Advertisment

রণবীরের 'ব্রহ্মাস্ত্র'-র লুক প্রকাশ করলেন অয়ন

সোশ্যাল মিডিয়ায় অয়ন জানিয়েছেন, রণবীরই প্রথম অভিনেতা যাঁকে তিনি 'ব্রহ্মাস্ত্র'-র কথা বলেছিলেন। এমনকী তিনিই প্রথম সদস্য যিনি এই প্রজেক্টে যোগ দেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

Photo: Ayan Mukerji/ Instagram

রণবীর কাপুর নাহয় সোশ্যাল মিডিয়ায় নেই, তাই বলে অভিনেতার ছবি ফাঁস হবে না? ইচ্ছে পূরণ করলেন ছবির পরিচালক নিজেই। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করলেন 'ব্রহ্মাস্ত্র' ছবিতে রণবীরের ফার্স্টলুক। সম্প্রতি ইনস্টাগ্রামে পা রেখেছেন অয়ন, সেখানেই নিজের ফ্যান্টাসি ড্রামার বিভিন্ন ছবি আপলোড করছেন তিনি। রণবীরের ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ''রুমি। প্রথমে, ও রুমি। রুমি উইথ লং হেয়ার। ছবির প্রথম দিকের লুক টেস্টের ছবি এটা। রুমি বলেন, ভালবাসা তোমার ও সবকিছুর মধ্যেকার সেতু।''

Advertisment

আরও পড়ুন, মুখ ঢেকে, নিজেকে আড়াল করে চলে যেতে দেখা গেল ক্যান্সারে আক্রান্ত ইরফানকে

Advertisment

সোশ্যাল মিডিয়ায় অয়ন জানিয়েছেন, রণবীরই প্রথম অভিনেতা যাঁকে তিনি 'ব্রহ্মাস্ত্র'-র কথা বলেছিলেন। এমনকী তিনিই প্রথম সদস্য যিনি এই প্রজেক্টে যোগ দেন। অয়ন মুখোপাধ্যায়ের তৃতীয় ছবি 'ব্রহ্মাস্ত্র', যার তিনটি সিক্যুয়েলের পরিকল্পনা করা হয়েছে। ডিসেম্বরে মুক্তি পাচ্ছে এই ছবি।
ছবির মুখ্য চরিত্রে রণবীরের বিপরীতে রয়েছেন আলিয়া ভট। এছাড়াও দেখা যাবে অমিতাভ বচ্চন, মৌনী রায় ও নাগার্জুন আক্কিনেনিকে।

Read the full story in English 

alia bhatt ranbir kapoor bollywood movie
Advertisment