Advertisment

অতীত থেকে তিক্ত অভিজ্ঞতা, ইন্ডাস্ট্রিতেও সতর্কতা…' অকপট বনি

অভিনয়ের সঙ্গে সঙ্গে বাড়ছে দায়িত্বও, ভাবনা চিন্তায় বদল এনেছেন বনি?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Bonny Sengupta, SSC scam, Kuntal Ghosh, Koushani Mukherjee, SSC scam Bonny Sengupta, WB SSC scam ED, Bonny Koushani, Bonny Sengupta family, Bonny Sengupta mother, Piya Sengupta, Bonny Sengupta news, ED Bonny Sengupta, Kuntal Ghosh Bonny Sengupta, tollywood news, TMC, বনি সেনগুপ্ত, SSC দুর্নীতি, ইডি, কুন্তল ঘোষ, পিয়া সেনগুপ্ত, বনি সেনগুপ্তর মা, কৌশানী মুখোপাধ্যায়, বনি কৌশানী, টলিউডের খবর টলিউড, bollywood update, tollywood news, trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news

বনি সেনগুপ্ত

ভাল সিনেমা করতে হলে, আসলেই প্রয়োজন একটি ভাল স্ক্রিপ্টের। নয়তো স্টারকাস্ট ভাল হলেও লাভের লাভ কিছুই হয় না। অন্তত, ফ্লপ ছবি দেওয়ার থেকে ভাল করে বিবেচনা করে নেওয়া ভাল। এবার, সেই পথেই হাঁটছেন বনি সেনগুপ্ত।

Advertisment

দীর্ঘদিন টলিপাড়ায় হিট দেননি তিনি। বেশিরভাগ ছবিতেই কৌশানির সঙ্গে জুটি বেঁধেছেন। এবার, অভিনয়ের সঙ্গে সঙ্গে এবারত প্রযোজক হিসেবেও দেখা যাবে তাঁকে। কিন্তু, নিজেকে আগের থেকে অনেকটাই পরিণত করেছেন তিনি। তাই তো, নিজের ভাবনায় বদল এনেছেন তিনি। সম্প্রতি, খবর তিনি নাকি ছবি প্রযোজনা করতে চলেছেন।

আরও পড়ুন < অভিনেতার রহস্যমৃত্যু! বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার পচা-গলা দেহ… >

অভিনেতা, এক সংবাদমাধ্যমে জানিয়েছেন, বর্তমানে তিনি ব্যাস্ত স্ক্রিপ্ট নির্বাচনে। এমনকি, কৌশানি আদৌ এই ছবিতে থাকবেন কিনা সেই নিয়েও স্থির করেননি কিছুই। জুটি নাও বাঁধতে পারেন অভিনেত্রির সঙ্গে। নিন্তু চিত্রনাট্যের কাজ প্রায় শেষ। বনির কথায়, বিগত কিছু সময়ে যা ঘটেছে তারপরে সতর্ক থাকাই শ্রেয়। অতীতের ভিন্ন অভিজ্ঞতা থেকে বিরাট শিক্ষা পেয়েছেন বলেই এত সতর্কতা?

সিনেমার দিক দিয়েও হিটের সংখ্যা প্রায় নেই বললেই ছলে। আবার কিছুদিন আগেই ED তলবে বেশমাত্রায় বদনামের ভাগীদার হতে হয় তাঁকে। নিজেকে লিডিং হিরো বলেই দাবি করেছিলেন তখন। সেই নিয়েও হাসাহাসি কম হয়নি। আর এবার তো অভিনয়ের সঙ্গে সঙ্গে প্রযোজনার দায়িত্বও। বেজায় সাবধানতা রেখেছেন তিনি।

tollywood Entertainment News Bonny Sengupta
Advertisment