শনিবার রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত ছবি স্ত্রীয়ের আয় ছিল ১০.৮৭ কোটি টাকা। দুদিনের মধ্যে সেই আয় এসে দাঁড়াল ১৭.৬৯ কোটি টাকায়। কিন্তু এই ছবির বেশিরভাগ রিভিউই ইতিবাচক। তবে অনুমান, মাউথ পাবলিশিটিতেই ব্যবসা করছে স্ত্রী। টুইটারে বক্সঅফিসের সংখ্যা শেয়ার করে ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ লিখেছেন, ''স্ত্রী গতি বাড়িয়েছে এবং দ্বিতীয় দিনে প্রায় দু-গুণ ব্যবসা করেছে''।
ইন্ডিয়ান এক্সপ্রেসের চিত্রসমালোচক শুভ্রা গুপ্তাও এই ছবির ইতিবাচক রিভিউই লিখেছেন, ''স্ত্রী ছবিটার বেশিরভাগটাই উপভোগ্য। বিশেষত, এই খরগোশের মতো উদ্দীপনাটা বেশ। পরিচালক উত্তেজনা ধরে রাখতে সমর্থ। ছবিতে শ্রদ্ধা কাপুরের চরিত্র বেশ হাসির উদ্রেক করে, কিন্তু রাজকুমার রাওয়ের সঙ্গে দৃশ্যগুলোতে আর একটু কাজ করতে পারতেন অভিনেত্রী। রাজকুমার রাওয়ের ভিকি চরিত্রটা অনেকটা ‘বরেলী কি বরফি’র মতোই, তাই অসুবিধে হয়নি। ছবিতে তিনজনকে রিয়েল লাইফের বন্ধুর মতো লেগেছে পর্দায়। কাস্টিং ডিরেক্টরের জন্য খুরানা, অপারশক্তি ও অভিষেককে একসঙ্গে বোকা ও ভয় পাওয়ানোর মতো লেগেছে। অনবদ্য অভিনয় দক্ষতাও মুগ্ধ করবে দর্শককে। আর টেলরের ভূমিকায় রাজকুমার রাও আপনার মুখ থেকে ভাল শব্দটা বের করেই দম ফেলবে''।
আরও পড়ুন, বলিউড শাহেনশাহর সঙ্গে স্ক্রিন শেয়ার করলেন অম্বরীশ
আস্তে আস্তে স্ত্রী বেশ ভালই ব্যবসা করবে বলে আশা করা যাচ্ছে। তার কারণটা অবশ্য ছবির বিচিত্র স্টোরিলাইন ও হরর-কমেডি মিশ্রিত স্বাদ।