দুর্গাপুজোকে (Durga Puja 2021) কেন্দ্র করে উত্তপ্ত বাংলাদেশ (Bangladesh)। কুমিল্লা থেকে হাজিগঞ্জ, চট্টগ্রাম, বাঁশখালি, কক্সবাজারের একাধিক মন্দিরে দুর্গামূর্তি ভাঙচুর হয়েছে। ওদেশে সংখ্যালঘু হিন্দুরাও মৌলবাদীদের তাণ্ডবে অতিষ্ট! সূত্রের খবর বলছে, এখনও পর্যন্ত ৬৫টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। এমনই উত্তপ্ত পরিবেশে বাংলাদেশে নয়া ছবির শুটিং করতে পৌঁছেছেন বনি সেনগুপ্ত (Bonny Sengupta)। কতটা নিরাপত্তা রয়েছে সেদেশে? জানালেন টলিউড অভিনেতা।
রবিবারই বাংলাদেশি সিনেমা 'মানব দানব'-এর শুটিং করতে বাংলাদেশে গিয়েছেন বনি সেনগুপ্ত। আদ্যোপান্ত বাংলাদেশের প্রোডাকশন। পরিচালকের আসনে পদ্মাপারের পরিচালক বজলুর রাশেদ চৌধুরি। এদিকে বনির বিপরীতে অভিনয় করছেন নবাগতা বাংলাদেশের অভিনেত্রী রাশিদা জাহান শালুক। প্রযোজনা সংস্থা শাপলার মিডিয়া ইন্টারন্যাশনালের ব্যানারে তৈরি হচ্ছে ছবি। আর সেই ছবির কাজেই বর্তমানে বাংলাদেশে রয়েছেন বনি।
<আরও পড়ুন: সুপারহিট ছবিরও পরও চিনতে পারেনি ট্যাক্সিচালকরা! তাড়িয়ে দেন আমির-জুহিকে>
শিডিউল তৈরি ছিল আগে থেকেই। সেইমতোই নির্ধারিত সময়ে রবিবার ঢাকায় পৌঁছন টলিউড অভিনেতা। সেখান থেকে সোজা চলে যান চাঁদপুরে। কতটা নিরাপত্তা রয়েছে সেখানে? বনি জানিয়েছেন, যে লোকশনে তাঁরা শুটিং করছেন, সেখানে যথেষ্ট নিরাপত্তা রয়েছে। যদিও ওই এলাকায় এখনও অশান্তির আঁচ পড়েনি। তাছাড়া, সামনেই থানা। কড়া নিরাপত্তা রয়েছে বলেই কাজে কোনওরকম অসুবিধে হচ্ছে না। আরও ১৩ দিনের শিডিউল। সেটা শেষ করেই কলকাতায় ফেরার কথা রয়েছে বনির।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন