Advertisment

অভিনেতার রহস্যমৃত্যু! বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার পচা-গলা দেহ…

প্রয়াত ইন্ডাস্ট্রির পরিচিত মুখ, তিনদিন পর খবর পেলেন ছেলে...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
actors death, actor lost life, actors life, marathi actor death, bollywood actor death, টলিউড, bollywood update, tollywood news, trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment new

প্রয়াত অভিনেতা

অভিনেতার মৃত্যু ঘিরে ঘনীভূত হচ্ছে রহস্য। আবারও সকলের আড়ালেই না ফেরার দেশে ইন্ডাস্ট্রির এক উজ্জ্বল নক্ষত্র। তালাবন্ধ ফ্ল্যাট থেকেই উদ্ধার দেহ। ঘটনা ঘিরে চাঞ্চল্য বিনোদন মহলে।

Advertisment

গশমীর মহাজানির বাবা রবীন্দ্র মহাজানি। মারাঠি ইন্ডাস্ট্রির এক উল্লেখযোগ্য নাম। কাজ করেছেন বহু ধারাবাহিকে। তালাবন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে কিংবদন্তির পচা গলা দেহ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৭ বছর। গশমীর তাঁর নানা চরিত্রের জন্য বেজায় জনপ্রিয়। ইমলি ধারাবাহিকে নিদারুণ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। তাঁর বাবার এহেন মৃত্যু! শোকের ছায়া বিনোদন মহলে। সূত্রের খব, গত আটমাস ধরেই এই বাড়িতে ভাড়া ছিলেন তিনি।

কিভাবে মৃত্যু হয়েছে সেই কারণ এখনও স্পষ্ট নয়। পুনের জারবিয়া সোসাইটি থেকেই উদ্ধার হয়েছে বর্ষীয়ান অভিনেতার নিথর দেহ। পুলিশি সূত্রে খরব, কমপক্ষে তিনদিন আগেই তাঁর মৃত্যু হয়েছিল বলে ধারণা। বডির ময়নাতদন্ত হবে। তারপরই পরিবারের হাতে বডি তুলে দেওয়া হবে। বডিতে পচন ধরতে শুরু করে। সেই থেকেই গন্ধ ছড়ায় চারপাশে। বিপদ আঁচ করেই সোসাইটির অন্যান্যরা পুলিশে খবর দেন। তাঁদের অভিযোগের ভিত্তিতেই পুলিশ তালা ভেঙে দেখেন নিথর দেহ।

আরও পড়ুন < Madhumita: বিরাট দায়িত্ব মধুমিতার কাঁধে, বলিউডের ‘ফর্জে’ ডাক পেলেন টলিপাড়ার অভিনেত্রী >

এ প্রসঙ্গে, তাঁর সন্তানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টাও করে পুলিশ। গশমীর জানিয়েছেন, কিছুদিন ধরেই বাবার খোঁজ পাওয়ার চেষ্টা করছেন তিনি। পুনের ওই ফ্ল্যাটে একাই থাকতেন রবীন্দ্র। বাবার কোনও খবর না পেয়েই এক বন্ধুকে ফোন করে ফ্ল্যাটে যাওয়ার অনুরোধ পর্যন্ত করেন। কিন্তু তাঁর আগেই সব শেষ। পুলিশি তৎপরতায়, ছেলেকে জিজ্ঞাসাবাদও করা হবে।

bollywood Entertainment News
Advertisment