Fanney Khan box office collection prediction: এক বাবার তারঁ মেয়ের স্বপ্নের প্রতি আস্থা ও ভরসাই 'ফ্যানি খান' ছবির মূল উপজীব্য। অনিল কাপুর, ঐশ্বর্য রাই বচ্চন ও রাজকুমার রাও অভিনীত এই ছবি মুক্তি পাচ্ছে শুক্রবারই। শুধু 'ফ্যানি খান' নয়, এই সপ্তাহে মুক্তি পাচ্ছে কোর্টরুম ড্রামা 'মুল্ক' ও রোড ফিল্ম 'কারওয়া'। তবে অতুল মাঞ্জরেকরের ছবির বিশাল পরিমাণ আবেদনের জন্যই ট্রেড অ্যানালিস্টরা ভরসা রাখছেন তাঁর ছবির ওপরেই।
ট্রেড বিশেষজ্ঞ গিরিশ জোহর ইন্ডিয়ান এক্সপ্রেস ডট কমকে জানান, "এখনও পর্যন্ত মনে হচ্ছে শুক্রবারের বক্সঅফিস জয় করবে 'ফ্যানি খানই'। অনিল কাপুর, রাজকুমার রাও, অ্যাশ, দিব্যা দত্তর মত তারকাদের অভিনয়ই দর্শক টানবে। ওপেনিংয়ে এই ছবির ২.৫ কোটি আয় করার সম্ভবনা রয়েছে।"
Anil Kapoor, Aishwarya Rai Bachchan and Rajkummar Rao starrer Fanney Khan movie box office collection prediction:
আরও পড়ুন, Fanney Khan teaser: খান চরিত্রে অনিল কাপুরের বাজিমাৎ
কেন অন্য কোন ছবির তুলনায় বেশি ব্যবসা করবে 'ফ্যানি খান'? এর উত্তরে তিনি বলেন, "যদিও সব ছবিই মাল্টিপ্লেক্সের দর্শককে পেতে চায়, এই ছবির চিত্রনাট্যই মানুষকে ছবিটা দেখতে আকর্ষিত করবে।" গিরিশ জোহর আশা করছেন মৌখিক পাবলিসিটি এবং ছবির রিভিউই নির্ধারণ করবে 'ফ্যানি খানে'র টিকিট কাউন্টারের ভীড়।
এছাড়াও আর যা যা এই ছবির ব্যবসায় ভাগ বসাতে পারে তা হল হলিউড ছবি 'মিশন ইম্পসিবল: ফলআউট'। টম ক্রুজের এই ছবি বক্স অফিসে নিজের জায়গা বজায় রাখছে, বলা যায় দিন দিন সেটা বাড়ছে। 'ফ্যানি খান' সেখানে টক্কর দিতে পারে এমনটা আশা করা যায়। বাকিটা তো সময়ের অপেক্ষা ।