয়ার জামিন মঞ্জুর করেছে বম্বে হাইকোর্ট। আদালতের নির্দেশ অনুসারে, আগামী ১০ দিন রিয়াকে থানায় হাজিরা দিতে হবে। জমা করতে হবে পাসপোর্ট। গ্রেটার মুম্বইয়ের বাইরে যেতে হলে বা বিদেশ যেতে গেলেও রিয়াকে আদালতের অনুমতি নিতে হবে।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে মাদক যোগে এনসিবি সৌভিককে গ্রেফতার করে। ড্রাগ চক্রে জড়িত জাইদ ভিলাত্রা এবং আবদুল বসিত পরিহারের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল বলেও তদন্তকারীরা জানতে পারেন।
গত ১৪ জুন বান্দ্রায় ফ্ল্যাট থেকে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের দেহ উদ্ধার হয়। তারপরই উঠে আসে অভিনেতার প্রাক্তন বান্ধবী রিয়া চক্রবর্তীর নাম। ছেলের মৃত্যুর পিছনে রিয়া, তাঁর ভাই সৌভিক সহ অন্যান্যদের হাত রয়েছে বলে বিহার পুলিশে অভিযোগ জানান সুশসান্তের বাবা কে কে সিং। ক্রমশ সামনে আসে মাদকযোগ ও আর্থিত কেলেঙ্কারি তত্ব। সুশান্ত মামলায় আর্থিক কেলেঙ্কারি রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্তে নামে ইডি। হোয়াটসআপ চ্যাটের অংশ-বিশেষের সূত্রেই সুশান্তের মৃত্যুর ঘটনায় সম্ভবত মাদক যোগের বিষয়টি প্রকট হয়। এরপরই ইডির অনুরোধে তদন্তে নামে এনসিবি। মাদক চক্রের সঙ্গে জড়িত অভিযোগে গ্রেফতার করা হয় রিয়া, সৌভিক সহ অন্যান্যদের।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন