‘নায়কদের ওসব চলে..’, দামী গাড়ি-বাড়ি প্রসঙ্গে শাহরুখের সঙ্গে তুলনা ‘লিডিং হিরো’ বনির! তারপর?

শেষে শাহরুখের তুলনা, কিং খান অনুরাগীদের রোষানলে অভিনেতা

bonny sengupta, srk, bonny sengupta scam ssc scam
শাহরুখের তুলনা টানলেন বনি?

ইন্ডাস্ট্রির লিডিং মোস্ট হিরো তিনি! একথা বলার পর থেকেই তাঁকে নিয়ে চর্চা তুঙ্গে। দুর্নীতিতে নাম জড়ানোর পর থেকেই তাঁকে নিয়ে হাসি ঠাট্টার শেষ নেই। তার বক্তব্যকে ঘিরে এখন মশকরা করতে ব্যস্ত নেটপাড়া। কিন্তু এবার তাঁর ওপর চটলেন অনেকেই। কারণ, নিজের সঙ্গে সঙ্গে শাহরুখের তুলনাও টেনেছেন তিনি। ফলেই রেগে আগুন শাহরুখ ভক্তরা।

এমনিও শাহরুখ ভক্তরা সবসময়ই তাঁকে নিয়ে এক বালতি জল বেশি খান। কিং খানের সঙ্গে কিনা নিজের তুলনা? দেব জিতের ধারেকাছেও তিনি যান না, এমন মন্তব্যও মিলেছিল দর্শকদের তরফে। তবে, এবার সোজা শাহরুখ! কী ঘটেছে আসলে? এক সাক্ষাৎকারে বনি সংবাদমাধ্যমে বলেছিলেন, “তারকারা ভাল জামাকাপড় পড়বেন, বড় গাড়িতে চড়বেন এটা খুব স্বাভাবিক। কারণ কোনও পার্টিতে ঢোকার সময় বড় গাড়ি থেকে না নামলে কেউ এগিয়ে আসেন না। বিলাসবহুল গাড়ি থেকে নামলেই স্যার বলে এগিয়ে আসে”। কিন্তু শাহরুখের কথা টানলেন কেন?

আরও পড়ুন [ ‘আদিরার সঙ্গে যদি…?’ প্রশ্ন শুনেই দীর্ঘশ্বাস রানির, পাগল হয়ে যাওয়ার ইঙ্গিত পর্দার Mrs চ্যাটার্জির! ]

কিং খান বলে কথা, নায়কদের মনের ইচ্ছেই থাকে শাহরুখের মত হওয়ার। অনেকের কাছেই শাহরুখ অনুপ্রেরণা। বনি বলেন,” শাহরুখ বড় গাড়ি থেকে নামলে আমারই কেমন যেন শিহরন হত। অভিনয়ের সঙ্গে যশ খ্যাতি থাকেই আর সেই কারণেই একটু দামী জামাকাপড়, কিংবা বিলাসিতা হলে অসুবিধা নেই”। একথা শুনেই রেগে আগুন ভক্তরা। শাহরুখের বড় গাড়ি এবং সফলতার সঙ্গে কিনা নিজের তুলনা?

কেউ কেউ রাগের চোটে সোশ্যাল মিডিয়ায় লিখলেন, “শাহরুখ তাঁর বাড়ির বারান্দায় দাড়ালে ওখানে ২ ঘণ্টা জ্যাম লেগে যেতে পারে”। আবার কেউ বললেন, “উনি সাইকেল – হাফ প্যান্ট পরে থাকলেও লোকজন উন্মাদনা দেখাবে তাই বলে তুমি”? আবার কেউ লিখলেন, “শাহরুখের সঙ্গে তুলনা? লোকটার নামে আর বদনাম করো না”। শাহরুখের সঙ্গে বড় গাড়ি দিয়ে পাল্লা নয়, অভিনয় এবং মনুষত্ব দেখান…এমন মন্তব্যও চোখে পড়েছে।

টলিউডের একের পর এক সদস্যের নাম জড়িয়েছে দুর্নীতির সঙ্গে। তাঁর মধ্যে বনি সেনগুপ্ত এবং প্রিয়াঙ্কা সরকার ছাড়াও শ্বেতা চক্রবর্তীর নাম উঠেছে। এতে টলিউডের নাম খারাপ হচ্ছে বলেও দাবি করেছিলেন অনেকে।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Bony sengupta ssc scam said srk can do it then why dont me

Next Story
‘আদিরার সঙ্গে যদি…?’ প্রশ্ন শুনেই দীর্ঘশ্বাস রানির, পাগল হয়ে যাওয়ার ইঙ্গিত পর্দার Mrs চ্যাটার্জির!
Exit mobile version